১৮ তম শিক্ষক নিবন্ধন - ১৫.০৩.২০২৪ (100 টি প্রশ্ন )
- ইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি।
- এটি বিভিন্ন ধরণের যোগাযোগ মাধ্যম, যেমন টেলিফোন লাইন, কেবল লাইন, এবং উপগ্রহের মাধ্যমে সংযুক্ত।
- ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারগুলি বিভিন্ন উপায়ে তথ্য আদান-প্রদান করতে পারে। এর মধ্যে রয়েছে:

• ইমেইল: ইমেইল (ইলেকট্রনিক মেইল) হলো বার্তা পাঠানোর একটি জনপ্রিয় উপায়।
• ওয়েব ব্রাউজিং: ওয়েব ব্রাউজার ব্যবহার করে, ব্যবহারকারীরা ইন্টারনেটে প্রকাশিত ওয়েবসাইটগুলি দেখতে পারে।
• ফাইল শেয়ারিং: কম্পিউটারগুলি ইন্টারনেটের মাধ্যমে ফাইল শেয়ার করতে পারে।
• সোশ্যাল মিডিয়া: সোশ্যাল মিডিয়ায়, লোকেরা একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে এবং তথ্য শেয়ার করতে পারে।
• ভয়েস ও ভিডিও কল: ইন্টারনেট ব্যবহার করে লোকেরা একে অপরের সাথে কথা বলতে এবং ভিডিও কল করতে পারে।
- প্লাটিলেট বা অণুচক্রিকা হলো রক্তের ছোট একটি অংশ, যার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করা।
- যখন শরীরে কোনো আঘাত বা কাটাছেড়া হয়, তখন প্লাটিলেট রক্তনালি বা ক্ষতস্থলে পৌঁছায় এবং একত্রিত হয়ে একটি জালের মতো আকার নেয়।
- এটি রক্তের প্রোটিন (যেমন ফাইব্রিন) একত্রিত করতে সাহায্য করে, যার ফলে রক্ত জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ হয়।

প্লাটিলেটের অন্যান্য কাজগুলি:
- অণুচক্রিকা শরীরের বিভিন্ন জায়গায় রক্তক্ষরণের পরিমাণ কমিয়ে এনে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- প্লাটিলেটের কাজ ছাড়াও লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা শরীরে রোগ প্রতিরোধে কাজ করে এবং ইরিথ্রোসাইট বা লাল রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে।

তাহলে, প্লাটিলেট মূলত রক্ত জমাট বাঁধানোর প্রক্রিয়ায় সাহায্য করে, যা ক্ষতস্থানে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে।
- বাংলাদেশকে ভূকম্পনের তিনটি জোনে ভাগ করা হয়েছে।
- সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসেবে উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন: সিলেট, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার উল্লেখযোগ্য।
- ঢাকা ও চট্টগ্রাম মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত।
১. মৌমাছি পালন বিদ্যা- এপিকালচার
২. রেশম চাষ বিদ্যা- সেরিকালচার
৩. ব্যাঙ চাষ বিদ্যা- ফ্রগকালচার
৪. চিংড়ি চাষ বিদ্যা- প্রনকালচার
৫. মুক্তা চাষ বিদ্যা- পার্লকালচার
৬. মৎস্য চাষ বিদ্যা- পিসিকালচার
৭. পাখি পালন বিদ্যা- এভিকালচার 
৮. শাকসবজি, বাগানে ফুল ও ফল উতপাদনের বিদ্যা- হর্টিকালচার
• কোন নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের (সাধারণত ৩০-৪০ বছরের) আবহাওয়ার গড়কে জলবায়ু বলে।
• জলবায়ুর উপাদানগুলো- বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আদ্রতা, বারিপাত।
• আর সমুদ্র স্রোত হলো জলবায়ুর নিয়ামক।
- ফরাসী শব্দ “laissez-faire” যার অর্থ "করতে দাও, যেতে দাও, পাশ কাটাতে দাও"। অর্থাৎ মানুষ যা পছন্দ করে তাকে তা করতে দেয়া।
- ঊনবিংশ শতাব্দীর প্রথম এবং মধ্য ভাগ থেকে লেসে-ফেয়ার শব্দটি মুক্ত বাজার অর্থনীতির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইংরেজি ভাষায় এই শব্দের আবির্ভাব হয়েছিল ১৭৭৪ সালে জর্জ হোয়াটলির "Principles of Trade" গ্রন্থ প্রকাশের মধ্যদিয়ে।
- স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথকে লেসে ফেয়ার (Laissez-faire) নীতির জনক বলা হয়। তাঁর মতে, অর্থনীতির প্রতিযোগিতা ‘‘অদৃশ্য হাত” দ্বারা পরিচালিত হবে। অ্যাডাম স্মিথের লেসে ফেয়ার নীতির মূলকথা হলো, সরকার অর্থনীতি থেকে দূরে থাকবে এবং ব্যবসা ও ভোক্তাদের তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে দেবে এবং উৎপাদনকারীদের মধ্যেকার প্রতিযোগিতায় ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সময় পণ্যের মূল্য কম রাখতে সাহায্য করবে।
• Energy Information Administration- ২০২৩ রিপোর্ট অনুযায়ী, তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
• দেশটি প্রতিদিন ২০.৩০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে।
• দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে সৌদি আরব (১২.৪৪ মিলিয়ন ব্যারেল), রাশিয়া (১০.১৩ মিলিয়ন ব্যারেল)। 
জাতিসংঘের মহাসচিবঃ
১. ট্রিগভেলী - নরওয়ে- ১৯৪৬-৫২
২. দ্যাগ হেমার শোল্ড -সুইডেন -১৯৫৩-৬১
৩. উ. থান্ট - মায়ানমার - ১৯৬২-৭১
৪. কূট ওয়ার্লডহেইম - অস্ট্রিয়া - ১৯৭২-৮১
৫. পেরেজ দি কুয়েলার - পেরু - ১৯৮২-৯১
৬. ড. ব্রুটোস ঘালি - মিশর -১৯৯২-৯৬
৭. কফি আনান - ঘানা - ১৯৯৭ - ২০০৬
৮. বান কি মুন - দ.কোরিয়া - ২০০৭-২০১৬
৯. আন্তোনিও গুতেরেস - পর্তুগাল- ২০১৭-বর্তমান

- IMF এর পূর্ণরূপ — International Monetary Fund.

- এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।

- এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।

- প্রথম ঋণ প্রদান করে ৮ মে, ১৯৪৭।

- নিয়ন্ত্রক সংস্থা ECOSOC.

- এর দাপ্তরিক ভাষা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ।

- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।

- সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

- বর্তমান সদস্য ১৯০টি। ১৯০ তম সদস্য দেশ – Andorra,

- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।

- IMF 2005 সালে প্রকাশিত "সুশাসন এবং দারিদ্র্য বিমোচন" শিরোনামের একটি প্রতিবেদনে এই উক্তিটি ব্যবহার করেছিল।

- প্রতিবেদনে বলা হয়েছে যে, দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য সুশাসন অপরিহার্য।

- সুশাসনের মূলনীতিগুলির মধ্যে রয়েছে জবাবদিহিতা, ন্যায়বিচার, অন্তর্ভুক্তি, কার্যকারিতা এবং স্বচ্ছতা।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
নোবেল পুরস্কার ২০২৪

• মোট বিজয়ী : ১১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
• পুরুষ ১০ ও নারী ১।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি টাকায় ১২ কোটি ৮০ লাখ)।
• নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১০ ডিসম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে।

বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান:

চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব:
১) ভিক্টর অ্যামব্রোস (যুক্তরাষ্ট্র)
২) গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র)
অবদান: মাইক্রো আরএনএ আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণে। 
ঘোষণা: ক্যারোলিনস্কা ইনস্টিটিউট


পদার্থবিজ্ঞান:
১) জন জে হপফিল্ড (যুক্তরাষ্ট্র)
২) জিওফ্রে ই হিন্টন (কানাডা)
অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য। 
ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


রসায়ন:
১) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র) [অবদান:কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য] 
২) ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য)
৩) জন এম জাম্পার (যুক্তরাজ্য)
অবদান(২ ও ৩):  প্রোটিনের গঠনে ভবিষ্যদ্বাণীর জন্য
ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


সাহিত্য:
১) হান ক্যাং (দ. কোরিয়া)
অবদান: তীক্ষ্ম কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয়ে মানবজীবনের ভঙ্গুরতা প্রকাশ করে
ঘোষণা: সুইডিশ একাডেমি


শান্তি:
১) নিহন হিদানকিও (জাপান) [প্রতিষ্ঠান] 
অবদান: পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায়
ঘোষণা: নরওয়েজিয়ান নোবেল কমিটি

অর্থনীতি:
১) ড্যারন আসেমোগলু (যুক্তরাষ্ট্র)
২) সাইমন জনসন (যুক্তরাষ্ট্র)
৩) জেমস রবিনসন (যুক্তরাষ্ট্র)
অবদান: বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্য
ঘোষণা: দ্য রয়‍্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স
- বাথ : থাইল্যান্ডের মুদ্রা
- লিরা : তুর্কিয়ের মুদ্রা
- ক্রোনা : ডেনমার্কের মুদ্রা
- রিংগিত : মালেশিয়ার মুদ্রা।
(SDGs) হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals এর স্থলে প্রতিস্থাপন করা হয় .২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে Transforming our world: The 2030 Agenda for Sustainable Development শিরোনামের একটি কর্মসূচী গৃহীত হয়,যা SDGs নামে পরিচিত ।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ।
- এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্ত্রভুক্ত রয়েছে .
এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

-১৯৩০ সালে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়।
-এতে ১৩টি দল অংশ গ্রহণ করে।
-প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা।
-২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়। এ আসরে ৩য় বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ হয় ফ্রান্স।

-২০২৬ সালে অনুষ্ঠিত ফিফার ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট তিনটি দেশের সমন্বয়ে- কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
-তিন দেশের মোট ১৬টি শহরে হবে খেলা। তার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর তিন ও কানাডার দু'টি শহর রয়েছে।
-খেলায় অংশ গ্রহন করবে মোট ৪৮টি দল।
জাপানের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের নাম ডায়েট ।আর এর নিম্নকক্ষ ও উচ্চকক্ষের নাম যথাক্রমে হাউস অব রিপ্রেজেনটেটিভস ও হাউস অব কাউন্সিলরস ।
- হিজবুল্লাহ লেবাননের শিয়া মতাবলম্বী একটি রাজনৈতিক ও সশ্বস্ত্র গোষ্ঠী।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের সময় হিজবুল্লাহ জন্ম লাভ করে।
- ১৯৯২ সাল থেকে হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল৷
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির জন্য ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ার লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি পেশ করেন।
- এ কর্মসূচিকে বাংলার জনগণ ম্যাগনাকার্টা হিসেবে গ্রহণ করে।
- স্বয়ং বঙ্গবন্ধু এ ছয় দফাকে পূর্ব পাকিস্তানের 'বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যকর হলে হিন্দু জনগোষ্ঠী এর তীব্র প্রতিবাদ করে।
- তাদের বঙ্গভঙ্গ বিরোধী সংরাম এক সময় সহিংস আন্দোলনে রুপ নেয় ।
- হিন্দুদের প্রতিবাদের মুখে ১৯১১ সালের ডিসেম্বর মাসে সম্রাট পঞ্চম জর্জ ঐতিহাসিক দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদের কথা ঘোষণা করেন।

স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ২০২২ সালে ও 
বিভিন্ন আদমশুমারিতে বাংলাদেশর জনসংখ্যা:
- প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে : ৭.৬৪ কোটি
- দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে : ৮.৭১ কোটি
- তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে : ১০.৬৩ কোটি
- চতুর্থ আদমশুমারি ২০০১ সালে : ১২.৪৩ কোটি
- পঞ্চম আদমশুমারি ২০১১ সালে : ১৪.৯৭ কোটি- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ সালে : ১৬,৯৮,২৮,৯১১ জন।


- গারো বাংলাদেশের একটি নৃগোষ্ঠী।
- এরা ময়মনসিংহ শেরপুর, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে।
- গারোদের উৎসবের নাম ওয়ানগালা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা ডা. সিতারা বেগম এবং তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম যুদ্ধ করেন ২ নং সেক্টরে।
- তারামন বিবির যুদ্ধ করেন ১১ নং সেক্টরে।
- তিনি ১৯৫৭ সালে কুড়িগ্রাম জেলার রাজিবপুরে জন্মগ্রহণ করেন।
- উল্লেখ্য, মোট ৪২৬ জন ব্যক্তিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
- বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র মহাস্থানগড় ।
- আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এটি ছিল অত্র অঞ্চলের বিখ্যাত শহর ও বাণিজ্য কেন্দ্র ।
- ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিং হাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন।
- বর্তমান বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতােয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান ।
- মহাস্থানগড় এর পূর্বনাম পুণ্ড্রনগর ।
- রাশিয়ার সহযোগিতায় নির্মিত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাধ্যমে বাংলাদেশ বিশ্বে ৩২তম দেশ হিসেবে পারমাণবিক প্রযুক্তির অধিকারী হয় । 
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ২৩৫ ব্যবহৃত হবে।
- এখানে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।
- টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা বাংলাদেশের সরকারপ্রধান শেখ হাসিনাকে এশিয়ার 'আয়রন লেডি' হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটেনের বিখ্যাত সাময়িকী 'দ্য ইকোনমিস্ট'।
ইকোনমিস্ট লিখছে,
- বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী সরকারপ্রধান বাংলাদেশের শেখ হাসিনা। 
- তিনি দুই দশক ধরে ১৭ কোটি মানুষের দেশে দারিদ্র্য বিমোচনে নেতৃত্ব দিয়েছেন।
- তাঁর নেতৃত্বাধীন বেশিরভাগ সময় ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। 
- শেখ হাসিনার দল আওয়ামী লীগ টানা তিনবার নির্বাচনে জয়লাভ করেছে এবং সর্বমোট চারবার। 
- যা ইন্দিরা গান্ধী ও মার্গারেট থ্যাচারের চেয়ে একবার বেশি। 
- বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ ও একমাত্র দ্বীপ জেলা ভোলা।
- এই জেলার অন্তর্গত মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করত ।
- এর পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর ।
- ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর।  
- ১৮৪৫ সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
- ১৯৮৪ সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং ভোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায়।
- চট্টগ্রাম শহরে নিরবচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ৪ লেন বিশিষ্ট বঙ্গবন্ধু সড়ক টানেল (কর্ণফুলী টানেল) নির্মাণ করা হইয়েছে।
- এর দৈর্ঘ্য ৩.৪০ (মূল টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কি.মি.) কি.মি. ।
- ২০১৯ সালে টানেলটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে নির্মিত প্রথম ও দীর্ঘতম এ সুড়ঙ্গপথের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লি.।
- এ টানেলের মাধ্যমে চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে 'One city two towns
ধরি,
PR = a
QR = b
PR > QR ⇒ a > b

দুটি রাশির অনুপাত, যদি রাশি দুটির যোগফল এবং রাশিদ্বয়ের মাঝে যে বড় তাদের অনুপাতের সমান হয় তাহলে সেই অনুপাতকে (Golden Ratio) স্বর্ণালী অনুপাত বলে। এই অনুপাতটিকে গ্রিক ফাই (φ) চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যার সাংখ্যিক মান 1.618033988749....

অর্থাৎ, a > b এবং a/b = (a + b)/a হলে,
a/b = (a + b)/a = φ = 1.618033988749.... হবে

প্রদত্ত প্রশ্নে বলা আছে,
PQ : PR = PR : QR
⇒ PQ/PR = PR/QR
⇒ (PR + QR)/PR = PR/QR
⇒ (a + b)/a = a/b

∴ Golden Ratio এর সূত্রানুসারে আমরা পাই,
(a + b)/a = a/b = 1.618 [দশমিকের আসন্ন তিন ঘর পর্যন্ত মান নিয়ে]
⇒ (a + b)/a = 1.618
⇒ a/a + b/a = 1.618
⇒ 1 + b/a = 1.618
⇒ b/a = 1.618 - 1
⇒ b/a = 0.618
⇒ a/b = 1/0.618
⇒ PR/QR = 1/0.618
∴ PR : QR = 1 : 0.618
- 2x2 + 4x - 5

ধরি,
x = 0
- 2 . 0 + 4 . 0 - 5 = - 5

x = 1 হলে,
- 2 . (1)2 + 4 . 1 - 5 = - 2 + 4 - 5 = - 3

x = - 1 হলে,
- 2 . (- 1)2 + 4 . (- 1) - 5 = - 2 - 4 - 5 = - 11

যখন, x = 1 তখন - 2x2 + 4x - 5 রাশিটির সর্বোচ্চ মান - 3.
ক : খ = ৪ : ৫ = (৪ × ৭) : (৫ × ৭) = ২৮ : ৩৫
খ : গ = ৭ : ৮ = (৭ × ৫) : (৮ × ৫) = ৩৫ : ৪০

ক : গ = ২৮ : ৪০ = ৭ : ১০
ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মি.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 3x/2 মি.

প্রশ্নমতে,
(3x/2) . x = 216
বা, 3x2/2 = 216
বা, 3x2 = 432
বা, x2 = 432/3
বা, x2 = 144
বা, x2 = 122
∴ x = 12

আয়তক্ষেত্রের প্রস্থ = 12 মি.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 3x/2 মি. = (3 . 12)/2 = 18

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = 2(18 + 12) = 2 . 30 = 60 মি.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

এখানে, BDC হলো উপচাপ যেখানে ∠BDC  হলো স্থুলকোণ এবং BAC  হলো অধিচাপ যেখানে ∠BAC হলো সূক্ষ্মকোণ। 
অতএব, বৃত্তের উপচাপে অর্ন্তলিখিত কোণ স্থুলকোণ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0