১৬তম শিক্ষক নিবন্ধন - ৩০.০৮.২০১৯ (99 টি প্রশ্ন )
- বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ৫ স্তর বিশিষ্ট।
- শহরাঞ্চলে ২ স্তর গ্রামাঞ্চলে ৩ স্তর বিশিষ্ট ।
- শহরে - সিটি করপোরেশন ও পৌরসভা।
- গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ।

- এপিকালচার : মৌমাছি পালন।
- সেরিকালচার : রেশম চাষ।
- পিসিকালচার : মৎস্য চাষ।
- হর্টিকালচার : উদ্যান চাষ। 


বিভিন্ন দেশের আইনসভার নামঃ
ডেনমার্ক- ফোকেটিং ( Folketing )। 
বেলজিয়াম- ফেডারেল পার্লামেন্ট।
নরওয়ে- স্টরটিং/গ্রেট অ্যাসেম্বলি।
ফিনল্যান্ড- পার্লামেন্ট।
- এক কথায় বললে সালফিউরিক এসিড।
- লেড এসিড ব্যাটারির প্লেট তৈরি হয় সীসা এবং লেড অক্সাইড যদিও আরো কিছু উপাদান থাকে ঘনত্ব, শক্ত করার জন্য এর সাথে ৩৫% সালফিউরিক এসিড ও ৬৫% পানির মিশ্রন থেকে।
- এসিড পানির এই মিশ্রনটিকে বলে ইলেকট্রোলাইট যা রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন তৈরি করে।
- ব্যাটারি টেস্টের জন্য হাইড্রোমিটার দিয়ে ইলেকট্রোলাইটে সালফিউরিক এসিডের পরিমাণ মাপা হয়।
• প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় যথাক্রমে- 
- অক্সিজেন (৪৬.১ শতাংশ),
- সিলিকন (২৮.২ শতাংশ),
- অ্যালুমিনিয়াম (৮.২৩ শতাংশ),
- লোহা (৫.৬৩ শতাংশ),
- ক্যালসিয়াম (৪.১৫ শতাংশ),
- সোডিয়াম (২.৩৬ শতাংশ),
- ম্যাগনেসিয়াম (২.৩৩ শতাংশ),
- পটাসিয়াম ২(.০৯ শতাংশ),
- (০.৫৬৫ শতাংশ),
- হাইড্রোজেন (০.১৪০ শতাংশ)।
- মানুষ আগ্রহভরে ও নৈতিকতাবোধে উদ্বুদ্ধ হয়ে যে দায়িত্ব পালন করে তাকে নৈতিক কর্তব্য বলে।
- আর আইনের দ্বারা আরোপিত বিধি নিষেধের মাধ্যমে যেসব কাজ করা বা না করা হয় তাকে আইনগত কর্তব্য বলে। আর অধিকার ভোগ করতে হলে এসব কর্তব্য পালন করতে হয়।

কর্তব্যগুলো নিম্নরূপ: 
(ক) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা,
(খ) আইন মান্য করা,
(গ) সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করা,
(ঘ) নিয়মিতভাবে কর প্রদান করা,
(ঙ) রাষ্ট্রের সেবামূলক কাজে অংশগ্রহণ করা,
(চ) সন্তানদের সুশিক্ষিত করা,
(ছ) আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব পালন করা।

- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হল হালদা নদী
- এর উৎপত্তি খাগড়াছড়ির বদনাতলী এবং এটি চট্টগ্রামের কয়েকটি উপজেলা জুড়ে প্রবাহিত হয়েছে।
- প্রতিবছর একটি বিশেষ মুহূর্তে এই নদীতে রুই, কাতলা, মৃগেল ও কার্প জাতীয় মাছ প্রচুর ডিম ছাড়ে।
- তাই একে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়।
- বাংলাদেশের ৪টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে।
- যথা - বাউল সংগীত, জামদানি, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটির বয়ন পদ্ধতি।
- এরমধ্যে বাউল সংগীতকে UNESCO মানবতার ধারক হিসেবে আখ্যা দেয়।
- বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ১০ : ৬ বা ৫ : ৩ এবং মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ৫ : ৩ : ১।
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পতাকা উত্তোলন করা হয়।
- সরকারিভাবে বর্তমান পতাকাটি প্রথম গৃহীত হয় ১৭ জানুয়ারি, ১৯৭২।
- এর নকশাকার পটুয়া কামরুল হাসান

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
শ্রীলঙ্কা - শ্রীলঙ্কান রুপি,
মার্কিন যুক্তরাষ্ট্র – ডলার,
যুক্তরাজ্য – পাউন্ড,
বাংলাদেশ - টাকা
IMF ব্রেটন উডস ইন্সটিটিউশন এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান. ১৯৪৪ সালের ১-২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে 'ব্রেটন উডস সম্মেলন' অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন
- এতে ৪৪ টি দেশ অংশগ্রহণ করে ।
- যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন ও উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনটি আন্তর্জাতিক (World Bank, IMF, ITO) সংস্থা গঠন করার ব্যাপারে আলোচনা হয় .
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে ;এর ভিত্তিতেই IMF আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে ।
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ শহর হচ্ছে নিউইয়র্ক। আর এই নিউইয়র্ক বিগ অ্যাপেল নামে পরিচিত।
- SMS এর পূর্ণরুপ (short message service)। 
- SMS এর জনক হলেন ম্যাট্রি ম্যাক্কোনেন। 
- মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়।
- এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়।
- সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
- ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ট্রিলজির জন্য অসামান্য সাহিত্যিক শ্রেষ্ঠত্বের জন্য ৬৩তম সাহিত্য উৎসবে সার্ক সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান করে। 
- বঙ্গবন্ধুর ৩টি বই হলো-অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন ১৯৫২।
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
- ২০১৬ সালে দুর্যোগ ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়েছে ইন্টার্নেশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটি (IFRC)।
- ১৭ নভেম্বর, ১৯৯৯ ইউনেস্কো ৩০ তম বৈঠকে ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে স্বীকৃতি দেয়।
- ইউনেস্কো ২০০৩ সালে ‘একুশে পদক’ লাভ করে।
১৭ এপ্রিল ,১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের পর গঠিত মন্ত্রীসভার সদস্য ৬ জন ।
যথা ঃ
  - প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
   - রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
   - উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
   - অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী।
   - স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং
   - পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।

উল্লেখ্যযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাঃ

- মুজিবনগর সরকার গঠন। 
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা।
- স্বাধীনতার সংবিধানিক ঘোষণা।
- আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা।
- প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ।
- বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা। 
- প্রথম মন্ত্রিসভা গঠন। 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- প্রথম বিশ্ব নারী সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোপেনহেগেন এ ১৯৮০ সালে।
- AIDS (Acquired Immune Deficiency Syndrome) রোগের জন্য HIV (Human Immune Deficiency Virus) ভাইরাস দায়ী।
- ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি সর্বপ্রথম রোগটি শনাক্ত করে।
- SARS (Severe Acute Respiratory Syndrome) ভাইরাসের উৎপত্তি চীনে।
- ১৯৭৬ সালে কঙ্গোর ইবোলা নদীর কাছে ইবোলা ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব দেখা যায়।
- র‍্যাবিস ভাইরাস জলাতঙ্ক রোগের কারণ।
- বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনে তৈরি নতুন দুইটি যুদ্ধজাহাজ 'সংগ্রাম' ও 'প্রত্যাশা'।
- ৯০ মিটার লম্বা ও ১১ মিটার প্রস্থের জাহাজ দুইটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে।
- বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাহাজ দুইটি (করভেট) নির্মাণের লক্ষ্যে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর চীনের শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়।
- ২০১৬ সালের ৯ আগস্ট জাহাজ দুইটির স্টিল কাটিংয়ের মাধ্যমে নির্মাণকাজ শুরু হয়।
- ২০১৯ সালের ২৮ মার্চ সরবরাহকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
- ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
- আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ২৩ মার্চ।
- ভারতে বা বাংলায় মানুষের উদ্ভব হয়নি, আগমন হয়েছিল।
- প্রথমে আসে নিগ্রোবটু বা নেগ্রিটো সম্প্রদায়ের মানুষ। এরা প্রাগৈতিহাসিক যুগে স্থলপথে আফ্রিকা থেকে ভারতবর্ষে আসে।
- এরপর পর্যায়ক্রমে প্রোটো অস্ট্রালয়েড, অস্ট্রিক ও দ্রাবিড় জাতির আগমন ঘটে। দ্রাবিড় জাতি এসে অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে। দ্রাবিড় আগমনের সামসময়িককালে ভোটচীনীয় বা মঙ্গোলীয় জাতির আগমন ঘটে।
- অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গোলীয় জাতির সংমিশ্রণে গড়ে ওঠে (অস্ট্রিক) বাঙালি জাতি। যাদেরকে নিষাদ জাতিও বলা হয়।
- এরপর খ্রিষ্টপূর্ব ১৫০০ শতকে ভারতবর্ষে (বাংলায়) আর্যরা প্রবেশ করে এবং অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে।
- এভাবে আর্য ও অনার্য আদিম অধিবাসীদের সংমিশ্রণে এক নতুন সংকর জাতিগোষ্ঠীর উদ্ভব ঘটে। যারা পরবর্তীতে বাঙালি নামে পরিচিত হয়।
- তবে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষের উপর আদি-অস্ট্রেলীয় প্রভাব বিদ্যমান।
- বাংলার বিভিন্ন আংশ তখন বঙ্গ, পুন্ড্র, গৌড়, হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬ টি জনপদে বিভক্ত ছিল।
- বাংলার জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হচ্ছে পুণ্ড্র।
- পুণ্ড্র জনপদের অবস্থান: বৃহত্তর বগুড়া, রাজশাহী , রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।
বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যতগুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল (তত)২ গুণ বৃদ্ধি পাবে।

অতএব, ৩ = ৯ গুণ বৃদ্ধি পাবে

ধরি ভগ্নাংশটির লব x এবং হর y । সুতরাং ভগ্নাংশটি হবে x/y 

প্রথম শর্তমতে, \(\frac{{x + 1}}{y} = \frac{1}{2}\) 

 বা, y = 2x+2 ......... (i)

দ্বিতীয় শর্তমতে, \(\frac{x}{{y + 1}} = \frac{1}{3}\) 

বা, y + 1 = 3x 

বা, 2x + 2 + 1 = 3x 

বা, 2x + 3 = 3x 
অতএব, x = 3

x এর মান (i) নং এ বসাই 

 y = 2.3 + 2 

বা, y = 8     

ভগ্নাংশটি = \(\frac{3}{8}\)  


80×(75/100)×(25/100) = 15
দেওয়া আছে,
x+ 1/x=−5
∴ x2+1=-5x
এখনা,
 x/(x²+x+1) 
= x/(x²+1+x)
= x/(-5x+x)
= x/-4x
= -(1/4)


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মোট সদস্য সংখ্যা =12 জন
 মহিলা = 9 জন
পুরুষ=12-9=3
12 জন সদস্যের মধ্যে পুরুষ 3 জন
1    ''        ''       ''     ''  = 3/12 জন
100 ''        ''        ''   ''   = (3×100)/12=25%


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0