১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ১২.০৬.২০১৫ (100 টি প্রশ্ন )
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের রাষ্ট্রচিন্তার সংগে পরিচিত হওয়া বাঞ্ছনীয়। 

‘দ্য পলিটিক্স' হল অ্যারিস্টটলের রাজনৈতিক দর্শনের উপর একটি গ্রন্থ। এটি এখন পর্যন্ত লেখা রাজনৈতিক দর্শনের সবচেয়ে প্রভাবশালী কাজগুলির মধ্যে একটি, এবং এটি বহু শতাব্দী ধরে পণ্ডিতদের দ্বারা অধ্যয়ন ও বিতর্কিত হয়েছে।

রাজনীতি ১৩টি বইতে বিভক্ত। প্রথম বইতে, অ্যারিস্টটল রাষ্ট্রকে সংজ্ঞায়িত করেছেন "পরিবার এবং গ্রামের অংশীদারিত্ব যা সবচেয়ে চমৎকার এবং স্বয়ংসম্পূর্ণ জীবনের লক্ষ্যে।" এরপর তিনি সরকারের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করেন, যুক্তি দেন যে সরকারের সর্বোত্তম রূপ হল একটি রাজনীতি, যা গণতন্ত্র এবং অলিগার্কির মিশ্রণ।

অবশিষ্ট বইগুলিতে, অ্যারিস্টটল নাগরিকের ভূমিকা, শিক্ষার গুরুত্ব, রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে সম্পর্ক এবং রাজনৈতিক পরিবর্তনের কারণগুলি সহ রাজনীতি সম্পর্কিত বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এখানে অ্যারিস্টটলের রাজনীতির কিছু মূল বিষয় রয়েছে:
- রাষ্ট্র মানুষের একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় সংস্থা।
- রাষ্ট্রের লক্ষ্য তার নাগরিকদের জন্য সুন্দর জীবন প্রচার করা।
- নাগরিক হচ্ছে মানুষের সর্বোচ্চ রূপ।
- পুণ্য বিকাশ ও সুন্দর জীবনের জন্য শিক্ষা অপরিহার্য।
- রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সদাচার প্রচারে ভূমিকা রাখতে হবে।
- রাজনৈতিক পরিবর্তনের কারণগুলো জটিল ও বিচিত্র।

a+b/2=25
⇒ a+b=50

and,

(a+b+c)/3=30
⇒ a+b+c=90
⇒ 50+c=90
⇒ c=90-50=40
⇒ c=40

 


একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়। যেমন:
- সভায় সাব্যস্ত হলো: এক মাস পরে নতুন সভাপতি নির্বাচিত করা হবে।
- ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য।
- সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে।
প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমনঃ
১.ধ্বনি(Sound)
২.শব্দ(Word)
৩.বাক্য(Sentence)
৪.অর্থ( Meaning)
- বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রুপের দুটো রীতি রয়েছে: 
- একটি চলিত রীতি (standard colloquial Style),
- অপরটি সাধু রীতি (Standard written form )।

- বিশাল স্থানের যেকোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে, তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে।
- যেমন: আকাশে চাঁদ উঠেছে।
- প্রদত্ত উদাহরণে প্রতীয়মান হয় যে, বিশাল আকাশের যেকোনো স্থানে চাঁদ উঠেছে, যা ঐকদেশিক আধারাধিকরণ এর শর্ত পূরণ করে।
 বাক্যে Would you mind, cannot help, with a view to, look forward to, get used to ইত্যাদির পর কোনো verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়।
খুঁটির উচ্চতা,
AD = h মি.
AC = ৩ মি.
ABC সমকোণী ত্রিভুজ হতে,
(h−৩)=৪ +৩
⇒ (h−৩)=২৫
⇒ h−৩=৫
⇒ h=৫+৩
∴ h =৮

∴ খুঁটির উচ্চতা ৮ মি.
- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেলসন ম্যান্ডেলাকে ‘আফ্রিকার গান্ধী’ বলা হয়।
- তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
- ডব্লিউ ডি ক্লার্কের সরকারের সঙ্গে মিলে বর্ণবাদের অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকায় সর্বজনীন গনতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য ১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা যৌথভাবে ডব্লিউ ডি ক্লার্কের সাথে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

» সিসমােগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।

» ক্রেসকোগ্রাফ - উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র।

» ক্রোনোমিটার - সমুদের দ্রাঘিমা নির্ণয়ক যন্ত্র বা সূক্ষভাবে সময় পরিমাপ করার যন্ত্র।

» ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণয়ক যন্ত্র।


- পরিবেশ বিজ্ঞানীদের মতে, কোনো দেশের স্থলভাগের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা একান্ত প্রয়োজন।
- তা না হলে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
- বাংলাদেশে তার স্থলভাগের তুলনায় মাত্র ৯ শতাংশ বনভূমি রয়েছে।
১. মৌমাছি পালন বিদ্যা- এপিকালচার
২. রেশম চাষ বিদ্যা- সেরিকালচার
৩. ব্যাঙ চাষ বিদ্যা- ফ্রগকালচার
৪. চিংড়ি চাষ বিদ্যা- প্রনকালচার
৫. মুক্তা চাষ বিদ্যা- পার্লকালচার
৬. মৎস্য চাষ বিদ্যা- পিসিকালচার
৭. পাখি পালন বিদ্যা- এভিকালচার ।
- ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্য হলো ‘সাবাস বাংলাদেশ’। 
- শিল্পী নিতুন কুণ্ডুর তৈরি এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- নিতুন কুণ্ডের আরো কয়েকটি ভাস্কর্য হলো- সার্ক ফোয়ারা, কদম ফোয়ারা ও সদা জাগ্রত মুক্তিবাহিনী ।
• Cordial (আন্তরিক/বিপরীত) এর synonym হলো- amiable (আন্তরিক/বন্ধুসুলভ).
• Hostile- শত্রুতাপূর্ণ
• Unfriendly- অবন্ধুসুলভ
• Meek- বিনম্র 
• ফাঁসি দেওয়া অর্থে hang এর  past participle হিসেবে hanged ব্যবহৃত হয়।
• আর কোনো কিছু ঝুলানো অর্থে hang এর p.p form হিসেবে hung ব্যবহৃত হয়। 
• Long (দীর্ঘ) হলো adjective এবং এর noun form হলো - Length (দৈর্ঘ্য)
- ভখাওয়া ইংরেজি eat,
- আর কাউকে খাওয়ানো ইংরেজি feed ।
- সুতরাং (খ) option সঠিক।
At length - অবশেষে ;
ten to one- সম্ভবত;
at large - স্বাধীনভাবে এবং
all in all সর্বেসর্বা । '
Ten to one' phrase টিই এখানে appropriate meaning দেয় অর্থাৎ সম্ভবত সে আজ আসছে।
- লিখিবার কলম/লেখার কলম/ লেখার জন্য কলম ইত্যাদির সঠিক ইংরেজি হচ্ছে ' pen to write with' ।
- অর্থাৎ কোনো কিছুর সাহায্যে (pen/pencil) লেখা বোঝাতে 'write with ' ব্যবহৃত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• সাধারনত 'যেতে না যেতে' / 'পৌছাতে না পৌছাতেই' অর্থ প্রকাশ করতে Hardly.... when বসে।
• Hardly যুক্ত অংশটি past perfect এবং when যুক্ত অংশটি past indefinite হয়। 
Though /although (যদিও ) যুক্ত বাক্যে সাধারণত দুটি বিপরীতমুখী Expressions থাকে। তবে principal clause এর শুরুতে and, but কোনো কিছু যুক্ত হয় না।
- My brother বলতে আমার আপন ভাই বা সহোদরকে বোঝায় । 
- Step brother - সৎ ভাই , elder brother - আপন বড় ভাই। 
- আর Own brother - এর ব্যবহার সাধারণত হয় না।

Option গুলোর মধ্যে (ক) heart হচ্ছে noun;
(খ) hearten হলো heart এর verb;
(গ) heartly এর কোনো ব্যবহার নেই এবং
(ঘ) heartily হচ্ছে heart এর Adverb form.
• Noun- Danger (বিপদ)
• Verb- Endanger (বিপদগ্রস্ত করা)
• Adjective- Hearty/heartening (আন্তরিক/উৎসাহী)
• Adverb- Dangerously (বিপদজনকভাবে)
One of the + superlative + plural noun দ্বারা superlative degree গঠিত হলে এর positive করতে হলে very few + plural noun + Plural verb + as + positive degree + as/so (negative হলে) + superlative - এর subject ব্যবহার করতে হয় ।
• Every+noun যুক্ত affirmative sentence কে negative করার নিয়ম every এর পরিবর্তে there is no+noun+but+verb+ বাকি অংশ।
•  সুতরাং সঠিক বাক্যটি হলো- There is no mother but loves her child. 
• Without + gerund (v + ing) যুক্ত simple sentence- কে complex করার নিয়ম: Unless + affirmative clause (sub + verb + object) + ২য় clause.
• সুতরাং, সঠিক পরিবর্তিত বাক্যটি হলো- Unless you work hard, you cannot shine in life. 
• Second conditional এর নিয়ম অনুযায়ী if যুক্ত অংশ past indefinite হলে অপর অংশে sub+would/could/might+ verb এর base form বসে।
•  সুতরাং sub এর পর would help বসবে। 
• After দ্বারা দুইটি principal clause যুক্ত হলে after এর পূর্বে past indefinite tense আর after এর পরে past perfect tense হয়। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• Be, being, have, having ইত্যাদির পরে verb এর past participle form হয়।
• সুতরাং, বাক্যটিতে be এর পরে মূল verb এর past participle form অর্থাৎ penned বসবে। 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0