একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর ।
Solution
Correct Answer: Option D
এখানে ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি ৩ ও ১২ ।ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশিটিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্যে সমানুপাতি বলে ।
(দ্বিতীয় রাশি)²=প্রথম রাশি ×তৃতীয় রাশি
(দ্বিতীয় রাশি )²=৩× ১২
দ্বিতীয় রাশি =√৩৬=৬
অতএব ,মধ্য সমানুপাতিক হল =৬।