১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ২৫.০৮.২০১৭ (102 টি প্রশ্ন )
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সাময়িক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,৮২০ মার্কিন ডলার বা ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা।
- এ তথ্য প্রকাশিত হয়েছে ২০২৫ সালের ২৭ মে।

বিবিএসের পূর্ববর্তী তথ্য অনুযায়ী—

- ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৪৯ ডলার।

- ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় আরও কিছুটা হ্রাস পেয়ে হয় ২,৭৩৮ ডলার।

উল্লেখযোগ্য বিষয় হলো, একটি দেশের মোট জাতীয় আয় নির্ধারিত হয় দেশের অভ্যন্তরে উৎপাদিত আয় ও প্রবাসী আয়ের (রেমিট্যান্স) যোগফল দিয়ে। সেই জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয়ের হিসাব পাওয়া যায়।

তথ্যসূত্র: বিবিএস ও প্রথম আলো নিউজ।
- এশিয়ান গেমসে প্রথমবারের মত দুটি স্বাগতিক শহরে অনুষ্ঠিত হয়; ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (জাকার্তা এর আগে ১৯৬২ সালে এশিয়ান গেমসের স্বাগতিক শহর ছিল) ও দক্ষিণ সুমাত্রা প্রদেশের রাজধানী পালেমবাং।
ধরি, প্রস্থ = x মিটার
∴দৈর্ঘ্য X x 1(1/2)= 3x/2 মিটার
3x²/2 = 196
⇒x² = 196
∴x= 14

প্রস্থ= 14 মিটার
দৈর্ঘ্য= (3x14)/2 = 21 মিটার
∴পরিসীমা= 2(দৈর্ঘ্য+ প্রস্থ)= 2(21+14)= 70 মিটার


(8x)⁰+ 8x⁰= 1+ 8.1= 9 [a⁰=1, a≠ 0]
বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
ঘনকের ধার a একক হলে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল= 6a²
আমরা জানি, n সংখ্যক বাহুবিশিষ্ট কোনো ক্ষেত্রের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি= (n-2)x 180⁰
চতুর্ভুজের (চার বাহুবিশিষ্ট ক্ষেত্রের) চারকোণের সমষ্টি= (4-2)x180⁰
সমকীণী ত্রিভুজের ক্ষেত্রফল=(1/2) x ভূমি x উচ্চতা
         =(1/2) (x × y) বর্গ একক
         =(1/2)xy বর্গ একক
সরল মুনাফা ক্ষেত্রে I= pnr    এখানে,    
∴n= I/Pr        I= 18
= 18*100/96*25/4    P= 96
=18*4*100/96*25        r=6(1/4)= (25/4)%
n= 3 বছর

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
60 জন ছাত্রের মধ্যে পাস করে (60-42) জন
          =18 জন
60 জন ছাত্রের মধ্যে পাস করে 18 জন
1           18/60
100           18/60*100
           = 30%
অপর সংখ্যা= দুইটি সংখ্যার গ.সা.গু × ল.সা.গু./ একটি সংখ্যা
       = 7×84/42
       = 14


4ˣ⁺¹=32
⇒2²⁽ˣ⁺¹⁾ = 2⁵
⇒2²ˣ⁺² = 2⁵
⇒2x+2 = 5
∴ x= 3/2
log₅⁵√⁵
= log₅⁵^¹⁺¹/²
= log₅⁵^³/²
= 3/2log₅⁵
= 3/2 [log₅⁵= 1]
log₂8= log₂2³
= 3log₂2
= 3×1 [logₐa= 1]
মনে করি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ r₁ এবং r₂
∴r₁/r₂= 3/2
⇒ r₁²/r₂² = 9/4 [বর্গ করে]
⇒ πr₁²/πr₂² = 9/4 [বৃত্তের ক্ষেত্রফল]
⇒ πr₁²:πr₂² = 9:4
a:b = 4:7 = 20:35
b:c = 35:42
∴ a:b:c = 20:35:42
250 এর 10%
= 250 x (10/100)
= 25
x মাইল অতিক্রম করে 1 ঘণ্টায়
∴1    "       1/x ঘণ্টায়
∴y     "      y/x ঘণ্টায়
১ম রাশি= a+b
২য় রাশি= a²-b²= (a+b)(a-b)
৩য় রাশি= a³+b³= (a+b)(a²-ab+b²)
গ.সা.গু. = a+b

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
a, b, c, d ক্রমিক সমানুপাতী
∴ a/b =b/c =c/d  a/b= c/d
∴ad= bc
- n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n²
- n জোড় = n(n+1)
(a⁻¹)⁻¹ = 1/(a⁻¹)= 1/1/a= 1 x a/1= a
বৃত্তের কেন্দ্রে তথা যেকোনো বিন্দুর চতুর্পার্শ্বে 4 সমকোণ বা 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়।
Sinθ = 4/5
বা, Sin²θ = 16/25 [উভয় পক্ষকে বর্গ করে]
বা, 1- cos²θ= 16/25 [Sin²θ= 1- cos²θ]
বা, 1-16/25 = cos²θ
বা, 9/25= cos²θ
বা, cosθ= 3/5 [বর্গমূল করে]
বা, 1/cosθ= 5/3 [ব্যাস্তকরণ করে]
∴ secθ= 5/3 [∵secθ= 1/cosθ]
x² = 4x হলে, x² - 4x = 0

x(x - 4) = 0

x = 0 বা x - 4 = 0

x = 0 বা x = 4

কিন্তু, x>0, তাই x = 4

সুতরাং, x এর মান 4


- মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট (৩০ নভেম্বর, ১৯৬১- ৩১ ডিসেম্বর ১৯৭১)। 
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যা হ্যামারশোল্ড বিমান দুর্ঘটনায় মারা গেলে ১৯৬১ সালে জাতিসংঘের তৃতীয় মহাসচিব হিসেবে তাকে নিযুক্ত করা হয়।

- ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশকীর কামড়ে ছড়ায়।
- প্রধানত Aedes aegypti ও Aedes albopictus মশকীর কামড়ের মাধ্যমে মানব শরীরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে রয়েছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ', নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু'পাশে দুটি করে মোট ৪টি তারকা।
বাংলাসহ বিভিন্ন ভাষায় রচিত বিশ্বের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ও গুরুত্বপূর্ণ রচনা গুলোকে ইলেকট্রনিক মাধ্যমে নিয়ে আসার প্রয়াসে প্রকাশিত হয়েছে 'একুশ ই-বুক'। এটি মূলত ওকে মোবাইলের একুশে ট্যাবের একটি অ্যাপ। বিজ্ঞানী সংস্থা 'মাত্রা'র সহযোগিতায় মোবাইল ফোন কোম্পানি 'ওকে মোবাইল' বের করেছে এ ই-বুক। ৩০ জানুয়ারি ২০১৬ 'একুশ ই-বুক' এর মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে ২ ফেব্রুয়ারি ২০১৬ কলকাতায় ও ‌২১ ফেব্রুয়ারি ২০১৬ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একসাথে বিশ্বের ৩৮ টি দেশে 'একুশ ই-বুক' উন্মোচন করা হয়। পাঠক এ অ্যাপটির মাধ্যমে অনলাইনে বই কিনতে পারবে অথবা 'একুশ ই-বুক' গ্রন্থাগারের সদস্য হয়েও পছন্দের বইগুলো পড়তে পারবে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদরদপ্তরঃ
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন(ECE),
- আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO),
- বিশ্ব আবহাওয়া সংস্থা(WMO),
- বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা(WIPO),
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO),
- বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO),
- জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন(UNHCR),
- UNCTAD,
- ইন্টার- পার্লামেন্টারি ইউনিয়ন(IPU),
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম(WEF),
- বিশ্ব হার্ট ফাউন্ডেশন(WHF), প্রভৃতি।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0