Solution
Correct Answer: Option D
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই- কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি (Apenthesis) বলে ।
- যেমন—আজি > আইজ, সাধু>সাউধ, সত্য > সইত্য, চারি > চাইর।
- স্বরসঙ্গতি ও অভিশ্রুতির অর্থ যথাক্রমে Vowel harmony ও Umlauti