প্রশ্নঃ-একটি কোণকের ভূমির ব্যাস 10.5cm এবং তীর্যক উচ্চতা 10 cm হলে বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল কত ?
উত্তরঃ-
দেওয়া আছে,
কোণকের ভূমির ব্যাস d =10.5 cm
∴ কোণকের ভূমির ব্যাসার্ধ r=10.5/2 =5.25 cm
আবার ,
দেওয়া আছে তীর্যক উচ্চতা l=10 cm
∴কোণকের বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল =πrl বর্গ একক
=(3.1416× 5.25× 10)cm²
=164.934 cm²
=165 বর্গসেন্টিমিটার