মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিজিডিএফ) অডিটর - ৩০.১২.২০১১ (80 টি প্রশ্ন )
- বাংলাদেশের সংবিধান দুটি ভাষায় রচিত।
- একটি হলো ইংরেজি এবং অপরটি বাংলা।
- সংবিধানের ইংরেজি লেখক হলেন ড কামাল হোসেন এবং বাংলায় অনুবাদক হলেন ড আনিসুজ্জামান ।
- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম BTCL (বিটিসিএল) বা Bangladesh Telecommunications Company Ltd.
- The Bangladesh Telegraph and Telephone Board Ordinance, 1979 এর বিধান অনুসারে পূর্বের BTTB-কে ১ জুলাই ২০০৮ সালে নাম পরিবর্তন করে BTCL নামকরণ করা হয়।
- BTCL এর OTT (Over The Top) কলিং সেবা 'আলাপ'।

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২০২৪
• প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, প্রকাশনা ৩২তম( জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-UNDP)।
• প্রতিবেদনের শিরোনাম : Human Development Report 2023/2024 : Breaking the gridlock Reimagining cooperation in a
polarized world .
• অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৯৫টি ।

প্রতিবেদনে বিশ্ব
• সূচক : ০.৭৩৯।
• গড় আয়ু : ৭২.০ বছর।
• মাথাপিছু আয় : ১৭,২৫৪ মার্কিন ডলার ।
• শীর্ষ দেশ : সুইজারল্যান্ড (সূচক ০.৯৬৭)।
• সর্বনিম্ন দেশ : সোমালিয়া (সূচক ০.৩৮০)।
গড় আয়ু > শীর্ষে : জাপান (৮৪.৮ বছর) ও সর্বনিম্ন : শাদ ও লেসোথো (৫৩.০ বছর)।
• মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) > শীর্ষে : লিচটেনস্টাইন (১,৪৬,৬৭৩ মার্কিন ডলার) ও সর্বনিম্ন : দক্ষিণ সুদান (৬৯১ মার্কিন ডলার) |
• মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষে : কাতার (৩৯.৯ টন)




- ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রা ইউরো প্রথম চালু হয় ১ জানুয়ারি ,১৯৯৯ সালে ।
- এ মুদ্রার জনক রবার্ট মুণ্ডেল ।
- একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা চালু হয় ২০০২ সালে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

গ্রেট ব্রিটেন নিয়ে গুরুত্তপুর্ণ তথ্যঃ 
১.ইংল্যান্ড+ স্কটল্যান্ড+ ওয়েলস = গ্রেট ব্রিটেন(১৭০৭ সালে)
২.ইংল্যান্ড+ স্কটল্যান্ড+ আয়ার ল্যান্ড+ওয়েলস = যুক্তরাজ্য( ১৮০১ সালে)
৩.পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে> যুক্তরাজ্যে
৪.ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়> ম্যাগনাকার্টা (১২১৫)
৫.ইংল্যান্ডের শাসনতন্ত্রের বাইবেল ম্যাগনাকাটা স্বাক্ষরিত হয় >রানীমেড দ্বীপে > রাজা জন ও ইংল্যান্ডের জনগণের মধ্যে।
৬.যুক্তরাজ্যের সংবিধান > অলিখিত
৭.যুক্তরাজ্যের সর্বোচ্চ পবর্তশৃঙ্গ? বেননেভিস
৮.ইউরোপ তথা বিশ্বের সবচেয়ে বড় শহর / বিশ্বে রাজধানী> লন্ডন
৯.ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত যা টেমস নদীর তীরে অবস্থিত।
১০.ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয় অষ্টদশ শতাব্দীর শেষ দিকে
১১.যুক্তরাজ্যের বেসামরিক সর্বোচ্চ খেতাব > নাইট হুট
১২.ভিক্টোরিয়া ক্রস হল ব্রিটেনের সামরিক সর্বোচ্চ খেতাব
১৩.The king can do no wrong লেখা আছে ব্রিটেনের সংবিধানে
১৪.১ম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন> হেনরি আসকুইথ ও ডেভিট লয়েড জর্জ।
১৫.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন  > উইন্সটন চার্চিল+চেম্বার লিন
১৬. ব্রিটেনের ১ম প্রধানমন্ত্রী > স্যার রবার্ট ওয়ালপোল
১৭. ব্রিটেনেরে ১ম রাজা ছিলেন > অ্যালফ্রেড দি গ্রেট
১৮.অস্ট্রেলিয়া, কানাডা ও জ্যামাইকা তাদের দেশের সর্বপ্রধান হিসেবে ব্রিটেনের রানী কে মানেন।
১৯.একজন রাজা সাধারণ মহিলাকে বিয়ে করে সিংহাসনচু্ত হন > ৮ম অ্যাডওয়ার্ড
২০. চ্যান্সেলর অব দ্য এক্সচেকার হলো > ইংল্যান্ডের অর্থমন্ত্রীর উপাধি
২১.ইংল্যান্ড এবং ফ্রান্স এর মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয় > ১৩৩৮ সালে
২২.ইউরোপের লৌহমানবী মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছেলেন > ১১ বছর





- শহীদ আসাদ দিবস পালন করা হয় প্রতিবছর ২০ জানুয়রি ।
- ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদ ।
- ২০ জানুয়ারি ১৯৬৯ সালের পুলিশের গুলিতে তিনি শহীদ হন ।
- আসাদের স্মরণে ঢাকার মোহাম্মদপুরে 'আইয়ুব গেট' এর পরিবর্তে 'আসাদ গেট' নামকরণ করা হয় ।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


-বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য।
-১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। 
-নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়।
-নাটকে ব্যবহৃত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত।
-পরে এই নাটকটি ঋতু - উৎসব (১৯২৬) সংকলন গ্রন্থে সংকলিত হয়।

-রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন।



● হুমায়ুন কবির রচিত তিনভাগে বিভক্ত উপন্যাস 'নদী ও নারী' (১৯৫২)। পদ্মাপাড়ের মানুষের জীবিকার পাশাপাশি প্রকৃতির সাথে তাদের যে সংগ্রাম, মানুষে মানুষে হিংসা-দ্বেষ, প্রেম এবং মানবিকতা উপন্যাসের মূল বিষয়বস্তু।


- প্রথম উপন্যাস - আলালের ঘরের দুলাল,
- প্রথম স্বার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী,
- প্রথম রোমান্টিক উপন্যাস- কপালকুন্ডলা,
- প্রথম ব্যঙ্গ উপন্যাস - কল্পতরু(ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়)।

- দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস।
- ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0