ই-৮ পৃথিবীর কোন ধরনের ৮ টি দেশকে নির্দেশ করে?

A সবচেয়ে দরিদ্র ৮ টি দেশ

B সবচেয়ে শিল্পোন্নত ৮ টি দেশ

C সবচেয়ে উন্নত ৮ টি দেশ

D সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮ টি দেশ

Solution

Correct Answer: Option D

ই-৮ হলো পরিবেশ দূষণকারী ৮ টি দেশ।এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র,ইউরোপীয় ইউনিয়ন,চীন,রাশিয়া,জাপান,ভারত,দক্ষিন আফ্রিকা, ও ব্রাজিল । এই দেশগুলো মোট গ্রীণহাউজ গ্যাসের ৭০% নিঃসরণ করে থাকে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions