সহকারী তথ্য অফিসার ২০১৩ (97 টি প্রশ্ন )

যার প্রথম পদ a= 1 এবং সাধারন অন্তর, d=3-1=2

∴ এটি একটি সমান্তর ধারা ।

আমরা জানি,ধারাটির n পদের সমষ্টি,

s=(n/2){2a+(n−1)d}

= (n/2){2×1+(n−1)×2}[মান বসিয়ে]

=(n/2)(2+2n−2)

=(n/2)×2n

=n²


 

মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বড়ু চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য  উদ্ধার করা হয়--পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়।

 

 





-সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা (৩৩০০ – ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দ।
-পূর্ণবর্ধিত কাল ২৬০০ – ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দ)।
-এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা।
-প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলের সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে।
-পরে তা প্রসারিত হয় ঘগ্গর - হকরা নদী উপত্যকাও গঙ্গা - যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল ২৭৫০ খ্রিস্টাব্দে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



- ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকা আবশ্যক- ১. আকাঙ্ক্ষা , ২. আসত্তি ও ৩. যোগ্যতা ।
- বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা-ই আকাঙক্ষা ।
- বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি।
- আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।
-নবম শ্রেণির(২০২১) নতুন বোর্ড বইয়ে -এ উৎপত্তি অনুসারে শব্দ ৪ প্রকার।যথা- তৎসম,তদ্ভব,দেশি,বিদেশি(আগে ৫প্রকার ছিল, বর্তমানে 'অর্ধ-তৎসম' বাদ দেওয়া হয়েছে) ।

-অর্থ অনুসারে তিন প্রকার।যথা-যৌগিক শব্দ,রুঢ়ি শব্দ,যোগরুঢ় শব্দ।

-গঠন অনুসারে শব্দ দুই প্রকার।যথা-মৌলিক শব্দ,সাধিত শব্দ ।






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0