'আমি কিংবদন্তীর কথা বলছি ' কবিতাটি কোন কবির লেখা ?

A আবু জাফর ওবায়দুল্লাহ

B আবুল ফজল

C শামসুর রাহমান

D আল মাহমুদ

Solution

Correct Answer: Option A

আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ 'আমি কিংবদন্তীর কথা বলছি ' ।
- বাঙালি জাতিসত্তার মৃত্তিকামূলে সঞ্চার করে এ কাব্যগ্রন্থের কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন ।
- এ কাব্যের বিখ্যাত কবিতা 'আমি কিংবদন্তীর কথা বলছি ' 'কোন এক মাকে ' 'মাগো ওরা বলে' ।
- এতে মোট ৩৯ টি কবিতা স্থান পেয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions