৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ২৩.০৮.২০১৩ (99 টি প্রশ্ন )
- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
guilty শব্দটি যখন 'charges/crime শব্দকে follow করে তখন guilty এর পরে of বসে ।
- আরবি,ফারসি,ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না।
- শুদ্ধ বানান - ফটোস্ট্যাট।
- কারণ ফটোস্ট্যাট ইংরেজি শব্দ।
পোস্টাল কোড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ । নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই।এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের এনুয়াল রিপোর্ট/প্রসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্সএ এসে থাকে। আবার অনেক সময় চাকরির ইন্টারভিউর তারিখ/সময়, এপইন্টমেন্ট লেটার  ইত্যাদি ডাক যোগে প্রেরন করা হয়। বিভিন্ন সময়ে আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করতে হয়।
- বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম খুলনা স্থাপিত।
- বাংলাদেশ পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত। এটি ১৯৮২ সালে স্থাপিত হয়। ১৯৮৬ সালে এটি বর্তমান রূপ ও ঠিকানা লাভ করে।
- পোষ্টাল ভোটিং কি? এটাও জেনে রাখুনঃ যখন কোন দেশের জনগণ কোন কারণে নিজ এলাকার ভোট কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ব্যালট পেপারে তার পছন্দনীয় প্রার্থীকে ভোট প্রদান করে ডাকযোগে ব্যালট পাঠানো হয় তখন তাকে পোস্টাল ভোটিং বলে। বাংলাদেশের আরপিও ধারা ২৭ ও ভোটার তালিকা আইনের ৮ম ধারা অনুযায়ী একজন নাগরিক চাইলে পোষ্টাল ভোটিং সুবিধা নিতে পারবেন।

একজাতীয় কতিপয় রাশির সমষ্টিকে উক্ত রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে রাশিগুলোর গড় বলে।

গড়= একজাতীয় কতিপয় রাশির সমষ্টি/রাশির সংখ্যা

 
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। যেমন:
১.Amicus Curiae=আদালতের বন্ধু
২.Alias=ওরফে
৩.Archetype=আদিরুপ
৪.Hand bill=প্রচারপত্র
৫.Hand out=জ্ঞাপনপত্র
৬.Covenant=চুক্তিপত্র
৭ Curfew=সান্ধ্য আইন
৮.Quotation=দরপত্র
৯.Quorum=গণপূর্তি
১০.Transliteration=প্রতিবর্ণীকরণ
১১.Scroll=লিপি
১২.Ultimatum=চরমপত্র
১৩.Virile=পুরুষোচিত
১৪.Gratuity=পারিতোষিক
১৫.Dissimilatiion=বিষমীভবন
১৬.Assimilation=সমীভবন
১৭.Phonology=ধবনিতত্ত্ব
১৮.Morphology=শব্দতত্ত্ব
১৯.Semantics=অর্থতত্ত্ব
২০.Syntax=বাকাতত্ত্ব বা পদক্রম।

A paragraph is a series of sentences that are organized and coherent, and are all related to a single topic. Almost every piece of writing you do that is longer than a few sentences should be organized into paragraphs.

অনুচ্ছেদে হ'ল একটি নির্দিষ্ট বিষয় বা ধারণা নিয়ে লেখার ক্ষেত্রে কথোপকথনের একটি স্ব-অন্তর্ভুক্ত ইউনিট। একটি অনুচ্ছেদে এক বা একাধিক বাক্য রয়েছে। যদিও কোনও ভাষার বাক্য গঠন দ্বারা প্রয়োজনীয় নয়, অনুচ্ছেদগুলি সাধারণত আনুষ্ঠানিক লেখার একটি প্রত্যাশিত অংশ, দীর্ঘ গদ্যকে সাজানোর জন্য ব্যবহৃত হয়।
আমার একটি কম্পিউটার আছে: I have a computer.

কিছু গুরুত্বপূর্ণ অনুবাদঃ
‘যার জ্বালা সেই বোঝে'- The wearer best knows where the shoe pinches.
তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো?- Have you ever been to Cox's Bazar?  
শেহতাজ সাঁতার কাটতে পারে- Shehtaz knows how to swim.
'তুমি তোমার ভাইয়ের মতো লম্বা নও'- You are not as tall as your brother.

তেল পানিতে বাসে- Oil floats on water.

আরও কিছু গুরুত্বপূর্ণ অনুবাদঃ
জিনিসের দাম হু হু করে বাড়ছে- The price of essential goods is rising by leaps and bounds.
তুমি দেখতে তোমার বাবার মতো- You resemble your father. 
তুমি জান কি সে কে?- Do you know who he is?
সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে- The anti-socials are still at large.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আমি জানি সে কোথায় বাস করে?-  I know where he lives.


আরও কিছু গুরুত্বপূর্ণ অনুবাদঃ
বাতিটি নিভাও- Put out the lamp.
সে কি গতকাল বাড়ি এসেছে?- Did he come home yesterday?
চেয়ারটি কাঠের তৈরি- The chair is made of wood.
সে কঠোর পরিশ্রম করে, তাই না?- He works hard, doesn't he?


“ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট” এর সঠিক ইংরেজি অনুবাদ হলো – “The boy is wicked to the backbone.”

- বাংলায় “হাড়ে হাড়ে দুষ্ট” বলতে বোঝায়, সে পুরোপুরি দুষ্ট – তার স্বভাবের গভীরে দুষ্টামি আছে।
- ইংরেজিতে এর idiomatic প্রকাশ হলো to the backbone (মানে একেবারে ভেতর থেকে / সম্পূর্ণরূপে)।

বিকল্পগুলোর বিশ্লেষণঃ
The boy is very wicked → অর্থ কাছাকাছি, তবে প্রবাদগত নয়।
The boy is naughty → শুধু দুষ্টামি বোঝায়, কিন্তু গভীরতা বোঝায় না।
The boy is wicked bone to bone → আক্ষরিক অনুবাদ, কিন্তু ইংরেজিতে প্রচলিত নয়।


- এখন পৌনে দশটা বাজে: It is quarter to ten now.
- এখন সোয়া দশটা বাজে: It is a quarter past ten now.



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Complex sentence - এ দুইটি অংশ থাকবে। একটি হল Principal clause (I know) এবং অন্যটি হল এক বা একাধিক subordinate clause (who you are).
- Principal clause বাক্যে স্বাধীন ভাবে ব্যবহার করা যায়।
- অন্যদিকে, subordinate clause অর্থপূর্ণভাবে প্রকাশ করার জন্য Principal clause এর প্রয়োজন হয়।
- Affirmative sentence এ Must থাকলে negative sentence এ must এর পরিবর্তে cannot but বা cannot help ব্যবহার করা হয়।
- তবে cannot but এর পরে bare infinitive (base form) এবং cannot help এর পরে gerund (verb + ing) বসে।
Superlative to Positive:
Structure: No other + Superlative degree এর পরের অংশ + Verb + So + Superlative degree এর Positive form + as + প্রদত্ত Sentence এর Subject.

- Positive sentence টি হবে- No other boy in the class is as good as he.
- এখানে সঠিক উত্তর হবে (ক)। কারণ 'To have' Verb সাধারণত মূল verb হিসেবে প্রদত্ত বাক্যে ব্যবহৃত হয়েছে।
- এখানে Subjectটি Third person singular number হওয়ায় have না হয়ে Has হয়েছে।
- তবে উক্ত Sentence টিকে হ্যাঁবোধক বাক্য ছাড়া অন্যান্য বাক্য যেমন : Interrogative, Negative, Negative Interrogative Sentence-এ পরিণত করার সময় Auxiliary verb does, sentence-এর শুরুতে ব্যবহৃত হওয়ায় has পরিবর্তিত হয়ে মূল From হিসেবে have ব্যবহৃত হয়।
- সাধারণত Affirmative sentence এর Interrogative হিসেবে Negative interrogative sentence ব্যবহৃত হয়।
Would that যারা শুরু Exclamatory sentence কে Assertive - এ রূপাক্তরিত করার সময় প্রথমে প্রদত্ত subject টি বসে + Wish + Would that এর পরের অংশ বসে ।
- So.... that যুক্ত Negative complex sentence কে simple sentence করতে হলে too...to - এর নিয়মটি ব্যবহার করতে হয়।
- প্রশ্নোক্ত বাক্যে subordinate clause এ ভিন্ন subject (I) আছে বলে adjective এর পরে for me বসবে।
- 'Young ' (তরুণ) adjective form টির noun form হচ্ছেঃ youth(তারুণ্য)।
Miserly - কিপটা (Adjective)
Miser - কৃপণ। (Noun)
Misery - দুর্দশা। (Noun)

Example:
1. -“The senator accused the Australian Government of being miserly with its earthquake relief fund.”
2. “On the other hand, his wife was a miserly woman who had no interest in feeding hungry street beggars.”
3. “On top of that, not only do the miserly beggars want the land for free, but they want it exempt from transfer tax.”

যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমান ও সংখ্যা বুঝায় তাকে Adjective বলে । 'Every' man এর সংখ্যা নির্দেশ করছে ।

এখানে 'well' শব্দটি একটি 'adverb'। ইংরেজি ভাষায়, adverbs সাধারণত কোনো ক্রিয়া, বিশেষণ, অথবা অন্য কোনো adverb এর মান, পরিমাণ, উপায় বা ডিগ্রি নির্দেশ করে। এখানে, 'well' শব্দটি 'writes' ক্রিয়াটির গুণাবলী বা উপায় বর্ণনা করছে, অর্থাৎ কিভাবে ছেলেটি লেখে। তাই, 'well' এখানে একটি adverb হিসেবে কাজ করছে, কারণ এটি ক্রিয়া 'writes' এর গুণাবলী বর্ণনা করছে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Noun: Knowledge
Verb: know
Adjective: knowledgeable
Adverb: Knowledgeably
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0