১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ১৯.০৪.২০১৯ (100 টি প্রশ্ন )
- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: - সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি - তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল।
- সাধু রীতিতে সর্বনাম ও  ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- অপরদিকে,  চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়।
- অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়।
- যেমন: অতঃপর তাহারা চলিয়া গেল (সাধু)। তারপর তারা চলে গেল (চলিত)। জুতা (সাধু), জুতো (চলিত); বন্য (সাধু), বুনো (চলিত); শুষ্ক (সাধু), শুকনো (চলিত)।
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এটি বর্তমানে বগুড়া জেলায় অবস্থিত।
প্রাচীন বাংলার জনপদ সমূহ:
- পুণ্ড্র
- বঙ্গ
- হরিকেল
- রাঢ়
- চন্দ্রদ্বীপ
- বরেন্দ্র
- গৌড় 
- সমতট
- তাম্রলিপ্ত
- গঙ্গারিডাই প্রভৃতি।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)।[প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ]
- পৃথিবীর মোট জনসংখ্যা (২০২৩): ৮০৪.৫০ কোটি।
- নারী প্রতি প্রজনন : ২.৩ জন।
- গড় আয়ু - পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
- সর্বাধিক নারী প্রতি প্রজনন হারের দেশ : নাইজার; ৬.৭ জন।
- জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম।
- শীর্ষ ৫ জনবহুল দেশঃ ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান
- সার্কাভুক্ত দেশগুলোর অবস্থানঃ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল।
- কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে কচু খেলে গলা চুলকায়।
- কচুশাকের উল্লেখযোগ্য উপাদান হলো লৌহ।
- এছাড়া এতে ভিটামিন-এ ও খনিজ পদার্থ রয়েছে।
- ভিসুভিয়াস আগ্নেয়গিরি ইতালির দক্ষিণ-পশ্চিমে নেপালস প্রদেশে অবস্থিত সুপ্ত আগ্নেয়গিরি।
- ৭৯ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের অন্যতম শহর পম্পেইসহ কয়েকটি শহর এ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়েছিলো ।
- চীনের মুদ্রার নাম ইউয়ান, স্থানীয়ভাবে এটি রেনমিনবি নামেও পরিচিত।
- আর মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামের মুদ্রা যথাক্রমে কিয়াট, বাথ ও ডং।
  • আফগানিস্তান - আফগানি
  • আর্জেন্টিনা - পেসো
  • অস্ট্রেলিয়া - ডলার
  • বেলজিয়াম - ইউরো
  • ব্রাজিল - রিয়েল
  • কানাডা - ডলার
  • চীন - ইউয়ান
  • ফ্রান্স - ইউরো
  • জার্মানি - ইউরো। 

বায়ুর উপাদান গুলো হলো-
নাইট্রোজেন - ৭৮.০২%
অক্সিজেন - ২০.৭১%
আরগণ - ০.৮০%
জলীয় বাষ্প - ০.৪১%
কার্বন ডাই অক্সাইড - ০.০৩%
অন্যান্য গ্যাস - ০.০২%
ধূলিকণা ও কণিকা - ০.০১%
এইখানে, জলীয় বাষ্প - ০.৪১% যা শতকরা ১ ভাগ

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অতর্কিতে হাওয়াই দ্বীপপুঞ্জের মার্কিন সামরিক ঘাঁটি পার্ল হারবারে ৭ ডিসেম্বর ১৯৪১ আক্রমণ করে।
- আর এর ফলে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে অংশগ্রহণ করে।
- মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালনের জন্য ঘোষিত বর্ষ।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জানুয়ারি, ২০২০ সালে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
- মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত।
- কিন্তু করোনা ভাইরাসের কারণে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়।
- পরবর্তীতে ৩১ মার্চ, ২০২২ সাল পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

চিকিৎসা বিজ্ঞানঃ
১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি)
২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র)
করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।

রসায়নঃ
১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন)
২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স)
৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র)
কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।

অর্থনীতিঃ
১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র)
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।

পদার্থবিজ্ঞানঃ
১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র)
২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি)
৩. অ্যান লিয়ের(ফ্রান্স)
পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।

শান্তিঃ
১. নার্গিস মোহাম্মদি(ইরান)
নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।

সাহিত্যঃ
১. জন ফসে(নরওয়ে)
উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য।
- যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যতো কম সে আলোর বিক্ষেপণ ততো বেশি। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম বলে এর বিক্ষেপণ বেশি।
- যার ফলে বায়ুমণ্ডলের ধূলিকণায় বিক্ষিপ্ত নীল আলো ছড়ায় বলে আকাশ নীল দেখায়।
- বায়ুমণ্ডল না থাকলে আকাশ কালো দেখাত কারণ সেক্ষেত্রে আলোক রশ্মির বিক্ষেপণ হতো না ।
২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবলে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এ আসরে
- সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং
- সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
- আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ) - জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত ‘পদ্মা সেতু’.
- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার।
- এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি।
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
- বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।
- ২৬ জুন ২০২২ ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ১৯টি দেশে ইউরো’ | মুদ্রা চালু রয়েছে। এছাড়া আরো ৭টি দেশ রয়েছে যারা কোনো না কোনো সময় ইউরো চালু করতে বাধ্য। তবে ডেনমার্ক ও যুক্তরাজ্য এক্ষেত্রে কখনোই ইউরো চালু করতে বাধ্য নয়।
- ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রাকে ইউরো মুদ্রা বলে। এর জনক রবার্ট মুন্ডেল।
- এটি রাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে।
- ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ২০১২ সালে EU নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- গত ৩১ জানুয়ারি ২০২০ একমাত্র দেশ হিসেবে যুক্তরাজ্য ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।

♦ ইউরোপীয় ইউনিয়নের নিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্নঃ
- EU এর পূর্ণরুপ -European Union
- শেনজেন চুক্তি হচ্ছে -অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
- ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে
- Schengen Area ভুক্ত দেশ নয় -ব্রিটেন
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ -২৭ টি
- ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রথম যে দেশ বের হয়েছে যুক্তরাজ্য
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট -EU
- বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট -WTO
- কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে -রোম চুক্তি
- ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -১৯৫৭ সালের ২৫ মার্চ
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর -ব্রাসেলস ,বেলজিয়াম
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর সদর দপ্তর -জার্মানির ফ্রাঙ্কফুটে
- ব্রেক্রিট হলো -ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন হতে আলাদা হওয়া
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতাে বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাক টিকেট প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
- ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়।
- পরবর্তীতে ২০০০ সালে ১৮৮ টি দেশে সম্মিলিতভাবে এ দিবসটি পালিত হয়।
বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত অবস্থিত ভারত ও বাংলাদেশের মধ্যে, যার দৈর্ঘ্য ৪,০৫৩ কিমি। এক্ষেত্রে বিশ্বের দীর্ঘতম সীমান্ত অবস্থিত কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস।
দেশের সর্বশেষ ১২তম সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ। ময়মনসিংহ শহরের ৩৩টি ওয়ার্ডকে নিয়ে এটি প্রতিষ্ঠিত হয় ২ এপ্রিল ২০১৮।
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে 'Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ।
- এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত উপনিবেশগুলোকে নিয়ে গঠিত ৫৬ সদস্যবিশিষ্ট একটি আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ। তবে ব্রিটিশ উপনিবেশ ছিল না এমন দুটি দেশ এর সদস্য। এগুলো হলো মোজাম্বিক ও রুয়ান্ডা।
- আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
- এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন। এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়

ROM বা Read Only Memory হল কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি । RAM কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি । তবে ROM এবং RAM উভয়ই কম্পিউটারের প্রধান মেমোরি ।
ই-৮ হলো পরিবেশ দূষণকারী ৮ টি দেশ।এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র,ইউরোপীয় ইউনিয়ন,চীন,রাশিয়া,জাপান,ভারত,দক্ষিন আফ্রিকা, ও ব্রাজিল । এই দেশগুলো মোট গ্রীণহাউজ গ্যাসের ৭০% নিঃসরণ করে থাকে ।
দেশের ৩১তম এবং দক্ষিণাঞ্চলের প্রথম 'শেখ হাসিনা সেনানিবাসে - এর অবস্থান পটুয়াখালি জেলার লেবুখালিতে।
-বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম পর্যটন নগরী কক্সবাজারে অবস্থিত।
-এখানে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্রময় পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে।
-এখানে লোনা ও মিঠা পানির প্রায় ১০০ প্রজাতির মাছ রয়েছে।
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
-বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের মাননীয় স্পিকার।
-পঞ্চদশ সংশোধনীর পূর্বে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাতেন।

-মাননীয় প্রধানমন্ত্রী, স্পীকার ও ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি।

দুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x ও (x+১)
প্রশ্নমতে,
     (x+১)²-x²=২৩
  বা,x²+২x+১-x²=২৩
 বা, ২x=২৩-১=২২
বা,x=২২/২ =১১

অতএব ,সংখ্যাদ্বয় হলঃx=১১ এবং x+১=১১+১=১২


১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হল ১৭,১৯,২৩,২৯।
অতএব ,মৌলিক সংখ্যাগুলোর যোগফল =১৭+১৯+২৩+২৯= ৮৮ 
আমরা জানি ,দুটি কোণের সমষ্টি 90⁰ হলে কোণ দুটিকে পরস্পরের পুরক কোণ বলা হয় ।যেহেতু ∠A ও ∠B পরস্পর পুরক কোণ এবং তাদের অনুপাত =3:2
ধরি ,
  ∠A =3x
∠B=2x
অতএব,3x+2x=90⁰
       বা,5x=90⁰
         বা,x=90⁰/5
অতএব ,
      x=18⁰
অতএব,  ∠A =3x=3×18⁰=54⁰

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি,শরবতের গুড় ও পানির অনুপাত =4x ও 6x
অনুপাতের যোগফল=(4x+6x)=10x
 শর্তমতে,
 10x =100
⇒ x = 100/10
∴ x = 10
গুড়=৪ x 10 = 40
পানি= 6 x 10 = 60
∴ গুড় = 40% 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0