- রানি দ্বিতীয় এলিজাবেথ ২১ এপ্রিল, ১৯২৬ সালে রাজা জর্জের রাজত্বকালে লন্ডনের বার্কলে স্কয়ারে জন্মগ্রহণ করেন। - রানির পুরো নাম এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর। - রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর তিনি উত্তরাধিকার সূত্রে ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। - যুক্তরাজ্য ছাড়াও তিনি ১৪ টি দেশ ও অঞ্চলের রানি হিসেবে দায়িত্ব পালন করেন। - এছাড়াও তিনি ৫৬ সদস্যের জোট কমনওয়েলথের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। - রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বকালে ব্রিটেনে ১৬ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। - ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজশাসক রানি এলিজাবেথ ৮ সেপ্টেম্বর, ২০২২ সালে ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। - ১৯ সেপ্টেম্বর, ২০২২ সালে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
- ২০১২ সালের ১৪ মার্চ ইটলস বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়। - ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা ওপর বাংলাদেশ অধিকার লাভ করে।
-১৭৮৪ সালের ১৫ জানুয়ারি ভারততত্ত্ববিদ স্যার উইলিয়াম জোনস ব্রিটিশ ভারতের তদানীন্তন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। -ভারতের তদানীন্তন গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিলেন এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক। -বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২ সালের ৩ জানুয়ারি ‘এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান’ নামে প্রতিষ্ঠিত হয়। -দেশ স্বাধীনের পর এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নামধারণ করে। - বাংলাদেশের রাষ্ট্রপতি এ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক। - ‘বাংলাপিডিয়া’ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ২০০৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- রক্ত লাল রঙের তরল যোজক কলা / টিস্যু । অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা । - একজন পূর্ণবয়স্ক সুস্থ পুরুষ মানুষের দেহে প্রায় ৫ - ৬ লিটার রক্ত থাকে যা মোট ওজনের ৮ % । - একজন পূর্ণবয়স্ক সুস্থ মহিলা মানুষের দেহে প্রায় ৪.৫ - ৫.৫ লিটার রক্ত থাকে যা মোট ওজনের ৭ - ৮ % । - রক্ত সামান্য ক্ষারীয় , চটচটে এবং অস্বচ্ছ । মানবদেহে গড়ে রক্তের পরিমাণ ৫ লিটার । - রক্তের pH মাত্রা ৭.৩৫ - ৭.৪৫ এবং তাপমাত্রা 98.4 ডিগ্রী ফারেনহাইট / 36 - 38 C । - রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি ( প্রায় - ১.০৬৫ ) । - হেপারিন নামক পদার্থের কারনে মানবদেহে রক্ত জমাট বাঁধতে পারে না । - স্বাভাবিকভাবে দেহে কোথাও কেঁটে গেলে রক্ত জমাট বাঁধতে ৪ -৫ মিনিট সময় লাগে ।
ধূমকেতু উজ্জ্বল মস্তক বিশিষ্ট একটি জ্যোতিষ্ক যার পশ্চাতে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ উজ্জ্বল বাস্পময় বা ধূলিকণাময় গুচ্ছ থাকে । ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমণ্ড হ্যালি ১৬৮২ সালে ধূমকেতু পর্যবেক্ষণ করেন ।তাই তার নামানুসারে এর নামকরণ করা হয় হ্যালির ধূমকেতু ।
♦ হ্যালির ধূমকেতু দেখা গেছে— ১৭৫৯, ১৮৩৫, ১৯১০ ও ১৯৮৬ সালে।
♦ হ্যালির ধুমকেতু দেখা যায়— ২৪০ খ্রিস্টপূর্ব অব্দ থেকে।
♦ পরবর্তী হ্যালির ধূমকেতু দেখা যাবে— ২০৬২ সালে। ♦ হ্যালির ধূমকেতু ৭৬ বছর পরপর দেখা যায়।
✔ রক্ত শিরা বা ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। দেহের প্রতিটি টিস্যুতে পৌঁছে দেয় খাবার ও অক্সিজেন।
✔ লোহিত রক্তকণিকার কাজ হলো দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল-ক্ষারের সমতা বজায় রাখা এবং নিষ্কাশনের জন্য কার্বন ডাই-অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা। অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা।
✔ সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে ভিটামিন ‘কে’ পাওয়া যায়। দেহে ‘ভিটামিন কে’ প্রথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে। প্রথ্রোম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
✔ পরপর অনেকগুলি উৎসেচক ও তাদের কোফ্যাকটরের স্তরীভূত শৃঙ্খল বিক্রিয়ার দ্বারা শেষে থ্রম্বিন নামক একটি উৎসেচকের বিস্ফোরক মাত্রায় উৎপাদন ঘটলে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন জমাট তৈরি হয়ে তার মধ্যে অণুচক্রিকা ও অন্যান্য রক্তকণিকা আটকা পড়ে তঞ্চন-পিণ্ড তৈরি হয়। শরীরের মধ্যে তঞ্চনের কাজ ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ করা।
✔ রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ সেখানে হেপারিন নামে এক পদার্থ সংবহিত হয়।
- ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। - এ দিন বাংলাদেশের সাথে গ্রামাডা (১৩৭) ও গিনি বিসাউ (১৩৮) সদস্যপদ লাভ করে।
- জসীমউদ্দীন রচিত প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) এর ১৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা ‘কবর’, যা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। - তিনি কলেজে অধ্যয়নকালে কবিতাটি রচনা করেন, যা তাঁর ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। - মাত্রাবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটিতে ১১৮টি পক্তি আছে। - প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ 'কবর' কবিতার মূল বিষয়। - কবিতাটির বিখ্যাত পঙ্ক্তি- ' ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, / অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে ।
- এম এ মুহিত (জন্ম: ৪ জানুয়ারি, ১৯৭০) ২০১১ সালের ২১ মে, দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন এবং তিনি দুইবার এভারেস্ট জয় করেন। - এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করার কৃতিত্ব অর্জন করেন। - বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার (১৯মে, ২০১২), - দ্বিতীয় এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন।
- ১৯৭১ সালের ১১ই এপ্রিল মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে। - এর মধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। - দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো। - ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না। - যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন।
- পাম অর্থাৎ হাটের তালুর মধ্যে রেখে কাজ করা যায় এমন সাইজের কম্পিউটারকে পামটপ কম্পিউটার বা পামপিসি বলা হয় । - একে পকেট পিসি বা Personal Digital Assistance (PDA)-ও বলা হয়। - পামটপ এক ধরনের ছোট কম্পিউটার যা হাতের তালুতে নিয়ে কাজ করা যায় ওজন মাত্র ১৭০ গ্রাম।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। - এতে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি (পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক) এবং সৈয়দ নজরুল ইসলাম কে উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধু অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি, সশস্ত্র ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক) নিযুক্ত করা হয়। - তাজউদ্দিন আহমদকে মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। - ক্যাপ্টেন এম. মনসুর আলী অর্থ-বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
- চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত 'গ্রেট হল। - এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস -এর পার্লামেন্ট ভবন। - গ্রেট হলের সাথে সাদৃশ্য রয়েছে এরুপ দুটি স্থাপনা হলো 'হোয়াইট হল' (লন্ডন) ও 'ইন্ডিপেন্ডেন্স হল (যুক্তরাষ্ট্র)।
- কোন একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত অপরদিকে দিন হয়। - অর্থাৎ পৃথিবীর একদিকে আলোকিত থাকে এবং অপরদিকে অন্ধকার থাকে। - পৃথিবীর এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
- রপ্তানি পণ্য হিসেবে চিংড়ির অপার সম্ভাবনা ও বহির্বিশ্বে ব্যাপক চাহিদার কারণে একে বাংলাদেশের ‘White Gold' বলা হয়। - দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয় বাগেরহাটে ১৫ মার্চ ২০১১ সালে। - খুলনা অঞ্চলকে চিংড়ি চাষের জন্য 'কুয়েত সিটি' বলা হয়। - ১৯৭৬ সাল থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ শুরু হয়। - ৮০ দশক থেকে বিদেশে চিংড়ি রপ্তানি শুরু করে।
- মানবসভ্যতার শুরু হয় কৃষিভিত্তিক সমাজের প্রতিষ্ঠা থেকে। - পুরোপলীয় যুগের শেষে মানুষ শিকার-সংগ্রহের জীবনযাত্রা ছেড়ে কৃষিভিত্তিক জীবনযাত্রায় চলে আসে। - এতে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। - মানুষ বসতি স্থাপন করতে শুরু করে, পশুপালন শুরু করে, এবং নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে। - এসব পরিবর্তনের ফলে মানুষ আরও উন্নত ও সভ্য হয়ে ওঠে। - কৃষিভিত্তিক সমাজের প্রতিষ্ঠা মানবসভ্যতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। - এটি মানব ইতিহাসের একটি নতুন যুগের সূচনা করে।
- বিডিআর বিদ্রোহ হলো ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালিন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ। - বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়। - বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত। - এটি একটি আধা-সামরিক বাহিনী যার প্রধান কাজ বাংলাদেশের সীমানা পাহারা দেয়া।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ইন্টারনেট হচ্ছে অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক। - সারা বিশ্বকে ‘গ্লোবাল ভিলেজ’-এর ধারণায় ধাবিত করছে ইন্টারনেট। - 'ARPANET' দিয়ে ইন্টারনেট দিয়ে কার্যক্রম শুরু হয়। - 'ARPANET' এর পূর্ণরূপ হচ্ছে 'Advanced Research Projects Agency Network'. - 'ARPANET' এর প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে। - যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর Advanced Research Projects Agency Network (ARPANET) নামে চালু করে।
- ১৯৭২ সালে প্রণীত হওয়ার পর বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত ১৭ বার সংশোধন হয়েছে। - প্রথম থেকে চতুর্থ সংশোধনী আনা হয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন প্রথম আওয়ামী লীগ আমলে। - পঞ্চম ও ষষ্ঠ সংশোধনী আনা হয় যথাক্রমে জিয়াউর রহমান ও বিচারপতি আবদুস সাত্তার ক্ষমতায় থাকাকালে। - সপ্তম, অষ্টম, নবম ও দশম সংশোধনী আনা হয় হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সময়ে। - একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ সংশোধনী আনা হয় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের দুই আমলে। - পঞ্চদশ, ষোড়শ ও সপ্তদশ সংশোধনী আনা হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আমলে।
- এর মধ্যে ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়। - সর্বশেষ ২০১৮ সালের ৮ জুলাই জাতীয় সংসদে সংবিধানের ১৭ তম সংশোধনী পাস হয়।
➤ ও এম আর বা অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) এমন একটি ইনপুট ডিভাইস বা যন্ত্র যার সাহায্যে কাগজের ওপর কোনো বিশেষ মার্ক বা দাগ চিহ্নিত করা যায় । বর্তমানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের মূল্যায়ন ওই যন্ত্রের সাহায্যে করা হয়। ➤ ওয়েবক্যামের ব্যবহার ওয়েবক্যাম (Webcam) হচ্ছে ডিজিটাল ক্যামেরার একটি বিশেষ রূপ। এটি এমন একটি হার্ডওয়্যার যার সাহায্যে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়।
- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়। - এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে। - বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি। - এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।
- এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়। ফলে দেহের রােগ প্রতিরােধ ক্ষমতা লােপ পায়। - এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়ে হলাে এইডস। - মানব দেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করার ৬ মাস থেকে ১০ বছরের মধ্যে শরীরে এইডসের লক্ষণ প্রকাশ পায়। এইডস রােগের কোন নির্দিষ্ট লক্ষণ নেই।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।