ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
A মেক্সিকো
B জাপান
C ইতালি
D রাশিয়া
Solution
Correct Answer: Option C
- ভিসুভিয়াস আগ্নেয়গিরি ইতালির দক্ষিণ-পশ্চিমে নেপালস প্রদেশে অবস্থিত সুপ্ত আগ্নেয়গিরি।
- ৭৯ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের অন্যতম শহর পম্পেইসহ কয়েকটি শহর এ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়েছিলো ।