বাংলাদেশ বেতার সহ-সম্পাদক -২০১৯ (70 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
১৫৮৪ সালের ১০ মার্চ বা ১১ মার্চ থেকে বাংলা সন গননা শুরু হয়।

i
ব্যাখ্যা (Explanation):
অন্যান্য নাম : বৈসুক, বাসুই। ত্রিপুরা ক্ষুদ্রনৃগোষ্ঠীর নববর্ষ উৎযাপনের নাম। উল্লেখ্য এর সাথে মারমাদের অনুষ্ঠান সাংগ্রাই আর চাকমা এবং তঞ্চংগ্যাদের অনুষ্ঠান নাম বিজু। এই তিনটি নামের আদ্যাক্ষর নিয়ে তৈরি হয়েছে বৈসাবি (বৈসুক, সাংগ্রাই, বিজু )।
i
ব্যাখ্যা (Explanation):
 -২০১৯ সালে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়।
-এটি ছিল ১৭তম লোকসভা নির্বাচন।
- এ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
BTRC (Bangladesh Telecommunication Company Limited ) দেশের টেলি্যোগাযোগ চাহিদা পূরন ও অবকাঠামো উন্নয়ন এবং জনগণের কাছে আধুনিক প্রযুক্তি সেবা পৌছে দেয়ার মতো কাজ করে।
i
ব্যাখ্যা (Explanation):
১৯৭১ সালে ২২ ডিসেম্বর বাংলাদেশ বেতারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
i
ব্যাখ্যা (Explanation):
ভারতে ১৭৮০ সালের ২৯ জানুয়ারি Bengal Gazette নামে প্রথম পত্রিকা প্রকাশিত হয়।এর সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

একটি সংখ্যা ৩x হলে অপর সংখ্যাটি হবে ৩x X (২/৩) = ২x

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু X ল.সা.গু

∴ ৩x X ২x = ১৪ X ৮৪
⇒ ৬x = ১৪ X ৮৪
⇒ x = ১৪ X ১৪
∴ x = ১৪

তাই ছোট সংখ্যাটি হবে ২ X ১৪ = ২৮

i
ব্যাখ্যা (Explanation):
ধরি, ২০ জনে কাজটি ১০ দিনে করতে পারে। 
সুতরাং ২০% কম সময়= ৮ দিন। 
 
কাজটি ১০ দিনে করে ২০ জনে 
কাজটি ১ দিনে করে ২০X১০=২০০ জনে
∴কাজটি ৮ দিনে করে ২০০/৮= ২৫ জনে 
 
জনবল বাড়ে ২৫-২০=৫ জন 
শতকরা জনবল বাড়ে (৫X১০০)/২০= ২৫ জন।
 ∴জনবল বাড়াতে হবে ২৫ শতাংশ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
দেয়া আছে,33y=729
      or,33y =36
      or,(3y)3 =(32)3
      3y=32=9


i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি,
 (a+b)=√{(a+b)²+4ab)}
=√{2²+(4×24)}
=√(4+96)
=√100
=10
অতএব, a+b= 10
অতএব,a²-b²=(a+b)(a-b)=10×2= 20

i
ব্যাখ্যা (Explanation):
ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধির সূত্র হলো,  A+B+(AB/100)
= -20-20+{(-20)(-20)/100 }
= -40+4=36

i
ব্যাখ্যা (Explanation):
দেয়া আছে,log2.5 6.25= log2.5(2.5)²=2log2.5 2.5 =2×1 =2
i
ব্যাখ্যা (Explanation):
2(x - 6) = (1/2)5 = 2(-5)
⇒x - 6 = -5
∴ x = 1
i
ব্যাখ্যা (Explanation):
Shortcut = 20+20 + (20*20)/100 = 44% = increase 44%
i
ব্যাখ্যা (Explanation):
28√x +1426 = ¾ X 2984
⇒ 28√x +1426 = 2238
⇒ 28√x = 2238 - 1426
⇒ 28√x = 812
⇒ √x = 812/28
⇒ √x = 29
∴ x = 841
i
ব্যাখ্যা (Explanation):
১৪/(১৭×১১)/১৪=১৯৬>১৮৭; তাই ১৪/১৭>১১/১৪
১৪/(১৭×৭৫)/৮৩=১.১৬২>১.২৭৬;১৪/১৭<৭৫/৮৩
৭৫/(৮৩×১০)/১১=৮২৫<৮৩০; তাই ৭৫/৮৩<১০/১১

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
এখানে লক্ষণীয়,
৩য় পদ=১ম পদ+২য় পদ=১+১=২
৪র্থ পদ=২য় পদ+৩য় পদ=২+১=৩
৬ষ্ঠ পদ=৫ম পদ+৪র্থ পদ=৫+৩=৮
৭ম পদ= ৬ষ্ঠ পদ+৫ম পদ=৮+৫=১৩
৮ম পদ=৭ম পদ+৬ষ্ঠ পদ=১৩+৮=২১
৯ম পদ=৮ম পদ+৭ম পদ=২১+১৩=৩৪
১০ম পদ=৯ম পদ+৮ম পদ=৩৪+২১=৫৫

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0