৮ম শিক্ষক নিবন্ধন- ২০১২ (সহকারী শিক্ষক, সমমান) - ৩১.০৮.২০১২ (100 টি প্রশ্ন )

- রানি দ্বিতীয় এলিজাবেথ ২১ এপ্রিল, ১৯২৬ সালে রাজা জর্জের রাজত্বকালে লন্ডনের বার্কলে স্কয়ারে জন্মগ্রহণ করেন।
- রানির পুরো নাম এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর।
- রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর তিনি উত্তরাধিকার সূত্রে ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
- যুক্তরাজ্য ছাড়াও তিনি ১৪ টি দেশ ও অঞ্চলের রানি হিসেবে দায়িত্ব পালন করেন।
- এছাড়াও তিনি ৫৬ সদস্যের জোট কমনওয়েলথের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বকালে ব্রিটেনে ১৬ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন।
- ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজশাসক রানি এলিজাবেথ ৮ সেপ্টেম্বর, ২০২২ সালে ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- ১৯ সেপ্টেম্বর, ২০২২ সালে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
- ২০১২ সালের ১৪ মার্চ ইটলস বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়।
- ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা ওপর বাংলাদেশ অধিকার লাভ করে। 
-১৭৮৪ সালের ১৫ জানুয়ারি ভারততত্ত্ববিদ স্যার উইলিয়াম জোনস ব্রিটিশ ভারতের তদানীন্তন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন।
-ভারতের তদানীন্তন গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিলেন এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক।
-বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২ সালের ৩ জানুয়ারি ‘এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান’ নামে প্রতিষ্ঠিত হয়।
-দেশ স্বাধীনের পর এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নামধারণ করে।
- বাংলাদেশের রাষ্ট্রপতি এ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক।
- ‘বাংলাপিডিয়া’ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ২০০৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- রক্ত লাল রঙের তরল যোজক কলা / টিস্যু । অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা ।
- একজন পূর্ণবয়স্ক সুস্থ পুরুষ মানুষের দেহে প্রায় ৫ - ৬ লিটার রক্ত থাকে যা মোট ওজনের ৮ % ।
- একজন পূর্ণবয়স্ক সুস্থ মহিলা মানুষের দেহে প্রায় ৪.৫ - ৫.৫ লিটার রক্ত থাকে যা মোট ওজনের ৭ - ৮ % ।
- রক্ত সামান্য ক্ষারীয় , চটচটে এবং অস্বচ্ছ । মানবদেহে গড়ে রক্তের পরিমাণ ৫ লিটার ।
- রক্তের pH মাত্রা ৭.৩৫ - ৭.৪৫ এবং তাপমাত্রা 98.4 ডিগ্রী ফারেনহাইট / 36 - 38 C ।
- রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি ( প্রায় - ১.০৬৫ ) ।
- হেপারিন নামক পদার্থের কারনে মানবদেহে রক্ত জমাট বাঁধতে পারে না ।
- স্বাভাবিকভাবে দেহে কোথাও কেঁটে গেলে রক্ত জমাট বাঁধতে ৪ -৫ মিনিট সময় লাগে ।
ধূমকেতু উজ্জ্বল মস্তক বিশিষ্ট একটি জ্যোতিষ্ক যার পশ্চাতে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ উজ্জ্বল বাস্পময় বা ধূলিকণাময় গুচ্ছ থাকে । ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমণ্ড হ্যালি ১৬৮২ সালে ধূমকেতু পর্যবেক্ষণ করেন ।তাই তার নামানুসারে এর নামকরণ করা হয় হ্যালির ধূমকেতু ।
♦ হ্যালির ধূমকেতু দেখা গেছে— ১৭৫৯, ১৮৩৫, ১৯১০ ও ১৯৮৬ সালে।
♦ হ্যালির ধুমকেতু দেখা যায়— ২৪০ খ্রিস্টপূর্ব অব্দ থেকে।
♦ পরবর্তী হ্যালির ধূমকেতু দেখা যাবে— ২০৬২ সালে।
♦ হ্যালির ধূমকেতু ৭৬ বছর পরপর দেখা যায়।

✔ রক্ত শিরা বা ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। দেহের প্রতিটি টিস্যুতে পৌঁছে দেয় খাবার ও অক্সিজেন।
 
✔ লোহিত রক্তকণিকার কাজ হলো দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল-ক্ষারের সমতা বজায় রাখা এবং নিষ্কাশনের জন্য কার্বন ডাই-অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা। অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা।
 
✔ সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে ভিটামিন ‘কে’ পাওয়া যায়। দেহে ‘ভিটামিন কে’ প্রথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে। প্রথ্রোম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

✔ পরপর অনেকগুলি উৎসেচক ও তাদের কোফ্যাকটরের স্তরীভূত শৃঙ্খল বিক্রিয়ার দ্বারা শেষে থ্রম্বিন নামক একটি উৎসেচকের বিস্ফোরক মাত্রায় উৎপাদন ঘটলে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন জমাট তৈরি হয়ে তার মধ্যে অণুচক্রিকা ও অন্যান্য রক্তকণিকা আটকা পড়ে তঞ্চন-পিণ্ড তৈরি হয়। শরীরের মধ্যে তঞ্চনের কাজ ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ করা।
 
✔ রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ সেখানে হেপারিন নামে এক পদার্থ সংবহিত হয়।

- ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।
- এ দিন বাংলাদেশের সাথে গ্রামাডা (১৩৭) ও গিনি বিসাউ (১৩৮) সদস্যপদ লাভ করে।
- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তবে এর প্রশাসনিক রাজধানী হল পুত্রজায়া।
- মালি ও মালদ্বীপের রাজধানী যথাক্রমে বামাকো ও মালে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- জসীমউদ্দীন রচিত প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) এর ১৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা ‘কবর’, যা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
- তিনি কলেজে অধ্যয়নকালে কবিতাটি রচনা করেন, যা তাঁর ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- মাত্রাবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটিতে ১১৮টি পক্তি আছে।
- প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ 'কবর' কবিতার মূল বিষয়।
- কবিতাটির বিখ্যাত পঙ্ক্তি- ' ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, / অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে ।
- এম এ মুহিত  (জন্ম: ৪ জানুয়ারি, ১৯৭০) ২০১১ সালের ২১ মে, দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন এবং তিনি দুইবার এভারেস্ট জয় করেন। 
- এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করার কৃতিত্ব অর্জন করেন।
- বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার (১৯মে, ২০১২),
- দ্বিতীয় এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন।
- ১৯৭১ সালের ১১ই এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এর মধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর।
- দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো।
- ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।
- যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন।
- পাম অর্থাৎ হাটের তালুর মধ্যে রেখে কাজ করা যায় এমন সাইজের কম্পিউটারকে পামটপ কম্পিউটার বা পামপিসি বলা হয় ।
- একে পকেট পিসি বা Personal Digital Assistance (PDA)-ও বলা হয়।
- পামটপ এক ধরনের ছোট কম্পিউটার যা হাতের তালুতে নিয়ে কাজ করা যায় ওজন মাত্র ১৭০ গ্রাম।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
- এতে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি (পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক) এবং সৈয়দ নজরুল ইসলাম কে উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধু অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি, সশস্ত্র ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক) নিযুক্ত করা হয়।
- তাজউদ্দিন আহমদকে মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
- ক্যাপ্টেন এম. মনসুর আলী অর্থ-বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
- চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত 'গ্রেট হল।
- এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস -এর পার্লামেন্ট ভবন।
- গ্রেট হলের সাথে সাদৃশ্য রয়েছে এরুপ দুটি স্থাপনা হলো 'হোয়াইট হল' (লন্ডন) ও 'ইন্ডিপেন্ডেন্স হল (যুক্তরাষ্ট্র)।
- কোন একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত অপরদিকে দিন হয়।
- অর্থাৎ পৃথিবীর একদিকে আলোকিত থাকে এবং অপরদিকে অন্ধকার থাকে।
- পৃথিবীর এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
- রপ্তানি পণ্য হিসেবে চিংড়ির অপার সম্ভাবনা ও বহির্বিশ্বে ব্যাপক চাহিদার কারণে একে বাংলাদেশের ‘White Gold' বলা হয়।
- দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয় বাগেরহাটে ১৫ মার্চ ২০১১ সালে।
- খুলনা অঞ্চলকে চিংড়ি চাষের জন্য 'কুয়েত সিটি' বলা হয়।
- ১৯৭৬ সাল থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ শুরু হয়।
- ৮০ দশক থেকে বিদেশে চিংড়ি রপ্তানি শুরু করে।
- মানবসভ্যতার শুরু হয় কৃষিভিত্তিক সমাজের প্রতিষ্ঠা থেকে।
- পুরোপলীয় যুগের শেষে মানুষ শিকার-সংগ্রহের জীবনযাত্রা ছেড়ে কৃষিভিত্তিক জীবনযাত্রায় চলে আসে।
- এতে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে।
- মানুষ বসতি স্থাপন করতে শুরু করে, পশুপালন শুরু করে, এবং নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে।
- এসব পরিবর্তনের ফলে মানুষ আরও উন্নত ও সভ্য হয়ে ওঠে।
- কৃষিভিত্তিক সমাজের প্রতিষ্ঠা মানবসভ্যতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
- এটি মানব ইতিহাসের একটি নতুন যুগের সূচনা করে।
- বিডিআর বিদ্রোহ হলো ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালিন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ।
- বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়।
- বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত।
- এটি একটি আধা-সামরিক বাহিনী যার প্রধান কাজ বাংলাদেশের সীমানা পাহারা দেয়া।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ইন্টারনেট হচ্ছে অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক।
- সারা বিশ্বকে ‘গ্লোবাল ভিলেজ’-এর ধারণায় ধাবিত করছে ইন্টারনেট।
- 'ARPANET' দিয়ে ইন্টারনেট দিয়ে কার্যক্রম শুরু হয়।
- 'ARPANET' এর পূর্ণরূপ হচ্ছে 'Advanced Research Projects Agency Network'.
- 'ARPANET' এর প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর Advanced Research Projects Agency Network (ARPANET) নামে চালু করে।
আবহাওয়া ও জলবায়ুর বৈজ্ঞানিক পাঠ সংক্রান্ত বিদ্যাকে Meteorology (আবহাওয়াবিজ্ঞান) বলে ।
- ১৯৭২ সালে প্রণীত হওয়ার পর বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত ১৭ বার সংশোধন হয়েছে।
- প্রথম থেকে চতুর্থ সংশোধনী আনা হয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন প্রথম আওয়ামী লীগ আমলে।
- পঞ্চম ও ষষ্ঠ সংশোধনী আনা হয় যথাক্রমে জিয়াউর রহমান ও বিচারপতি আবদুস সাত্তার ক্ষমতায় থাকাকালে।
- সপ্তম, অষ্টম, নবম ও দশম সংশোধনী আনা হয় হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সময়ে।
- একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ সংশোধনী আনা হয় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের দুই আমলে।
- পঞ্চদশ, ষোড়শ ও সপ্তদশ সংশোধনী আনা হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আমলে।

- এর মধ্যে ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়।
- সর্বশেষ ২০১৮ সালের ৮ জুলাই জাতীয় সংসদে সংবিধানের ১৭ তম সংশোধনী পাস হয়।
➤ ও এম আর বা অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) এমন একটি ইনপুট ডিভাইস বা যন্ত্র যার সাহায্যে কাগজের ওপর কোনো বিশেষ মার্ক বা দাগ চিহ্নিত করা যায় ।
বর্তমানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের মূল্যায়ন ওই যন্ত্রের সাহায্যে করা হয়।
➤ ওয়েবক্যামের ব্যবহার ওয়েবক্যাম (Webcam) হচ্ছে ডিজিটাল ক্যামেরার একটি বিশেষ রূপ।
 এটি এমন একটি হার্ডওয়্যার যার সাহায্যে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়।
- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।
- এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়। ফলে দেহের রােগ প্রতিরােধ ক্ষমতা লােপ পায়।
- এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়ে হলাে এইডস।
- মানব দেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করার ৬ মাস থেকে ১০ বছরের মধ্যে শরীরে এইডসের লক্ষণ প্রকাশ পায়। এইডস রােগের কোন নির্দিষ্ট লক্ষণ নেই।
logx324 = 4 
x4 = 324 
x4 = 34 × 22
x4 = 34  × {(√2)2}2
x4 = 34 × (√2)4
x4 = (3√2)4
x = 3√2
১ম রাশি = a3 - 1
           = a3 - 13
           = (a - 1)(a2 + a + 1)

২য় রাশি  = 1 + a3
            =  a3 + 13
            = (a + 1)(a2 - a  + 1)

৩য় রাশি = 1 + a2 + a4
           = a4 + 2a2 + 1  - a2
           = (a2 + 1)2 - a2
           = (a2 + 1 + a)(a2 + 1 - a)
           = (a2 + a + 1)(a2 - a + 1)

নির্ণেয় ল.সা.গু = (a - 1)(a2 + a + 1)(a + 1)(a2 - a  + 1)
                   = (a3 - 1)(a3 + 1)
                    = (a3)2 - 12
                     = a6 - 1
(2x - 6, 5) = (4, 2y - 5)

এখানে 
2x - 6 = 4
2x = 6 + 4
2x = 10
x = 5

আবার 
2y - 5 = 5
2y = 5 + 5
2y = 10
y = 5

(x, y) = (5, 5)
দেওয়া আছে, x + 1/x= 2
∴ x3+ 1/x= (x + 1/x)3 - 3.x.1/x (x + 1/x)
                = 23 - 3.2
                = 8 - 6
                = 2

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
(√3)6 ={(√3)2}3
         = 33
         = 27
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0