একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সে মি। অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব ?

A 90⁰

B 42⁰

C 45⁰

D 60⁰

Solution

Correct Answer: Option A

সামান্তিরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আয়তক্ষেত্র বলে ।
আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ।অর্থাৎ AB=CD এবং BD =AC এবং প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ ∠A=∠B=∠C=∠D=90⁰
অন্তর্ভুক্ত কোণ 90⁰ হলে আয়তটি আঁকা সম্ভব

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions