জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
A WTO
B MIGA
C World Bank
D UNCTAD
Solution
Correct Answer: Option D
- উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণের জন্য ১৯৬৪ সালে UNCTAD গঠিত হয়।
- এটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।