বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিসংখ্যান সহকারী) - ০৫.১১.২০২১ (76 টি প্রশ্ন )

প্রথম মিশ্রণে চিনির পরিমাণ= 10 লিটার × 25% = 2.5 লিটার চিনি
ধরি, দ্বিতীয় মিশ্রণের x লিটার যোগ করা হবে।
তাহলে, (2.5 + 0.1x) / (10 + x) = 20% [দ্বিতীয় মিশ্রণে 10% = 0.1 অনুপাতে চিনি আছে।]
এখন,
(2.5 + 0.1x) = 0.2(10 + x)
বা, 2.5 + 0.1x = 2 + 0.2x
বা, 0.5 = 0.1x
বা, x = 5

সুতরাং, দ্বিতীয় মিশ্রণের 5 লিটার প্রথম মিশ্রণে মিশালে তাতে চিনির পরিমাণ 20% হবে।
ধরি,
বর্তমানে পিতার বয়স = 5x এবং পুত্রের বয়স = 3x
তাহলে, 10 বছর আগে,
পিতার বয়স = 5x - 10
পুত্রের বয়স = 3x - 10
এখন,
(5x - 10) : (3x - 10) = 2 : 1
বা, 5x - 10 = 2(3x - 10)
বা, 5x - 10 = 6x - 20
বা, x = 10

পিতার বর্তমান বয়স = 5 × 10 = 50
পুত্রের বর্তমান বয়স = 3 × 10 = 30

10 বছর পরে পিতার বয়স হবে = 50 + 10 = 60
10 বছর পরে পুত্রের বয়স হবে = 30 + 10 = 40

∴ 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত = 60 : 40 = 3 : 2
ট্রেনের গতিবেগকে মিটার/সেকেন্ডে রূপান্তর করে পাই = 48 কি.মি./ঘণ্টা = (48 × 1000) / (60 × 60) মিটার/সেকেন্ড
= 48000 / 3600 মিটার/সেকেন্ড
= 40/3 মিটার/সেকেন্ড
≈ 13.33 মিটার/সেকেন্ড

21 সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব = গতি × সময়
= 13.33 × 21 মিটার
≈ 280 মিটার

সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য = মোট অতিক্রান্ত দূরত্ব - ট্রেনের দৈর্ঘ্য
= 280 - 100 মিটার
= 180 মিটার

সুতরাং, সেতুটির দৈর্ঘ্য হল প্রায় 180 মিটার।





ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ছোট সংখ্যাটি  x হলে বড় সংখ্যাটি (x+১) হবে
 প্রশ্নমতে ,(x+১)২-x২=৩৭
বা,x২+২x+১ -x২=৩৭
বা,২x=৩৭-১  
বা, x=৩৬/২=১৮
অতএব, ছোট সংখ্যা ১৮ এবং বড় সংখ্যা =১৮+১=১৯







১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে লাগে ১০ দিন
∴ ১০ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে লাগে ১০/১০ = ১ দিন
∴ ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে লাগে ১ × ১০ = ১০ দিন

∴ ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- ঘুমধুম বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
- নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্ব-দক্ষিণে ঘুমধুম ইউনিয়নের অবস্থান।
- উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।
- ঘুমধুম ইউনিয়নের আয়তন ১৬,০০০ একর (৬৪.৭৫ বর্গ কিলোমিটার)।
- প্যারিস চুক্তিটি কিয়োটো প্রোটোকলের উন্নতি এবং প্রতিস্থাপনের জন্য নির্ধারিত হয়েছিল।
- একটি পূর্বের আন্তর্জাতিক চুক্তি যা গ্রীনহাউস গ্যাসের নিঃসরণ রোধ করার জন্য ডিজাইন করা হয়েছিল।
- এটি 4 নভেম্বর, 2016 এ কার্যকর হয় এবং 195টি দেশ দ্বারা স্বাক্ষরিত হয়েছে এবং 2021 সালের জানুয়ারী পর্যন্ত 190টি দ্বারা অনুমোদিত হয়েছে।

- ইনকিউবেটর হল একটি ডিভাইস যা ডিমগুলিকে একটি নির্দিষ্ট তাপমাত্রার পরিসরে উষ্ণ রেখে এবং সঠিক আর্দ্রতায় ডিম ফুটানোর জন্য একটি বাঁক প্রক্রিয়ার মাধ্যমে এভিয়ান ইনকিউবেশনের অনুকরণ করে।
- ইনকিউবেটরের প্রধান কাজ হল নিরাপদ এবং নির্ভরযোগ্য কোষ এবং টিস্যু কালচারের জন্য তাপমাত্রা, আর্দ্রতা এবং কার্বন ডাই অক্সাইডের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কোষ এবং টিস্যু কালচারের জন্য একটি নিয়ন্ত্রিত, দূষণমুক্ত পরিবেশ প্রদান করা।

- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।

- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্ণেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।

- ব্রহ্মপুত্র নদের তীরাঞ্চল ছাড়া সম সড়ক থেকে বৃহত্তর রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও নিয়ে ৬ নং সেক্টরে গঠিত।

- এটিই একমাত্র সেক্টর, যার হেড কোয়ার্টারের অবস্থান ছিল বাংলাদেশের অভ্যন্তরে (পাটগ্রাম, লালমনিরহাট)।

- এ সেক্টেরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম.কে. বাশার।


প্রধান নির্বাচন কমিশনার ‌ও অন্যান্য নির্বাচন কমিশনারের যোগ্যতা-

৫। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের জন্য কোনো ব্যক্তিকে সুপারিশ করিবার ক্ষেত্রে তাহার নিম্নরূপ যোগ্যতা থাকিতে হইবে, যথা:-

(ক) তাঁহাকে বাংলাদেশের নাগরিক হইতে হইবে;

(খ) তাঁহার বয়স ন্যূনতম ৫০ (পঞ্চাশ) বৎসর হইতে হইবে; এবং

(গ) কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা-সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত পদে বা পেশায় তাঁহার অন্যূন ২০ (বিশ) বৎসরের কাজের অভিজ্ঞতা থাকিতে হইবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0