Solution
Correct Answer: Option D
-রূঢ় বা রূঢ়ি শব্দ: প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
-যেমনঃ হরিণ - হরণ করেছে কিন্তু বলতে আমরা হরিণ প্রাণীকেই বুঝি।
-আরো কয়েকটি রূঢ়ি শব্দ—হরিণ, হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ, পাঞ্জাবি।