Solution
Correct Answer: Option C
অম্বু শব্দের সমার্থক শব্দ—পানি, জল, বারি, সলিল, নীর, উদক, অপ।
জলধি শব্দের সমার্থক শব্দ—সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, অম্বুধি, পাথার।
গগন শব্দের সমার্থক শব্দ—আকাশ, অম্বর, নভোমণ্ডল, অন্তরীক্ষ, শূন্য।
অবনি শব্দের সমার্থক শব্দ—পৃথিবী, মেদিনী, ক্ষিতি, ধরণী, ভুবন।