কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি)(সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক) - ২০.০৫.২০২২ (80 টি প্রশ্ন )
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরি ও মহাকাশে উৎক্ষেপণের জন্য ২ ফেব্রুয়ারি ,২০২২ সালে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসকসমসের অঙ্গ প্রতিষ্ঠান গ্লাভকসমস এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
পর্যটন শিল্পের বিকাশ বিদেশি পর্যটকদের আকর্ষণের জন্য কক্সবাজারে টেকনাফ উপজেলার সাবরাং সমুদ্র সৈকতে তৈরি করা হচ্ছে এক্সক্লুসিভ টুরিস্ট জোন বা বিশেষ পর্যটন পল্লী।
বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনে তৈরি নতুন দুইটি যুদ্ধজাহাজ 'সংগ্রাম' ও 'প্রত্যাশা'। ৯০ মিটার লম্বা ও ১১ মিটার প্রস্থের জাহাজ দুইটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে।বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাহাজ দুইটি (করভেট) নির্মাণের লক্ষ্যে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর চীনের শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ২০১৬ সালের ৯ আগস্ট জাহাজ দুইটির স্টিল কাটিংয়ের মাধ্যমে নির্মাণকাজ শুরু হয়। ২০১৯ সালের ২৮ মার্চ সরবরাহকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
দেশের হিসাব রক্ষণ ও নিরীক্ষণের সর্বোচ্চ কর্মকর্তা হলেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ।এটি একটি সাংবিধানিক পদ ।গণপ্রাজতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অষ্টম ভাগের ১২৭ নং অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ দেন ।সংবিধানের অষ্টম ভাগে ১২৮ ,১৩১ এবং ১৩২ নম্বর অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব ,কার্যাবলি এবং কর্মপদ্ধতি বর্ণনা করা হয়েছে।
সাংবিধানিক স্বীকৃত: জাতির পিতা
অনু ৪(ক) – ১৫তম সংশোধনীর মাধ্যমে উপাধি: বঙ্গবন্ধু
উপাধি দেন: তোফায়েল আহমেদ
তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
স্থান: তৎকালীন সোহরাওয়ার্দি উদ্যান (বর্তমানে রেসকোর্স ময়দান)।

উপাধি: জাতির জনক
উপাধি দেন: আ.স.ম. আব্দুর রব
তারিখ: ৩ মার্চ, ১৯৭১
স্থান: পল্টন ময়দান

উপাধি: Poet of Politics (রাজনীতির কবি)
উপাধি দেয়: ‘নিউজ উইক’ ম্যাগাজিন (এপ্রিল, ১৯৭১)
উপাধি দেয়া সাংবাদিকের নামঃ লোরেন জেঙ্কিস

উপাধি: বিশ্ববন্ধু
উপাধি দেয়: বিশ্ব শান্তি পরিষদ
তারিখ: ২৩ মে, ১৯৭৩ (জুলিও কুরি পুরস্কার নেয়ার সময়)
১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশচন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
- এটি ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। 
- জুলিও কুরি শান্তি পদক প্রবর্তিত হয় ১৯৫০ সালে থেকে। 
- এ ঐতিহাসিক দিবসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আত্মপ্রকাশ করে গবেষণাধর্মী প্রতিষ্ঠান জুলিও কুরি বঙ্গবন্ধু শান্তি সংসদ। 
- এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০১৬ সালে প্রবর্তিত হয় ‘বঙ্গবন্ধু শান্তি পদক’।

- বাংলাদেশ সংবিধানের ৯৪(১) অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে। 
- জাতীয় সংসদ প্রণীত আইনের সঠিক ব্যাখ্যা, আইন ও শাসন বিভাগের উপর নজরদারী ও সংবিধানের পবিত্রতা রক্ষার মাধ্যমে বাংলাদেশ সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট দায়িত্ব পালন করে।

থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র ।এর রাজধানী ব্যাংকক ।এ দেশটি কখনো কোন ইউরোপীয় কিংবা কোন বিদেশী শক্তির নিয়ন্ত্রণে ছিল না। প্রাচীনকাল থেকে থাইল্যান্ড শ্যামদেশ নামে পরিচিত ছিল.১৯৪০ সালে থাইল্যান্ড নামকরণ করা হয় ।
বিশ্ব অর্থনীতির আকার (Global GDP -2022) এর প্রতিবেদনঃ
প্রকাশঃ ১২ জুলাই, ২০২২
প্রকাশকঃ ভিজুয়াল ক্যাপিটালিস্ট (কানাডা)
প্রতিবেদন তৈরিঃ IMF এর তথ্যের আলোকে।
অন্তভুর্ক্ত দেশঃ ১৯১
বাংলাদেশের অবাস্থানঃ ৪১তম, দক্ষিণ এশিয়ায় ২য়।  ১ম যুক্তরাষ্ট্র 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৯১৭ সালে রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সমাজতন্ত্র ব্যবস্থার বা পার্টির ও রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাদের বিরোধিতা বা সমালোচনা করার অবকাশ সম্পূর্ণরূপে রুদ্ধ করা হয়। ১৯৮৫ সালে মিখাইল গর্ভাচেভ ক্ষমতা গ্রহণের পর সোভিয়েত ইউনিয়নের সংস্কার কার্যক্রম শুরু করে। সংস্কারের অংশ হিসেবে ১৯৮৭ সালে গ্লাসনস্ত (কথা বলার স্বাধীনতা) এবং পেরেস্রোইকা (আরো গণতন্ত্র, আরো সমাজতন্ত্র) নীতিগ্ৰহণ করে। এ নীতির কারণেই ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় বলে বিশেষজ্ঞরা মনে করেন।
টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ।তিনি ৮১ ম্যাচ ও ১৪৯ তম ইনিংস খেলে এ রান করেন।
বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।

অন্যদিকে,
- Conference on Interaction and Confidence Building Measures in Asia (CICA) এর সচিবালয় কাজাকিস্তানের রাজধানী আস্তানায় (আস্তানার বর্তমান নাম- নুর সুলতান)।
- Indian Ocean Rim Association (IORA) এর সদর দপ্তর মরিশাসের এবেন শহরে।
- SAARC এর সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।

দেশের বিদ্যমান ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বমূলক উদ্যোগের নাম Public -Private Partnership .পিপিপির অধীনে বিভিন্ন বাস্তবায়নের জন্য সরকার ২০১০ সালে Public Private partnership Authority গঠন করে ।আর ২০১৫ সালে বাংলাদেশ সরকারি -বেসরকারি অংশীদারিত্ব আইন তৈরি করে।
ক্র্যাক প্লাটুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ২ নং সেক্টরের অধীনে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগটিত দল ।এ গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে হিট এন্ড রান' পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাস সৃষ্টি করে । মোফাজ্জল হোসেন চৌধুরী ,গাজী দস্তগীর ,নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু,খালেদ মশাররফ ,এ টি এম হায়দার ,ইমাম শাফি রুমি প্রমুখ মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন
মহান মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে ৪ এপ্রিল ,১৯৭১ সালে হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের বাংলোতে গোপন বৈঠক বসে।এতে অংশ নেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৭ জন সেনা কর্মকর্তা ,যা 'তেলিয়াপাড়া স্ট্রাটেজি' নামে পরিচিত ।এ বৈঠকের পরে পুরো দেশকে ১১ টি সেক্টরে এবং চারটি সামরিক অঞ্চলে ভাগ করা হয় ।
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ
- ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )
- ন্যাটোভুক্ত ৩১ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )
- ফিনল্যান্ড ন্যটোর সর্বশেষ সদস্য।
- ইউক্রেন, সুইডেন ন্যাটোভুক্ত নয়।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

আসিয়ান দক্ষিণ -পূর্বে এশীয় জাতি সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা ।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫ টি  ।(ইন্দোনেশিয়া ,মালয়েশিয়া ,ফিলিপাইন ,সিঙ্গাপুর ও থাইল্যান্ড ) । তারপর থেকে ,ব্রুনেই ,কম্বোডিয়া ,লাওস ,মিয়ানমার এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে ।
- বর্তমান সদস্যসংখ্যা ১১ টি
- সর্বশেষ সদস্য পুর্ব তিমুর (১১ নভেম্বর, ২০২২)
- আসিয়ান এর বর্তমান মহাসচিব  লিম জক হই -১ জানুয়ারী ,২০১৮।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হল (APEC- Asia Pacific Economic Co-operation)
- এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে।
- এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
- এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি।



- পুণ্ড্রবর্ধন (পুণ্ড্রনগর) বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল। পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়। এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন।

- কুমিল্লা জেলা শহরের অদুরে আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হলো ময়নামতি। রাজা মানিকচন্দ্রের স্ত্রী রাণী ময়নামতির নামানুসারে নামকরণ করা হয় ময়নামতি। শালবন বিহার, আনন্দ বিহার প্রভৃতি - ধ্বংসাবশেষ এখানে অবস্থিত। ১৯৫৫ সালে এটি আবিষ্কৃত হয়।

- পাহাড়পুর বৌদ্ধ বিহার সোমপুর বিহার নামে পরিচিত। পাল বংশের রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে বর্তমান নওগাঁ জেলায় এটি নির্মাণ করেন। এটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিহার। ১৮৭৯ সালে কানিংহাম বিহারটি আবিষ্কার করেন এবং ১৯৮৫ সালে ইউনেস্কো এই বিহারকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে।

- বিক্রমপুর বাংলার একটি ঐতিহাসিক এলাকা, বর্তমানে এ অঞ্চলটি মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। প্রাচীনকালে বিক্রমপুর রাজা বিক্রমাদিত্যের রাজধানী ছিল।
মুদ্রাস্ফীতি হলো এমন পরিস্থিতি, যেখানে অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ দ্রব্যের পিছনে ধাবিত হয়। সহজভাবে বলা যায়, দ্রব্য সামগ্রীর সরবরাহের তুলনায় অর্থের যোগান বেশী হলে যদি দামস্তর বৃদ্ধি পায় অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পেতে থাকে তাকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করে, ব্যাংক হার বৃদ্ধি করে এবং সরকারি ব্যয় হ্রাস করে।মুদ্রাস্ফীতি হলো এমন পরিস্থিতি, যেখানে অধিক পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ দ্রব্যের পিছনে ধাবিত হয়। সহজভাবে বলা যায়, দ্রব্য সামগ্রীর সরবরাহের তুলনায় অর্থের যোগান বেশী হলে যদি দামস্তর বৃদ্ধি পায় অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পেতে থাকে তাকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করে, ব্যাংক হার বৃদ্ধি করে এবং সরকারি ব্যয় হ্রাস করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ইস্তাম্বুল তুরস্কের উত্তর-পশ্চিমভাগে অবস্থিত দেশটির বৃহত্তম নগরী ও প্রধান সমুদ্রবন্দর। এটি প্রাচীনকালে বাইজেন্টিয়াম ও কনস্ট্যান্টিনোপল নামে পরিচিত ছিল। নগরীটি কৃষ্ণসাগরের প্রবেশপথে একটি উপদ্বীপের উপরে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। নগরীটি ইউরোপ ও এশিয়াকে পৃথককারী এবং কৃষ্ণসাগর ও মারমারা সাগরকে সংযোগকারী সরু বসফরাস প্রণালীর পূর্ব ও পশ্চিম অংশ জুড়ে অবস্থিত। ইস্তাম্বুলের পশ্চিম অংশ ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব ভাগে এবং পূর্ব অংশ এশিয়ার পশ্চিমভাগে পড়েছে।

বিখ্যাত প্রণালী সমূহঃ
♦ পক প্রণালী পৃথক করেছে 'ভারত-শ্রীলঙ্কা' সংযুক্ত করেছে 'ভারত মহাসার-আরব মহাসাগর'
♦ জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে  আফ্রিকা - স্পেন সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক--- - ভুমধ্যসাগর
♦ মালাক্কা প্রণালী পৃথক করেছে  সুমাত্রা --- মায়েশিয়া সংযুক্ত করেছে বঙ্গোপসাগর ----- জাভা সাগর
♦ বেরিং প্রণালী পৃথক করেছে  আমেরিকা --- এশিয়া সংযুক্ত করেছে উত্তর সাগর ------ বেরিং সাগর
♦ ফোরিডা প্রণালী পৃথক করেছে কিউবা --- ফোরিডা সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর ------ আটলান্টিক

একটি ক্রিকেট দলে ১১ জন খেলোয়াড় থাকে ।
মোট আউট হবে ১০ জন
তাহলে অপরাজিত থাকবে =(১১-১০ ) =১ জন
বোল্ড আউট হয় =১০/২ =৫ জন

অবশিষ্ট উইকেট ১০-৫=৫ জন
মনে করি
     স্ট্যাম্প আউট হয় =x জন
∴ কট          "       "  = x × ১.৫ "
                             = x × ৩/২
                             =৩x/২  "

প্রশ্নমতে ,
        x+৩x/২=৫
       বা, ২x+৩x=৫×২
       বা, x=২

∴ কট আউট হয় =(৩×  ২)/২ = ৩ জন


x3+ hx+ 10 = 0 সমীকরণটির একটি সমাধান ২ হলে, 23+2h+10=0

Or, 8+2h+10=0

Or, 2h+18=0

Or, 2h =–18

h = –9


আমরা জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
সুতরাং ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = ১০০(১০০ + ১)/২
= ৫০ × ১০১
= ৫০৫০
১৩, ৭৭, ৯১, ১৪৩ এর ল সা গু ১০০১
অর্থাৎ ২০০২;১৩,৭৭,৯১,১৪৩ এর ল সা গু নয় ।
0.1 =1/10
0.1 এর বর্গমূল √1/10=1/√10=0.31622


পূর্ণবর্গ নয় এমন যে কোন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমুলদ সংখ্যা । যেমন -√2 ,√3
3-3×3-3
=3-9-3
=-9
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ৩২১০
"        "         ক্ষুদ্রতম সংখ্যা ১০২৩
 সংখ্যার বিয়োগফল = ২১৮৭
f(x)=x3-2x+10  f(0) মানে হল x এর পরিবর্তে 0 বসবে।

= 0- 2×0 + 10 = 10

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি
বড় অংশ x ফুট
তাহলে ছোট অংশ  হবে ২x/৩ ফুট
এখন,
x + (২x/৩) = ২০
বা, ৫x/৩ = ২০
বা, ৫x = ৬০
 ∴ x = ১২
 অতএব ছোট অংশ = ২x/৩
= (২×১২)/৩
= ৮
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0