উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে )বসাতে হবে-
Solution
Correct Answer: Option A
- বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন—সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
- উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন—সাহেব বললেন, 'ছুটি পাবেন না।'