বাংলাদেশ বেতার সহ-সম্পাদক -২০১৯ (70 টি প্রশ্ন )

১৫৮৪ সালের ১০ মার্চ বা ১১ মার্চ থেকে বাংলা সন গননা শুরু হয়।


অন্যান্য নাম : বৈসুক, বাসুই। ত্রিপুরা ক্ষুদ্রনৃগোষ্ঠীর নববর্ষ উৎযাপনের নাম। উল্লেখ্য এর সাথে মারমাদের অনুষ্ঠান সাংগ্রাই আর চাকমা এবং তঞ্চংগ্যাদের অনুষ্ঠান নাম বিজু। এই তিনটি নামের আদ্যাক্ষর নিয়ে তৈরি হয়েছে বৈসাবি (বৈসুক, সাংগ্রাই, বিজু )।




 -২০১৯ সালে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়।
-এটি ছিল ১৭তম লোকসভা নির্বাচন।
- এ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

BTRC (Bangladesh Telecommunication Company Limited ) দেশের টেলি্যোগাযোগ চাহিদা পূরন ও অবকাঠামো উন্নয়ন এবং জনগণের কাছে আধুনিক প্রযুক্তি সেবা পৌছে দেয়ার মতো কাজ করে।

১৯৭১ সালে ২২ ডিসেম্বর বাংলাদেশ বেতারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ভারতে ১৭৮০ সালের ২৯ জানুয়ারি Bengal Gazette নামে প্রথম পত্রিকা প্রকাশিত হয়।এর সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি।


একটি সংখ্যা ৩x হলে অপর সংখ্যাটি হবে ৩x X (২/৩) = ২x

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু X ল.সা.গু

∴ ৩x X ২x = ১৪ X ৮৪
⇒ ৬x = ১৪ X ৮৪
⇒ x = ১৪ X ১৪
∴ x = ১৪

তাই ছোট সংখ্যাটি হবে ২ X ১৪ = ২৮


ধরি, ২০ জনে কাজটি ১০ দিনে করতে পারে। 
সুতরাং ২০% কম সময়= ৮ দিন। 
 
কাজটি ১০ দিনে করে ২০ জনে 
কাজটি ১ দিনে করে ২০X১০=২০০ জনে
∴কাজটি ৮ দিনে করে ২০০/৮= ২৫ জনে 
 
জনবল বাড়ে ২৫-২০=৫ জন 
শতকরা জনবল বাড়ে (৫X১০০)/২০= ২৫ জন।
 ∴জনবল বাড়াতে হবে ২৫ শতাংশ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেয়া আছে,33y=729
      or,33y =36
      or,(3y)3 =(32)3
      3y=32=9



আমরা জানি,
 (a+b)=√{(a+b)²+4ab)}
=√{2²+(4×24)}
=√(4+96)
=√100
=10
অতএব, a+b= 10
অতএব,a²-b²=(a+b)(a-b)=10×2= 20


ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধির সূত্র হলো,  A+B+(AB/100)
= -20-20+{(-20)(-20)/100 }
= -40+4=36




দেয়া আছে,log2.5 6.25= log2.5(2.5)²=2log2.5 2.5 =2×1 =2
2(x - 6) = (1/2)5 = 2(-5)
⇒x - 6 = -5
∴ x = 1
Shortcut = 20+20 + (20*20)/100 = 44% = increase 44%
28√x +1426 = ¾ X 2984
⇒ 28√x +1426 = 2238
⇒ 28√x = 2238 - 1426
⇒ 28√x = 812
⇒ √x = 812/28
⇒ √x = 29
∴ x = 841
১৪/(১৭×১১)/১৪=১৯৬>১৮৭; তাই ১৪/১৭>১১/১৪
১৪/(১৭×৭৫)/৮৩=১.১৬২>১.২৭৬;১৪/১৭<৭৫/৮৩
৭৫/(৮৩×১০)/১১=৮২৫<৮৩০; তাই ৭৫/৮৩<১০/১১


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
এখানে লক্ষণীয়,
৩য় পদ=১ম পদ+২য় পদ=১+১=২
৪র্থ পদ=২য় পদ+৩য় পদ=২+১=৩
৬ষ্ঠ পদ=৫ম পদ+৪র্থ পদ=৫+৩=৮
৭ম পদ= ৬ষ্ঠ পদ+৫ম পদ=৮+৫=১৩
৮ম পদ=৭ম পদ+৬ষ্ঠ পদ=১৩+৮=২১
৯ম পদ=৮ম পদ+৭ম পদ=২১+১৩=৩৪
১০ম পদ=৯ম পদ+৮ম পদ=৩৪+২১=৫৫


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0