এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ কত ?
Solution
Correct Answer: Option D
ধরি,শরবতের গুড় ও পানির অনুপাত =4x ও 6x
অনুপাতের যোগফল=(4x+6x)=10x
শর্তমতে,
10x =100
⇒ x = 100/10
∴ x = 10
গুড়=৪ x 10 = 40
পানি= 6 x 10 = 60
∴ গুড় = 40%