Which Bangladeshi is the co-founder of You Tube ?

A Jamil Hasan

B Sohel Rana

C Jawed Karim

D Rassel Khan

Solution

Correct Answer: Option C

২০০৫ সালে পেপ্যাল প্রতিষ্ঠানের তিনজন প্রাক্তন চাকুরীজীবী হারলি , স্টিভ চ্যন এবং বাংলাদেশী বংশোদ্ভুত জাভেদ করিম কর্তৃক ইউটিউব প্রতিষ্ঠিত হয় । উল্লেখ্য ,ইউটিউব একটি ভিডিও শেয়ারিং করার ওয়েবসাইট । এটি অত্যন্ত জনপ্রিয় একটি সাইট ।এর মাধ্যমে ভিডিও আপলোড ,শেয়ার এবং ভিডিও দেখার সুবিধা রয়েছে ।তাছাড়া ভিডিও পর্যালোচনা ,অভিমত প্রদানসহ আরো অনেক সুবিধা রয়েছে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions