১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ১২.১২.২০১৪ (100 টি প্রশ্ন )
- বিসর্গ সন্ধির নিয়মানুসারে, বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
- যেমন: মনঃ+তাপ (ঃ+ত = স+ত) = মনস্তাপ; দুঃ+তর = দুস্তর।
- সন্ধি শব্দের অর্থ মিলন।
- পাশাপাশি দুইটি ধ্বনি বা বর্ণের মিলনের নাম সন্ধি।
- সন্ধির প্রধান উদ্দেশ্য হলো উচ্চারণে সহজপ্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন এবং সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের ক্ষেত্রে।
- যেমন: আশা+অতীত = আশাতীত।
- প্রদত্ত উদাহরণে ‘আশা' ও ‘অতীত’ উচ্চারণে যে আয়াস প্রয়োজন, ‘আশাতীত’ তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।
- বঙ্গোপসাগরীয় অঞ্চলে বহুমাত্রিক অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে ৬ জুন, ১৯৯৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে BIMSTEC প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৭ (বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড)।
- ২০১৪ সালে ঢাকায় BIMSTEC এর সদর দপ্তর স্থাপন করা হয়।
- ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।
- এ দিন বাংলাদেশের সাথে গ্রামাডা (১৩৭) ও গিনি বিসাউ (১৩৮) সদস্যপদ লাভ করে।
শুদ্ধ বানানঃ শিরশ্ছেদ।
আরও কিছু শুদ্ধ বানানঃ
- অভ্যন্তরীণ
- ঘূর্ণায়মান
- সদ্যোজাত
- অপরাহ্ণ
- চাণক্য
- সমীচীন।


- Second conditional এর নিয়মানুযায়ী if যুক্ত clause- past indefinite tense principal clause-টিতে sub + would/ could/ might + verb এর base form বসে।
- সুতরাং I would help দ্বারা বাক্যটি অর্থপূর্ণ হয়।
• কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যা - এনটোমলজি।
• ভূতত্ত্ব বিদ্যা - জিওলজি।
• নৃবিজ্ঞান - এনথ্রোপলজি।
• স্নায়ুতন্ত্র বিদ্যা - নিওরোলজি। 

• ওয়ারী-বটেশ্বর বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত।
• ওয়ারী ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান।
* সেরা চলচ্চিত্র- এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
* সেরা অভিনেতা- ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
* সেরা অভিনেত্রী- মিশেল ইয়েয়োহ (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
* সেরা পরিচালক- ড্যানিয়েল কুয়ান ও ড্যানিয়েল স্নেইনার্ট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
* সেরা মৌলিক গান- নাটু নাটু, কালা ভৈরব ও রাহুল সিপলিগুঞ্জ (আরআরআর)
* সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র- অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বর্জ্য পদার্থ যেমন গোবর, হাঁস-মুরগীর মলমূত্র, গৃহস্থালির বর্জ্য ইত্যাদি বাতাসের অনুপস্থিতিতে পচনের ফলে যে গ্যাস তৈরি হয় তাকে বায়োগ্যাস বলে।
- বায়োগ্যাসে ৬০-৭০ ভাগ মিথেন থাকে।
- অন্যদিকে, জীবাশ্ম জ্বালানি এক প্রকার জ্বালানি, যা বায়ুর অনুপস্থিতিতে অবাত পচন প্রক্রিয়ায় তৈরি হয়।
- পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও কয়লা হলো জীবাশ্ম জ্বালানি।
- তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প।
- তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণের মাধ্যমে বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার ৩৫টি থানার ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে।
- সেচ প্রকল্পটি ১৯৭৯ সালে নির্মাণ শুরু এবং ১৯৯০ সালে উদ্বোধন করা হয়।
২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবলে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এ আসরে
- সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং
- সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
- আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।

- শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী
- (৬ অক্টোবর) নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।
- ইরানে নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।
- জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে ১৯৪৫ সালে International Court of Justice (ICJ) গঠিত হয়।
- এটি ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
- নেদারল্যান্ডের হেগ শহরে ICJ এর সদর দপ্তর অবস্থিত।
- এর বিচারক সংখ্যা ১৫ জন।
- বিচারকদের পদের মেয়াদ ৯ বছর।
- তবে ICJ এর সভাপতির মেয়াদকাল ৩ বছর।

বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিডঃ

ম্যালিক এসিড- টমেটো/ আপেল

এসকরবিক এসিড- কমলালেবু

সাইট্রিক এসিড- লেবু

আক্সালিক এসিড- আমলকী

টারটারিক এসিড- আঙুর/ তেতুল

এসিটিক এসিড- পুরানো মদ/ ফল/ সিরকা

ল্যাকটিক এসিড- দুধ


- বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের (রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর) প্রায় ৯৩২০ বর্গ কি.মি এলাকা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।
- প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মি.।
- গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চলে প্রাচীন কালে বরেন্দ্র জনপদ গড়ে উঠেছিল।
- সতীদাহ প্রথা হলো হিন্দু ধর্মাবলম্বী কোন সদ্য বিধবা নারীকে স্বামীর চিতায় সহমরণ বা আত্মাহুতি দিতে বাধ্য করার এক অমানবিক প্রথা।
- রাজা রামমোহন রায় ১৮১২ সালে সতীদাহ বিরোধী সামাজিক আন্দোলন শুরু করেন।
- এপর ১৮২৮ সালে তিনি ব্রিটিশ গভর্নর লর্ড ইউলিয়াম বেন্টিংকের কাছে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণার জন্য আবেদন করেন।
- রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিংক ৪ ডিসেম্বর, ১৮২৯ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে আইন পাস করেন।
- এর ফলে ভারতীয় হিন্দু সমাজ থেকে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়।
- উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কি.মি.।
- আর রাজনৈতিক সীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কি.মি.।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী, বিশ্বে যে ৫ টা দেশে বাল্যবিবাহের হার সর্বোচ্চ তা হল- নাইজার (৭৫%), চাদ (৭২%), মালি (৭১%), বাংলাদেশ (৬৪%), গিনি (৬৩%)।
- উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর তীরে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতটি কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।
- সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ।
- সাবান শিল্পে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়।
- তৈরি, চর্বির ক্ষারীয় আর্দ্র, বিশ্লেষণ দ্বারা সাবান উৎপাদন করা হয়।
- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশ সমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য ৮ (ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভূটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা)।
- সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের উদ্দেশ্যে ১৯৭৯ সালে Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির সদস্য সংখ্যা ১৫।
- এর সদর দপ্তর ঢাকার চামেলি হাউজে অবস্থিত।
- Hypertext Transfer Protocol Secure (HTTPS) হচ্ছে ওয়েব ডাটা ট্রান্সফার প্রটোকল ।


- সুন্দরবন (বাদাবন) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ।
- বাংলাদেশ ও ভারতে বিস্তৃত সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কি. মি.।
- সুন্দরবনের মোট আয়তনের ৬২% বাংলাদেশে অবস্থিত।
- এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় অবস্থিত।
- সুন্দরবনকে ২১ মে, ১৯৯২ 'রামসার সাইট এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে (৭৯৮তম) ঘোষণা করে।
- বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা ( Railway workshop) নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত।
- ১৮৭০ সালে ব্রিটিশ আমলে এটি নির্মাণ করা হয়।
- এখানে রেলওয়ের কোচ এবং ওয়াগনসমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামত করা হয়।
- পুণ্ড্রবর্ধন (পুণ্ড্রনগর) বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরকেন্দ্র।
- আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে চার একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
- এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল।
- পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়।
- এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ত্রিভুজের কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।



∠ACD = ∠A + ∠B
         = 60°+ 90°
         = 150°
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0