গুণ ও বৃদ্ধি বলা হয় -

A কৃৎ প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে

B কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে

C নাম-প্রকৃতির পরিবর্তনকে

D প্রাতিপাদিকের পরিবর্তনকে

Solution

Correct Answer: Option A

-প্রকৃতির শেষে প্রত্যয় যােগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে গুণ বলে। ই / - ি কার বা ঈ / - কার থাকলে এ / - কার হবে। যেমন -
-লিখ + আ = লেখা,
-নী + তা = নেতা।

-প্রকৃতির শেষে প্রত্যয় যােগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলা হয়। ই / শিকার, ঈ - কার বা এ / কোর থাকলে ঐ / - ৈকার হবে। যেমন -
-বিমান + ষ্ণিক = বৈমানিক,
-নীতি + ষ্ণিক = নৈতিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions