'মহাকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?

A তুর্কি

B আরবি

C ফার্সি

D ফরাসি

Solution

Correct Answer: Option B

'মহাকুমা (মহকুমা) শব্দটি আরবি ভাষার শব্দ। আরবি ভাষার আরো কয়েকটি শব্দ – কিয়ামত, গোসল, হাদিস, হালাল, হারাম, বাকি, কলম, নগদ, উকিল, আদালত।

তুর্কি ভাষার কয়েকটি শব্দ – চাকু, ভোগ, উজবুক, বাবা, বেগম, সওগাত।

ফারসি ভাষার কয়েকটি শব্দ – নামাজ, রোজা, নালিশ, নমুনা, হাঙ্গামা, চশমা, দফতর।

ফরাসি ভাষার কয়েকটি শব্দ—কুপন, ডিপো, রেস্তোরাঁ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions