১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ৩০.০৫.২০১৪ (100 টি প্রশ্ন )
- সংস্কৃত তদ্ধিত এর ষ্ণ (অ) প্রত্যয়ের অপত্য অর্থে ব্যবহৃত শব্দ: মনু+ষ্ণ = মানব। √জি+অল/অ = জয়, √পানি+অনীয় = পানীয় ও স্মরণীয় হলো সংস্কৃত কৃৎ প্রত্যয়।
কিছু পারিভাষিক শব্দ হলো:
-অম্লজান অর্থাৎ oxygen,
-নথি file,
-প্রশিক্ষণ অর্থাৎ training,
-ব্যবস্থাপক অর্থাৎ manager,
-বেতার radio,
-মহাব্যবস্থাপক general Manager,
-সচিব secretary,
-স্নাতক graduate,
-স্নাতকোত্তর post graduate,
-সমাপ্তি final,
-সাময়িকী periodical,
-সমীকরণ equation
- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
- রাজা দনুজমর্দন প্রাচীন বাংলায় চন্দ্রদ্বীপ জনপদের প্রতিষ্ঠা করেন। বর্তমান বরিশাল জেলা চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র।
- বরিশালের আরো কিছু প্রাচীন নাম পাওয়া যায়- বাকলা, ইসমাইলপুর ও বাকেরগঞ্জ।

মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। বর্তমান মুজিবনগরের পূর্বনাম ভবের পাড়া। এখানে ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। এরপর ১৭ এপ্রিল ,১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের পর গঠিত মন্ত্রীসভার সদস্য ৬ জন ।
১৭ এপ্রিল, ১৯৭১ উল্লেখ্যযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা- 
- মুজিবনগর সরকার গঠন।
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা।
- স্বাধীনতার সংবিধানিক ঘোষণা।
- আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা।
- প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ।
- বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা।
- প্রথম মন্ত্রিসভা গঠন।


ইসলামি সম্মেলন সংস্থা (OIC) প্রতিষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে।
- ২০১১ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) ।
- OIC’র সদর দপ্তর বা সচিবালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
'ভিটামিন-সি' এর রাসায়নিক নাম অ্যাসকরবিক এসিড। ভিটামিন-সি এর অভাবে স্কার্ভি রোগ হয়।
➤ লেবু ও লেবুজাতীয় সব টক ফল ভিটামিন সির চমৎকার উৎস।
➤ কমলা, মালটা, আঙুর, পেঁপে, আনারস, জাম ইত্যাদি ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি।
➤ সবুজ পাতা গোত্রের সব সবজি ও শাকেও পাওয়া যাবে এই ভিটামিন।
➤ এ ছাড়া কিছু মসলাজাতীয় উদ্ভিদ যেমন: কাঁচা মরিচ, পুদিনাপাতা বা পার্সলেপাতা ভিটামিন-সি এর ভালো উৎস।
- সিএফসি (ক্লোরোফ্লোরো কার্বন) এর ট্রেড নাম ফ্রেয়ন।
- এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, প্লাস্টিক কারখানা ইত্যাদি থেকে সিএফসি গ্যাস নির্গত হয়।
- এই গ্যাস পৃথিবীর ঊর্ধ্বাকাশে ওজোন স্তরকে ধ্বংস করে ফাটল সৃষ্টি করে।
- এর ফলে অতিবেগুনি রশ্মি ও মহাজাগতিক রশ্মি সরাসরি পৃথিবীতে এসে পড়ে এবং নানাবিধ জটিল রোগের প্রাদুর্ভাব ঘটায়।

- যেহেতু সিএফসি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। এ কারণে সিএফসি'র পরিবর্তে ‘গ্যাজোলিয়াম' নামক মৌলিক পদার্থ ব্যবহার করে পরিবেশবান্ধব ফ্রিজ তৈরি করা হয়।
- বর্তমানে রেফ্রিজারেটরে পরিবেশবান্ধব R-134a (টেট্রাফ্লুরোইথেন), হাইড্রো ক্লোরোফ্লোরোকার্বন (HCFC's ) অথবা হাইড্রো ফ্লোরোকার্বন (HFC's) ব্যবহৃত হয়।

গ্রিনহাউজ গ্যাসসমূহের মধ্যে রয়েছে:
- কার্বন ডাই-অক্সাইড
- নাইট্রাস অক্সাইড
- ওজোন
- মিথেন
- জলীয় বাষ্প
- ক্লোরোফ্লোরোকার্বন
- হাইড্রো ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি।
 ১৯৮৭ সালের একটি আন্তর্জাতিক চুক্তিতে সিএফসি গ্যাস উৎপাদন নিষিদ্ধ করা হয়। 
- পেনিসিলিন এক ধরনের এন্টিবায়োটিক, যা পেনিসিলিয়াম ছত্রাক থেকে আবিষ্কৃত হয়।
- ২৮ সেপ্টেম্বর, ১৯২৮ সালে অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
- মার্চ, ১৯৪২ সালে মানুষের শরীরের উপযোগী হিসেবে পেনিসিলিন তৈরি করেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ প্রাণরসায়নবিদ আর্নেস্ট চেইন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- অগ্ন্যাশয়ের অভ্যন্তরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস নামক এক প্রকার গ্রন্থি আছে, যে গ্রন্থিতে ইনসুলিন নামক হরমোন তৈরি হয়। এ হরমোন শরীরে শর্করা পরিপাক কার্য নিয়ন্ত্রণ করে থাকে।
- অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তের শর্করা বা গ্লুকোজ প্রসাবের সাথে নির্গত হওয়ার দরুন যে রোগ হয় তাকে ডায়াবেটিস বলে।
- Read Only Memory (ROM) হলো এক ধরনের ইলেকট্রনিক্স স্টোরেজ মেমরি।
- একটি ROM এর ভেতরে যে সকল তথ্য থাকে তা ROM তৈরি করার সময় Input করা থাকে এবং কম্পিউটার শুধু ROM-এ থাকা তথ্যগুলো পড়তে পারে।
- কিন্তু কম্পিউটার ROM-এ থাকা তথ্যগুলো কোন প্রকার পরিবর্তন করতে পারে না।
- এই ROM নামেও পরিচিত, যা ফার্মওয়্যার (Firmware) কম্পিউটারের BIOS অপারেটিং সিস্টেমে থাকে।
- শব্দের তীব্রতা পরিমাপের একককে ডেসিবেল বলে।
- ডেসিবেল স্কেল ব্যবহার করে শব্দের তীব্রতা মাপা হয়।
- গ্রাহাম বেল ডেসিবেল একক প্রবর্তন করেন।
- মানুষ সর্বোচ্চ ১০৫ ডেসিবেল পর্যন্ত শব্দের তীব্রতা সহ্য করতে পারে।
- এর চেয়ে বেশি হলে মানুষ বধির হতে পারে।
- মানুষের স্বাভাবিক শ্রবণসীমা ৬০-৬৫ ডেসিবেল।
- জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।
- তিনি ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিনের উন্নতিসাধন করেন।
- এর আগে, বাষ্পীয় ইঞ্জিনগুলি অপর্যাপ্ত কার্যকর ছিল এবং সেগুলি শুধুমাত্র সীমিত উদ্দেশ্যে ব্যবহার করা যেত। ওয়াটের উন্নতিসাধনগুলি বাষ্পীয় ইঞ্জিনগুলিকে আরও কার্যকর এবং ব্যবহারিক করে তুলেছিল, যা শিল্প বিপ্লবের সূচনা করেছিল।

- ১৭৬৯ সালে, ওয়াট একটি বাষ্পীয় ইঞ্জিনের একটি মডেল তৈরি করেন যা নিয়মিত চক্রে কাজ করতে সক্ষম ছিল।
- এই ইঞ্জিনটি ওয়াটের "বৈপরীতমুখী ক্রিয়া" নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যা বাষ্পীয় চাপের পরিবর্তনগুলিকে একটি ঘূর্ণনশীল গতিতে রূপান্তরিত করে।
- ওয়াট ১৯ জানুয়ারি ১৭৩৬ সালে স্কটল্যান্ডের গ্রিনকর্ক শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি একজন মেকানিক এবং উদ্ভাবক ছিলেন। 


- নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়।নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। অন্যদিকে জাপান সূর্যোদয়ের দেশ, কানাডা ম্যাপল পাতার দেশ ও থাইল্যান্ড মুক্তভূমি নামে পরিচিত।
- আর্কটিক সার্কেল এবং অ্যান্টার্কটিক সার্কেল থেকে উপরে অবস্থিত অঞ্চলগুলিতে গ্রীষ্মকালে সূর্য কখনও অস্ত যায় না। এই ঘটনাকে নিশীথ সূর্য বলা হয়।
- নরওয়ে আর্কটিক সার্কলের উত্তরে অবস্থিত, তাই এখানে গ্রীষ্মকালে জুন মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত সূর্য কখনও অস্ত যায় না।
- নরওয়ের উত্তরের শহর সোনারসেইবে, গ্রীষ্মকালে সূর্য ২৪ ঘন্টা ধরে আকাশে থাকে। এই সময়ের মধ্যে, দিন এবং রাতের মধ্যে কোনও পার্থক্য থাকে না।
- জনসাধারণের মধ্যে পরিবেশের ভারসাম্য, বিপর্যয় এবং পরিবেশ সংরক্ষণের জন্য সচেতনতার উদ্দেশ্যে ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এতে বিশ্বের ১৭২ টি দেশের সরকার প্রধানসহ ১৭৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ
- ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )
- ন্যাটোভুক্ত ৩১ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )
- ফিনল্যান্ড ন্যটোর সর্বশেষ সদস্য। (৪ এপ্রিল, ২০২৩) 
- ইউক্রেন, সুইডেন ন্যাটোভুক্ত নয়।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
- ‘ওভাল’ ক্রিকেট খেলার জন্য বিখ্যাত।
- ‘ওভাল’ লন্ডনের ক্যানিংটন এলাকায় অবস্থিত একটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠ।
- এটি ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- ‘ওভাল’ ক্রিকেটের বিশ্বের অন্যতম ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ মাঠ।
- এখানে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৮৮০ সালে।
- এরপর থেকে ‘ওভাল’ ক্রিকেটের অনেক ঐতিহাসিক ম্যাচের আয়োজন করেছে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, দেশে দেশে বন্ধুত্বের বাতায়ন তৈরি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১
- আর বর্তমানে পূর্ণ সদস্য দেশ ১৯৩।
- ২ টি দেশ (ফিলিস্তিন, ভ্যাটিকান সিটি) জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা ভোগ করে।
- সর্বশেষ সদস্যদেশ দক্ষিণ সুদান।
- সংস্থাটির সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- International Criminal Police Organization (Interpol) হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এটি ১৯২৩ সালে International Criminal police Commission নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমান নামে পরিবর্তিত হয়। এর বর্তমান সদর দপ্তর লিও, ফ্রান্স।
- সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর স্থাপন করা হয়েছিল অস্ট্রিয়ার ভিয়েনায়।
- ১৮ অক্টোবর, ১৯৭৬ সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। গ্রিক ভাষায় ‘মেসোপটেমীয় অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে ইরাকের টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদীর উর্বর তীরাঞ্চলে এ সভ্যতার বিকাশ ঘটে। একই ভূ-খণ্ডে গড়ে ওঠা অনেকগুলো (সুমেরীয়, অ্যাসেরীয়, ব্যবিলনীয় ও ক্যালডীয়) সভ্যতাকে একত্রিতভাবে মেসোপটেমীয় সভ্যতা নামে অভিহিত করা হয়।
- আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত এ সভ্যতার অংশ ছিল। তবে মেসোপটেমীয় সভ্যতার বেশিরভাগ অংশ ইরাকে অবস্থিত। এটি ছিল সেচ নির্ভর প্রাচীন সভ্যতা।
- পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ম্যাগসাসে পুরস্কার লাভ করেন বাংলাদেশের সৈয়দ রেজোয়ানা হাসান।
- তিনি একজন পরিবেশ বিজ্ঞানী এবং লেখক। 
- সৈয়দ রেজোয়ানা হাসান ১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
- তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
- তিনি ২০০৮ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বেলা) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
- তিনি বেলার মাধ্যমে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করেছেন।
(ম্যাগসাসে পুরস্কার হল একটি আন্তর্জাতিক পুরস্কার যা পরিবেশ, বিজ্ঞান এবং প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, মানবাধিকার এবং শান্তি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়। এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।)
- ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৯৬২ সালে।
- জেনারেল আইয়ুব খান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- ৯ তলা বিশিষ্ট এই ভবন ২১৫ একর জমির উপর অবস্থিত।
- এর স্থপতি মার্কিন নাগরিক লুই আই কান
- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার ১৯৮২ সালে এটি উদ্বোধন করেন।
- বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ১০:৬ বা ৫:৩ এবং মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ ৫:৩:১।
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পতাকা উত্তোলন করা হয়।
- সরকারিভাবে বর্তমান পতাকাটি প্রথম গৃহীত হয় ১৭ জানুয়ারি, ১৯৭২।
- অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়।
- এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
- এর দৈর্ঘ্য ১৮ কি.মি।
- এটি পটুয়াখালী জেলায় অবস্থিত।
- অন্যদিকে, কক্সবাজার সমুদ্র সৈকতকে পর্যটন রাজধানী বলা হয়।
- এর দৈর্ঘ্য ১২০ কি.মি।
- এটি পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত ।

- ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- এটি ‘দশসালা বন্দোবস্ত' নামেও পরিচিত ।
- নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়, তাকে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ বলে।
- উল্লেখ্য, ‘পূর্ববঙ্গ জমিদারি দখল এবং প্রজাস্বত্ব বিল- ১৯৫০' পাসের মাধ্যমে শের-ই বাংলা এ. কে. ফজলুল হক এ ব্যবস্থা বাতিল করেন।
- লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন।
- আর লর্ড বেন্টিংক ১৮২৯ সালে সতীদাহ প্রথা বিলোপ করেন।
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই।
- ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়।
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত।
- বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে।
- ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা।
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন।
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।
- n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1+2+3+.....+n = n(n + 1)/2

- n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 1²+2²+3²+.......+n² =n(n+1)(2n+1)/6

- n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 13+23+33+.........+n3= {n(n+1)/2}2

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 * (a+b) * h বর্গ একক

উদাহরণস্বরূপ, যদি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a=10 সে.মি এবং b=15 সে.মি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব h=5 মি. হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে:

ক্ষেত্রফল = 1/2 * (a+b) * h
            = 1/2 * (10+15) * 5
            = 62.5 বর্গ সে.মি

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

যেকোনো সংখ্যাকে শূন্যের ঘাত করলে সেই সংখ্যার মান হবে ১। অর্থাৎ, a0=1, যেখানে a যেকোনো সংখ্যা।

সুতরাং, qx=1 হলে, x এর মান হবে

উদাহরণস্বরূপ,

20=1
50=1
100=1
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0