১৭তম শিক্ষক নিবন্ধন - ৩০.১২.২০২২ (100 টি প্রশ্ন )

GIS এর পূর্ণরূপ হলো : Geographic Information System.

ভৌগোলিক তথ্য ব্যবস্থা-র (ইংরেজি: Geographic Information System) মাধ্যমে দৈশিক তথা ভৌগোলিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়। এর ইংরেজি প্রতিশব্দ হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (Geographic Information System) এবং একে সংক্ষেপে জি আই এস (GIS) বলা হয় । জি আই এস হল ভূতথ্যবিজ্ঞান -এর একটা বৃহত্তর অংশ।


আয়োডিনের অভাবে T3 ও T4 -এর উৎপাদন কমে যায় এবং থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গলগণ্ড রোগ সৃষ্টি করে। থাইরয়েড হরমোনগুলোর মধ্যে থাইরক্সিন(T4)-এর পরিমাণ ও অর্ধায়ু T3 -এর চেয়ে বেশি। মানব রক্তে T4 ও T3 এর অনুপাত ১৪:১ থেকে ২০:১ এর মধ্যে। T4 কোষের মধ্যে ডি-আয়োডিনেশনের মাধ্যমে সক্রিয় T3 -তে রূপান্তরিত হয়।
- ১১ ফেব্রুয়ারি, ২০২০ সালে চীনের করোনাভাইরাসের দাপ্তরিক নাম কোভিড-১৯ (Covid-19) দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রধান মেমোরি (Primary memory) : প্রাইমারি মেমোরি খুব দ্রুতগতিসম্পন্ন হয় অর্থাৎ, memory access খুব দ্রুত (fast)। কম্পিউটারের internal প্রসেসিংয়ের সময় এধরনের মেমোরি ব্যবহৃত হয়। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী দ্বারা মেমোরি তৈরি হয়। প্রাইমারি মেমোরি আবার দুই প্রকারের । যথা-
a. অস্থায়ী (volatile) : RAM
b. স্থায়ী (non-volatile) মেমোরি : ROM

র‍্যাম বা RAM (Random Access Memory) : RAM গানে এক প্রকার প্রাইমারি মেমোরি 1 RAM থেকে খুব দ্রুত ডাটা read করা এবং RAM এ write করা যায়। এজন্য একে read-write মেমোরিও বলা হয়। RAM হচ্ছে Volatile memory (ভোলাটাইল মেমোরি) অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে এটি আর তথ্য ধরে রাখতে পারে না। মূলত প্রসেসরে ব্যবহার করার আগে ডাটা হার্ডডিস্ক থেকে কপি করে এনে RAM এ রাখা হয়, যাতে প্রসেসিং এর সময় memory access এ সময় কম লাগে। র‍্যামকে Main storage বা Core storage-ও বলা হয়।

Read-only memory (ROM)) হল এক ধরনের সংরক্ষণ মাধ্যম যা কম্পিউটার এবং অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়। রমে যে তথ্য থাকে তা পরিবর্তন করা যায় না বা করা গেলেও তা খুব ধীরে অথবা করা কঠিন। তাই এটি ব্যবহার করা হয় প্রধানত র্ফামওয়্যারে। ROM কে, non-volatile memory বলেও বলা হয়। কারণ এখানে থাকা তথ্য এবং ডাটা গুলি, বিদ্যুৎ (power) সরবরাহ (supply) ছাড়াও চিরকালের জন্য স্টোর হয়ে থাকে।
 অন্যান্য আরও যেসব নন-ভোলাটাইল বা বিদ্যুত চলে গেলেও যার তথ্য থেকে যায় এমন মেমোরি হল ইপিআরওএম, ইইপিআরওএম বা ফ্লাশ মেমোরি।
- দৃষ্টিহীনদের জন্য আবিস্কৃত বাংলায় প্রথম সফটওয়্যার আইসাইট।
- কার্বোহাইড্রেট হল এক ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্ট যা অনেক খাবার এবং পানীয়তে পাওয়া যায়। কার্বোহাইড্রেট শরীরের জন্য শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস, এবং অনেক শারীরিক ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরে কার্বোহাইড্রেটগুলি ভেঙে গ্লুকোজে (এক ধরনের চিনি) পাওয়া যায়, যা কোষের প্রধান শক্তির উৎস। মস্তিষ্ক এবং পেশীগুলিও জ্বালানীর জন্য গ্লুকোজ ব্যবহার করে।

- শস্য, ফল, শাকসবজি, লেবু এবং দুগ্ধজাত দ্রব্য সহ বিভিন্ন ধরণের খাবারে শর্করা পাওয়া যায়। কার্বোহাইড্রেটের তিনটি প্রধান প্রকার রয়েছে: শর্করা, স্টার্চ এবং ফাইবার।

- চিনি হল সাধারণ কার্বোহাইড্রেট যা প্রাকৃতিকভাবে ফল, শাকসবজি এবং দুগ্ধজাত খাবারে পাওয়া যায়। এগুলি মিষ্টি হিসাবে খাবার এবং পানীয়গুলিতে যোগ করা যেতে পারে।

- স্টার্চ হল জটিল কার্বোহাইড্রেট যা শস্য, লেবু এবং কিছু শাকসবজিতে পাওয়া যায়। এগুলি শর্করার চেয়ে ধীরে ধীরে ভেঙে যায় এবং দীর্ঘস্থায়ী শক্তির উত্স সরবরাহ করে।

- ফাইবার হল এক ধরনের কার্বোহাইড্রেট যা শরীর হজম করতে পারে না। এটি ফল, শাকসবজি এবং শস্যের মতো উদ্ভিদ-ভিত্তিক খাবারে পাওয়া যায়। ফাইবার পাচনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং হৃদরোগ এবং টাইপ-২ ডায়াবেটিসের মতো কিছু স্বাস্থ্য অবস্থার ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে।
UNEP (United Nations Environment Programme) এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। 
- UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়। 
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। 
- UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (Inter-governmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়।

সঠিক উত্তর: গ) অনকোলজি

ব্যাখ্যা:
অনকোলজি মেডিসিনের একটি শাখা যা ক্যান্সার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা নিয়ে কাজ করে। এই শাখায় বিশেষজ্ঞ চিকিৎসককে বলা হয় অনকোলজিস্ট, যিনি কেমোথেরাপি, রেডিয়েশন, অস্ত্রোপচার ইত্যাদির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করেন।

অন্যান্য অপশন ব্যাখ্যা:
ক) টিউমারোলজি: এই নামে কোনো স্বীকৃত চিকিৎসা শাখা নেই; এটি ভুল।
খ) অকোলজি: ভুল বানান; সঠিক শব্দ 'Oncology' (গ অপশন)।
ঘ) সাইটোলজি: এটি কোষবিদ্যা, কোষের গঠন ও কার্যাবলী নিয়ে গবেষণা করে। যদিও এটি ক্যান্সার নির্ণয়ে সহায়ক, এটি সরাসরি ক্যান্সারবিদ্যা নয়।

কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ উপাদান সমূহ। প্রতি ১০০ গ্রাম কচুশাকে থাকে- ৬.৮ গ্রাম শর্করা, ৩.৯ গ্রাম প্রোটিন, ১০ মিলিগ্রাম লৌহ, ০.২২ মিলিগ্রাম ভিটামিন বি-১ (থায়ামিন), ০.২৬ মিলিগ্রাম ভিটামিন বি-২ (রাইবোফ্লেবিন), ১২ মিলিগ্রাম ভিটামিন ‘সি’, ১.৫ গ্রাম স্নেহ বা চর্বি, ২২৭ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ৫৬ কিলোক্যালরি খাদ্যশক্তি।


লৌহ হিমোগ্লোবিনের কাজ হল শরীরের অক্সিজেন সরবরাহকে নিশ্চিত করা। শরীরে আয়রনের কমতি হলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। আর হিমোগ্লোবিন কম হওয়া মানেই হল শরীরে অক্সিজেনের সরবরাহে ব্যঘাত ঘটা। যখন প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন পায় তখন শরীর নিস্তেজ বোধ করে। এই কারণে লৌহ কে মূল্যবান ধরা যায়। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য নেটওয়ার্ক সিস্টেম ও সিস্টেম ব্যবহৃত হয়। ইন্টারনেট হলো WAN (Wide Area Network) প্রযুক্তির সর্ববৃহৎ সন্নিবেশ। তাই সাধারণভাবে কম্পিউটার থেকে   কম্পিউটারে তথ্য আদান প্রদান বলতে ইন্টারনেটকে বোঝায়।
 -১৯৬৯ সালের ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় সর্বপ্রথম ইন্টারনেট চালু করেন ।
- ইন্টারনেটের জনক ভিনটন জি কার্ফ।
- ৪ জুন ১৯৯৬ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ।
গোবি মরুভূমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি। এই মরুভূমি চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে রয়েছে। গোবি মরুভূমির আয়তন ১২,৯৫,০০০ বর্গ কিলোমিটার।
ঋষি সুনাক হলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ ও বর্তমান প্রধানমন্ত্রী যিনি ২০২০ সালের ফেব্রুয়ারী থেকে এক্সচেকারের চ্যান্সেলর (যুক্তরাজ্যের অর্থমন্ত্রী) ছিলেন। তিনি কনজারভেটিভ পার্টির সদস্য এবং ২০১৫ সাল থেকে রিচমন্ড (ইয়র্কস) এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতিতে প্রবেশের আগে, সুনাক একজন বিনিয়োগ ব্যাংকার এবং হেজ ফান্ড ম্যানেজার হিসাবে আর্থিক খাতে কাজ করেছিলেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে সহ একাধিক উচ্চ-প্রোফাইল রাজনীতিবিদদের সংসদীয় সহকারী হিসাবেও কাজ করেছেন।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংস্থাটির নবম মহাসচিব। তিনি পর্তুগালের নাগরিক।
- ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- আবার দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন।
- ইউক্রেন ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ।
- এর আয়তন ৬০৩৬২৮ বর্গ কি.মি.।
- দেশটির রাজধানী কিয়েভ।
- ২৪ আগস্ট, ১৯৯১ সালে দেশটি সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) থেকে স্বাধীনতা লাভ করে।  
GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়। 
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য। 
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। 
- এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট। 
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৫টি।
- সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।

- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই ইউক্রেনের রাজধানীসহ সারাদেশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। 
মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে নেদারল্যান্ডের ICJ ( International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ) তে মামলার মূল উদ্যোক্তা হচ্ছেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচার বিষয়ক মন্ত্রী আবু বকর তামবাদু । উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার একটি দরিদ্র দেশ গাম্বিয়া যার জনসংখ্যা মাত্র ২০ লাখ ।
চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে এদের বসবাস। বৌদ্ধা ধর্মালম্বী চাকমাদের প্রধান উৎসব বিজু (বর্ষবরণ)। সবচেয়ে বেশি সংখ্যক চাকমা বসবাস করে রাঙামাটি জেলায়। পিতৃসূত্রীয় পরিবারে চাকমারা প্রধানত জুমচাষে অভ্যস্ত।
- এক টাকা, দুই টাকা এবং পাঁচ টাকার নোটকে বলা হয় সরকারি মুদ্রা। তাই ঐ তিন নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। 
- এছাড়া বাকি সব টাকার নোটে কেন্দ্রীয় ব্যংকের গভর্নরের স্বাক্ষর থাকে। 
- বাংলাদেশ ব্যাংক নোট হলো ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
- ২ টাকার মুদ্রায় 'সবার জন্য শিক্ষা' স্লোগানটি রয়েছে।
- ১ টাকার মুদ্রায় 'পরিকল্পিত পরিবার' ও 'সবার জন্য খাদ্য' স্লোগানটি রয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ১৮ জানুয়ারি ,১৯৬৮ সালে এবং ২২ ফেব্রুয়ারি ,১৯৬৯ সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হলে তাকে মুক্তি দেওয়া হয় .২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদেড় এক গণসংবর্ধনা দেওয়া হয় এবং তোফায়েল আহমেদ শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ।
২০২৩ এ স্বাধীনতা পুরস্কার বিজয়ী -এ ৪ জন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য নির্বাচিত হয়েছেন। 
- বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, 
- মরহুম বীর মুক্তিযোদ্ধা লে. এ, জি, মোহাম্মদ খুরশীদ, 
- শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া- বীর উত্তম, 
- বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) - বীর বিক্রম

২০১০ সালের সেপ্টেম্বরে জেলা ই-সেবা কেন্দ্র চালু হওয়ার পর তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির জন্য ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে 'বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা' হিসেবে ঘোষণা দেন।
আবুল বরকত - ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এমএ ছাত্র। 
আবদুল জব্বার - পেশায়— দর্জি
রফিক উদ্দীন - তৎকালীন জগন্নাথ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র
আবদুস সালাম - ডাইরেক্টর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসে রেকর্ড কিপার পদে চাকরি করতেন
শফিউর রহমান - ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ক্লাসের প্রাইভেট ছাত্র ও ঢাকা হাইকোর্টের কর্মচারী।
আবদুল আউয়াল - রিকশাচালক
মো. অহিউল্লাহ - শিশু শ্রমিক
অজ্ঞাত বালক - সম্পূর্ণ অজ্ঞাত
বাংলাদেশ চা বোর্ডের অধীনে দেশে মোট ১৬৯টি চা বাগান রয়েছে।
এর মধ্যে- 
✔ মৌলভীবাজারে : ৯১টি
✔ হবিগঞ্জে : ২৫টি
✔ চট্টগ্রামে : ২২টি 
✔ সিলেটে : ১৯টি
✔ পঞ্চগড়ে : ৯টি 
✔ রাঙামাটিতে : ২টি
✔ ঠাকুরগাঁওয়ে : ১টি
কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ মহেশখালী। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ হিসেবে পরিচিত।
- দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মিত স্থাপিত হয়েছে মহেশখালী।
- দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে- মাতারবাড়ী।
চোখে না দেখার ক্ষেত্রে 'Blind of' ও দোষ না দেখার ক্ষেত্রে 'Blind to' বসে।

কোন কিছুর প্রতি "অন্ধ" হওয়ার অর্থ হল এটি দেখতে না পারা বা এটি সম্পর্কে অজানা হওয়া। উদাহরণস্বরূপ, যদি কেউ তাদের নিজস্ব ত্রুটিগুলির প্রতি "অন্ধ" হয়, তবে তারা তাদের নিজের ভুল বা দুর্বলতাগুলি চিনতে অক্ষম হয়। যদি কেউ তাদের কর্মের পরিণতি সম্পর্কে "অন্ধ" হয়, তবে তাদের ক্রিয়াকলাপ অন্যদের উপর কীভাবে প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে তারা অজ্ঞ।

কোনো কিছুর প্রতি "অন্ধ" হওয়া মানে অনিচ্ছুক বা কিছু বুঝতে বা চিনতে অক্ষম হওয়াকেও বোঝাতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ অন্যের প্রয়োজনে "অন্ধ" হয়, তবে তারা তাদের ক্রিয়াকলাপগুলি কীভাবে অন্যদের প্রভাবিত করছে সে সম্পর্কে সচেতন নাও হতে পারে এবং তাদের প্রয়োজনের প্রতি সংবেদনশীল নাও হতে পারে।

কিছু ক্ষেত্রে, কিছুর প্রতি "blind to" ব্যবহার করা হয়, এটি দেখতে বা চিনতে ইচ্ছার অভাবের কারণে হতে পারে।

সময় নিয়ে এটি পড়বেন, সারাজীবন মুখস্ত থাকবে। 


যে sentence এ দুই বা ততোধিক Principal clause থাকে এবং clause গুলো coordinating conjunctions (For, And, Nor, But, Or, Yet, So) দ্বারা যুক্ত থাকে, তাকে Compound sentence বলে। coordinating conjunctions গুলো 'fanboys' শব্দ দ্বারা মনে রাখা সহজ।

এখানে conjunction এর আগের অংশে যেহেতু present perfect tense ব্যবহৃত হয়েছে, তাই পরের অংশেও present perfect tense ব্যবহার করতে হবে। তাই enter এর পরিবর্তে has entered বসাতে হবে।
so....that যুক্ত বাক্যে that এর পূর্বের clause টি যে tense এ থাকবে পরের  clause টিও একই tense এ থাকবে
সাধারণত infinitive to এর পরে verb এর present form ব্যবহার হয়। তবে with a view to, forward to এসব ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এসব ক্ষেত্রে preposition "to" এর পরে verb + ing ব্যবহার হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'comfortable ('আরামপ্রদ) শব্দটি হচ্ছে adjective.
এর noun  হচ্ছে comfort (আরাম)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0