১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ২৫.০৮.২০১৭ (102 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সাময়িক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,৮২০ মার্কিন ডলার বা ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা।
- এ তথ্য প্রকাশিত হয়েছে ২০২৫ সালের ২৭ মে।

বিবিএসের পূর্ববর্তী তথ্য অনুযায়ী—

- ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৪৯ ডলার।

- ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় আরও কিছুটা হ্রাস পেয়ে হয় ২,৭৩৮ ডলার।

উল্লেখযোগ্য বিষয় হলো, একটি দেশের মোট জাতীয় আয় নির্ধারিত হয় দেশের অভ্যন্তরে উৎপাদিত আয় ও প্রবাসী আয়ের (রেমিট্যান্স) যোগফল দিয়ে। সেই জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয়ের হিসাব পাওয়া যায়।

তথ্যসূত্র: বিবিএস ও প্রথম আলো নিউজ।
i
ব্যাখ্যা (Explanation):
- এশিয়ান গেমসে প্রথমবারের মত দুটি স্বাগতিক শহরে অনুষ্ঠিত হয়; ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (জাকার্তা এর আগে ১৯৬২ সালে এশিয়ান গেমসের স্বাগতিক শহর ছিল) ও দক্ষিণ সুমাত্রা প্রদেশের রাজধানী পালেমবাং।
i
ব্যাখ্যা (Explanation):
ধরি, প্রস্থ = x মিটার
∴দৈর্ঘ্য X x 1(1/2)= 3x/2 মিটার
3x²/2 = 196
⇒x² = 196
∴x= 14

প্রস্থ= 14 মিটার
দৈর্ঘ্য= (3x14)/2 = 21 মিটার
∴পরিসীমা= 2(দৈর্ঘ্য+ প্রস্থ)= 2(21+14)= 70 মিটার

i
ব্যাখ্যা (Explanation):
(8x)⁰+ 8x⁰= 1+ 8.1= 9 [a⁰=1, a≠ 0]
i
ব্যাখ্যা (Explanation):
বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
i
ব্যাখ্যা (Explanation):
ঘনকের ধার a একক হলে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল= 6a²
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি, n সংখ্যক বাহুবিশিষ্ট কোনো ক্ষেত্রের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি= (n-2)x 180⁰
চতুর্ভুজের (চার বাহুবিশিষ্ট ক্ষেত্রের) চারকোণের সমষ্টি= (4-2)x180⁰
i
ব্যাখ্যা (Explanation):
সমকীণী ত্রিভুজের ক্ষেত্রফল=(1/2) x ভূমি x উচ্চতা
         =(1/2) (x × y) বর্গ একক
         =(1/2)xy বর্গ একক
i
ব্যাখ্যা (Explanation):
সরল মুনাফা ক্ষেত্রে I= pnr    এখানে,    
∴n= I/Pr        I= 18
= 18*100/96*25/4    P= 96
=18*4*100/96*25        r=6(1/4)= (25/4)%
n= 3 বছর

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
60 জন ছাত্রের মধ্যে পাস করে (60-42) জন
          =18 জন
60 জন ছাত্রের মধ্যে পাস করে 18 জন
1           18/60
100           18/60*100
           = 30%
i
ব্যাখ্যা (Explanation):
অপর সংখ্যা= দুইটি সংখ্যার গ.সা.গু × ল.সা.গু./ একটি সংখ্যা
       = 7×84/42
       = 14

i
ব্যাখ্যা (Explanation):
4ˣ⁺¹=32
⇒2²⁽ˣ⁺¹⁾ = 2⁵
⇒2²ˣ⁺² = 2⁵
⇒2x+2 = 5
∴ x= 3/2
i
ব্যাখ্যা (Explanation):
log₅⁵√⁵
= log₅⁵^¹⁺¹/²
= log₅⁵^³/²
= 3/2log₅⁵
= 3/2 [log₅⁵= 1]
i
ব্যাখ্যা (Explanation):
log₂8= log₂2³
= 3log₂2
= 3×1 [logₐa= 1]
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ r₁ এবং r₂
∴r₁/r₂= 3/2
⇒ r₁²/r₂² = 9/4 [বর্গ করে]
⇒ πr₁²/πr₂² = 9/4 [বৃত্তের ক্ষেত্রফল]
⇒ πr₁²:πr₂² = 9:4
i
ব্যাখ্যা (Explanation):
a:b = 4:7 = 20:35
b:c = 35:42
∴ a:b:c = 20:35:42
i
ব্যাখ্যা (Explanation):
250 এর 10%
= 250 x (10/100)
= 25
i
ব্যাখ্যা (Explanation):
x মাইল অতিক্রম করে 1 ঘণ্টায়
∴1    "       1/x ঘণ্টায়
∴y     "      y/x ঘণ্টায়
i
ব্যাখ্যা (Explanation):
১ম রাশি= a+b
২য় রাশি= a²-b²= (a+b)(a-b)
৩য় রাশি= a³+b³= (a+b)(a²-ab+b²)
গ.সা.গু. = a+b

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
a, b, c, d ক্রমিক সমানুপাতী
∴ a/b =b/c =c/d  a/b= c/d
∴ad= bc
i
ব্যাখ্যা (Explanation):
- n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n²
- n জোড় = n(n+1)
i
ব্যাখ্যা (Explanation):
(a⁻¹)⁻¹ = 1/(a⁻¹)= 1/1/a= 1 x a/1= a
i
ব্যাখ্যা (Explanation):
বৃত্তের কেন্দ্রে তথা যেকোনো বিন্দুর চতুর্পার্শ্বে 4 সমকোণ বা 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়।
i
ব্যাখ্যা (Explanation):
Sinθ = 4/5
বা, Sin²θ = 16/25 [উভয় পক্ষকে বর্গ করে]
বা, 1- cos²θ= 16/25 [Sin²θ= 1- cos²θ]
বা, 1-16/25 = cos²θ
বা, 9/25= cos²θ
বা, cosθ= 3/5 [বর্গমূল করে]
বা, 1/cosθ= 5/3 [ব্যাস্তকরণ করে]
∴ secθ= 5/3 [∵secθ= 1/cosθ]
i
ব্যাখ্যা (Explanation):
x² = 4x হলে, x² - 4x = 0

x(x - 4) = 0

x = 0 বা x - 4 = 0

x = 0 বা x = 4

কিন্তু, x>0, তাই x = 4

সুতরাং, x এর মান 4

i
ব্যাখ্যা (Explanation):
- মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট (৩০ নভেম্বর, ১৯৬১- ৩১ ডিসেম্বর ১৯৭১)। 
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যা হ্যামারশোল্ড বিমান দুর্ঘটনায় মারা গেলে ১৯৬১ সালে জাতিসংঘের তৃতীয় মহাসচিব হিসেবে তাকে নিযুক্ত করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশকীর কামড়ে ছড়ায়।
- প্রধানত Aedes aegypti ও Aedes albopictus মশকীর কামড়ের মাধ্যমে মানব শরীরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে।
i
ব্যাখ্যা (Explanation):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে রয়েছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ', নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু'পাশে দুটি করে মোট ৪টি তারকা।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাসহ বিভিন্ন ভাষায় রচিত বিশ্বের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ও গুরুত্বপূর্ণ রচনা গুলোকে ইলেকট্রনিক মাধ্যমে নিয়ে আসার প্রয়াসে প্রকাশিত হয়েছে 'একুশ ই-বুক'। এটি মূলত ওকে মোবাইলের একুশে ট্যাবের একটি অ্যাপ। বিজ্ঞানী সংস্থা 'মাত্রা'র সহযোগিতায় মোবাইল ফোন কোম্পানি 'ওকে মোবাইল' বের করেছে এ ই-বুক। ৩০ জানুয়ারি ২০১৬ 'একুশ ই-বুক' এর মোড়ক উন্মোচন করা হয়। পরবর্তীতে ২ ফেব্রুয়ারি ২০১৬ কলকাতায় ও ‌২১ ফেব্রুয়ারি ২০১৬ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একসাথে বিশ্বের ৩৮ টি দেশে 'একুশ ই-বুক' উন্মোচন করা হয়। পাঠক এ অ্যাপটির মাধ্যমে অনলাইনে বই কিনতে পারবে অথবা 'একুশ ই-বুক' গ্রন্থাগারের সদস্য হয়েও পছন্দের বইগুলো পড়তে পারবে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদরদপ্তরঃ
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন(ECE),
- আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO),
- বিশ্ব আবহাওয়া সংস্থা(WMO),
- বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা(WIPO),
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO),
- বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO),
- জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন(UNHCR),
- UNCTAD,
- ইন্টার- পার্লামেন্টারি ইউনিয়ন(IPU),
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম(WEF),
- বিশ্ব হার্ট ফাউন্ডেশন(WHF), প্রভৃতি।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0