কমনওয়েলথ (35 টি প্রশ্ন )

- কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন। এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- আর্ন্তজার্তিক সংগঠন হিসেবে কমনওয়েলথের কোনা লিখিত সংবিধান নেই।
- রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যুর পর রাজসিংহাসনের দায়িত্ব গ্রহণ করেছেন তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে কমনওয়েলথ যুক্তরাজ্য, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ ৫৪ টি দেশ নিয়ে গঠিত। এটি সর্বপ্রথম ১৯২৬ সালে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ১৯৪৯ সালে। কমনওয়েলথ এর আদি নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন। কমনওয়েলথের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৬ সালে, লন্ডন, যুক্তরাজ্য।।

- ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত কমনওয়েলথের সকল সভা লন্ডনেই অনুষ্ঠিত হতো। কিন্তু পরে সরকার প্রধানদের সভা ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয় এবং স্বাগতিক দেশের সরকার প্রধান ওই সভায় সভাপতিত্ব করেন। 
বর্তমান সভার নাম-Commonwealth Heads of Government Meeting (১৯৭১ সালে থেকে)
আগের সভার নাম- Commonwealth Prime Ministers' Conference (১৯৪৯-১৯৭১ সাল আগ পর্যন্ত)

∎ কমনওয়েলথ প্রধান- সেক্রেটারি জেনারেল বা মহাসচিব।
∎ কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহের সর্বোচ্চ কূটনীতিকদের হাইকমিশনার।
∎ UNDP প্রধান - এডমিনিস্ট্রেটর বা প্রশাসক।
∎ আন্তর্জাতিক শ্রমসংস্থা (ILO)- এর প্রধান 'ডিরেক্টর জেনারেল বা ব্যবস্থাপনা পরিচালক'।
∎ UNHCR এর প্রধান হাইকমিশনার। 
কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সম্রাজ্যযভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৪ টি দেশ। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত।

যুক্তরাজ্যের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়। ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। কমনওয়েলথের বর্তমান প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য। সর্বশেষ সদস্য রুয়ান্ডা। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে।

কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি। ১৯৭২ সালে যখন যোগদান করেছিল তখন ৩২তম সদস্য হিসেবে করে যোগদান করে। কারণ ঐ সময় পূর্বে যোগদান করা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান কমনওয়েলথ থেকে সরে যায় । দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সরে ও ১৯৯৪ সালে যোগদান ও পাকিস্তান ১৯৮৯ সালে পুনরায় কমনওয়েলথ এ যোগদান করলে তারা তাদের পূর্বের ক্রমে ফিরে যাওয়ায় বাংলাদেশ এখন ৩৪তম সদস্য দেশ ।
 
বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ দুটি-মোজাম্বিক ও রুয়ান্ডা। আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, মিয়ানমার, জিম্বাবুয়ে ও আরব বিশ্বের দেশসমূহ।
 
সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়।

-কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
-আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
-বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
-এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন।

-বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ চারটি।
  যথা- মোজাম্বিক, রুয়ান্ডা , গ্যাবন ও টোগো ।
আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।

সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন






কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র সমূহ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।  এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশন্স গঠিত হয়।
 
সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন ও ৫৬ তম = টোগো।  ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
-আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
-বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
-এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন।
-বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ চারটি।
  যথা- মোজাম্বিক, রুয়ান্ডা , গ্যাবন ও টোগো ।
আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।
সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়
- সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে এর সকল সিদ্ধান্ত গৃহীত হয়।



কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬। এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন।
বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ দুটি। যথা- মোজাম্বিক ও রুয়ান্ডা। আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।
 
সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়







ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0