অন্যান্য (1872 টি প্রশ্ন )
- নব্য উদারতাবাদ ধারণাটি বিকাশ লাভ করে ১৯৯০ এর দশকে।
- রবার্ট কোহেন এবং জোসেফ নাই ধারণাটি ব্যাখ্যা করেন।
- বাণিজ্য উদারীকরণের জন্য নব্য উদারতাবাদ আঞ্চলিক সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার উপর গুরুত্ব প্রদান করে।
- আন্তর্জাতিক সম্পর্কে শুধু রাষ্ট্রই নয় বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এনজিও মাল্টিন্যাশনাল কর্পোরেশন সংস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ।
- এ কারণে অনেক স্কলার নব্য উদারতাবাদকে Liberal institutionalism বা উদার প্রতিষ্ঠানবাদও বলে থাকেন।
- আধুনিক সামরিক বাহিনীতে স্যাটেলাইটের ব্যবহার এখন ব্যাপক, এবং তারা যোগাযোগ ও বুদ্ধিমত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- সবচেয়ে বেশি সামরিক উপগ্রহের দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, যার রয়েছে ২৪৭টি।
- চীন ১৫৭টি নিয়ে দ্বিতীয় স্থানে এবং ১১০টি নিয়ে রাশিয়া তৃতীয় স্থানে রয়েছে।

- স্যার হ্যালফোর্ড ম্যাকাইন্ডার একজন বিখ্যাত ব্রিটিশ ভূ-রাজনৈতিক তাত্ত্বিক ছিলেন, যিনি তার "হিয়ার্টল্যান্ড থিওরি" (Heartland Theory) এর মাধ্যমে ভূ-রাজনীতি বিষয়ে বিশেষ অবদান রেখেছেন।

- ম্যাকাইন্ডারের মতে, "যে পূর্ব ইউরোপ শাসন করবে, সে হ্রদভূমি নিয়ন্ত্রণ করবে; যে হ্রদভূমি নিয়ন্ত্রণ করবে, সে পুরো বিশ্বদ্বীপ করবে, যে বিশ্বদ্বীপ শাসন করবে, সে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে"
- আঞ্চলিক সমু্দ্রের ভিত্তিরেখা থেকে স্থলভাগ পর্যন্ত যে জলরাশি তা উপকূলবর্তী রাষ্ট্রের অভ্যন্তরীণ জলরাশি।

-  একটি দেশ তার উপকূল থেকে ১২ নটিক্যাল মাইলের মধ্যে নিয়ন্ত্রণের অধিকার রাখে।

- তবে দেশটি তার কাস্টম, অভিবাসন, আর্থিক ও স্বাস্থ্য নিরাপত্তাগত আইন লংঘনের ক্ষেত্রে সংলগ্ন ২৪ নটিক্যাল মাইল পর্যন্ত অংশে লংঘনকারীকে শাস্তি দিতে পারে।

- সব দেশ তার একান্ত অর্থনৈতিক এলাকার (ইইজেড) সব অর্থনৈতিক সম্পদের অধিকারী যা তার উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) পর্যন্ত বিস্তৃত।
নাৎসিবাদ:
• পরিচয়- উগ্র জাতীয়তাবাদ
• অপর নাম - নাজিবাদ বা জাতীয় সমাজতন্ত্র
• প্রবক্তা - জার্মান চ্যান্সেলর ফ্যুয়েরার এডলফ হিটলার
• হিটলার নাৎসিবাদের ধারণা দেন - মেইন ক্যাম্প আত্মজীবনীতে 
• নাৎসিবাদের মূলকথা - জার্মানরাই প্রকৃত ও নিখুঁত ‘আর্য’ এবং সৃষ্টির শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠত্বের জন্য জার্মানরাই বিশ্বের সকল জাতির উপর প্রভুত্ব করবে এটাই দৈব নির্ধারিত
• নাৎসিদের শত্রু - ইহুদিবাদ
- দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) কর্তৃক নির্ধারিত ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস র‍্যাঙ্কিং-এ ২০২৩ সালে ডেনমার্ক সর্বোচ্চ স্থান অধিকার করেছে।
- WEF-এর Global Competitiveness Report 2023 অনুসারে, ডেনমার্কের পরে সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন এবং নেদারল্যান্ডস যথাক্রমে 2, 3, 4 এবং 5 নম্বরে রয়েছে।
- বাংলাদেশ এই র‍্যাঙ্কিং-এ 104 নম্বরে অবস্থান করেছে।

র‍্যাঙ্কিং-এর শীর্ষ 10টি দেশ:
- ডেনমার্ক
- সুইজারল্যান্ড
- সিঙ্গাপুর
- সুইডেন
- নেদারল্যান্ডস
- মার্কিন যুক্তরাষ্ট্র
- জার্মানি
- হংকং
- জাপান
- ফিনল্যান্ড
- মার্কিন যুক্তরাষ্ট্রে, ইলেক্টোরাল কলেজ হল প্রেসিডেন্ট নির্বাচনকারীদের একটি দল যা প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ভোট দেওয়ার জন্য গঠিত হয়।
- প্রক্রিয়াটি মার্কিন সংবিধানের ২ অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ।
- প্রতিটি রাজ্য তার আইনসভা দ্বারা বর্ণিত পদ্ধতির অধীনে নির্বাচকদের নিয়োগ করে , সংখ্যায় তার কংগ্রেসের প্রতিনিধিদলের (প্রতিনিধি এবং সেনেটর) মোট ৫৩৫ জন নির্বাচক।
- ১৯৬১ সালের একটি সংশোধনী কলাম্বিয়ার ফেডারেল ডিস্ট্রিক্টকে তিনজন নির্বাচক মঞ্জুর করে।
- বর্তমান ৫৩৮ জন নির্বাচকের মধ্যে, রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে ২৭০ বা তার বেশি নির্বাচনী ভোটের একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
- যদি কোনো প্রার্থী সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তাহলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য এবং সিনেট দ্বারা ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য একটি আনুষঙ্গিক নির্বাচন অনুষ্ঠিত হয় ।
- সিনেটর এবং প্রতিনিধি সহ ফেডারেল অফিস হোল্ডাররা নির্বাচক হতে পারে না।
• ২০২০ সালের ৪ আগস্ট লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। 
• এ ঘটনায় চার হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- নৈরাজ্যবাদ একটি রাজনৈতিক দর্শন যা রাষ্ট্রের বিরোধিতা করে। নৈরাজ্যবাদীরা বিশ্বাস করেন যে রাষ্ট্র সহিংসতার উপর ভিত্তি করে তৈরি এবং এটি শোষণ ও অত্যাচারের হাতিয়ার।
- নৈরাজ্যবাদীরা বিশ্বাস করেন যে রাষ্ট্রের অস্তিত্ব থাকলে সত্যিকারের স্বাধীনতা ও সমতা অর্জন করা সম্ভব নয় এবং মানুষ স্বেচ্ছায় এবং সহযোগিতার ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারে।
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হল (APEC- Asia Pacific Economic Co-operation)
- এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে।
- এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
- এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি।
- ইসরাইল মুসলিম বিশ্বে একটি ক্যান্সার সদৃশ্য।
- আমেরিকা, ব্রিটেনসহ সাম্রাজ্যবাদীরা ইসরাইল নামের এই অপশক্তির বীজ বপন করেছে।

- টাইম নিউ ইয়র্ক সিটি ভিত্তিক একটি আমেরিকান সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন।
- প্রায় এক শতাব্দী ধরে প্রকাশিত হয়ে আসছে।
- এটি প্রথম 3 মার্চ, 1923 সালে নিউ ইয়র্ক সিটিতে প্রকাশিত হয়েছিল
- এতির প্রতিষ্ঠাতা হ্যাডেন এবং হেনরি লুস।
- The secret torture cell of Guantanamo Bay Jail of the USA Army is known as Camp 7.
- It is a high-security section of the Guantanamo Bay detention camp that is used to house detainees who are considered to be the most dangerous and high-value.
- Camp 7 is also known as the "Camp of Secrets"
- দশ ডিগ্রি চ্যানেলটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর দুটি দ্বীপপুঞ্জ যথা আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে।
- দশ ডিগ্রি চ্যানেল হল একটি প্রণালী বা চ্যানেল।
- এটি ছোট আন্দামান দ্বীপ ও কার নিকোবর দ্বীপের মাঝে অবস্থিত।
- চ্যানেলটি প্রায় ১৫১ কিলোমিটার (৯৪ মা) চওড়া।
• 1898 সালের স্প্যানিশ-আমেরিকান যুদ্ধে পরাজয়ের পর, স্পেন প্যারিস চুক্তিতে ফিলিপাইনের তার দীর্ঘস্থায়ী উপনিবেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে ।
- কার্ল মার্কস-এর মতে দ্বন্দ্বের কারণ বস্তুজগত। মার্কস দ্বন্দ্ববাদকে ভাববাদ এর প্রভাব থেকে মুক্ত করে বস্তুবাদী জগতের গতি, পরিবর্তন, রুপান্তর ও বিকাশের দ্বন্দ্ববাদের প্রয়োগ ঘটান। তাই মার্কসীয় দ্বন্দ্বমূলক পদ্ধতিকে 'দ্বন্দ্বমূলক বস্তুবাদ' বলে।
- মধ্য প্রাচ্যে রাশিয়ার প্রভাব প্রতিহত করার উদ্দেশ্যে আমেরিকার উদ্যোগে এপ্রিল মাসে ১৯৫৫ খ্রিস্টাব্দে বাগদাদ চুক্তি স্বাক্ষরিত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- রাশিয়ার সঙ্গে পূর্ব ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থার সংগতি বিধানের জন্য 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গড়ে ওঠে Council of Mutual Economic Assistance বা COMECON বা CEMA.
- প্রকৃতপক্ষে এই সংগঠনটি ছিল মলোটভ পরিকল্পনার প্রাতিষ্ঠানিক পদক্ষেপ।
- কাস্ত্রোকে হত্যার চেষ্টা বেশির ভাগই হয় ১৯৫৯ থেকে ১৯৬৩ সালের মধ্যে।
- এ সময়ে পাঁচটি ভাগে সিআইএ, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবাহিনী ও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ তাঁকে হত্যার বিভিন্ন চেষ্টা চালায়।
- তাঁকে কিউবার সিংহাসন থেকে নামাতে নেওয়া হয় ‘অপারেশন মঙ্গুজ’ পরিকল্পনা।
- সোভিয়েত খোলানীতি নামে পরিচিত "গ্লাসনস্ত"।
- গ্লাসনস্ত ছিল সোভিয়েত ইউনিয়নের একটি রাজনৈতিক সংস্কার যা ১৯৮৭ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভের নেতৃত্বে চালু হয়েছিল।
- গ্লাসনস্তের লক্ষ্য ছিল সোভিয়েত সমাজে স্বচ্ছতা এবং মুক্তির বিস্তার ঘটানো।
- পবিত্র আল-আকসা মসজিদ বা বায়তুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত।
- তবে জেরুজালেমের এই জায়গাটিকে পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরাও।
- ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত।
- বর্তমানে এটি মসজিদটি ইসরাইল অধিকৃত।
- মসজিদটি নির্মাণ করেন হযরত সুলাইমান ( আ)। ১৯৬৯ সালে ইহুদীরা এই মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়।
-পিসিআর মানে polymerase chain reaction। 
-এটি একটি আণবিক জীববিজ্ঞান কৌশল যা একটি নির্দিষ্ট ডিএনএ ক্রম প্রসারিত করে। এই কৌশলটি করোনাভাইরাসের মতো ভাইরাসের উপস্থিতি সনাক্ত করতে ব্যবহৃত হয়। 
-পিসিআর একটি অত্যন্ত সংবেদনশীল পরীক্ষা, যার অর্থ এটি খুব অল্প পরিমাণে ডিএনএ সনাক্ত করতে পারে। 
-পিসিআর একটি নির্দিষ্ট পরীক্ষা, যার অর্থ এটি শুধুমাত্র নির্দিষ্ট ভাইরাসের ডিএনএ সনাক্ত করতে পারে যা এটি সনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। 
-পিসিআর এর মাধ্যমে অপেক্ষাকৃত দ্রুত (সাধারণত কয়েক ঘন্টার মধ্যে) ফলাফল পাওয়া যায়
 
অন্যান্য অপশনগুলি করোনাভাইরাস সনাক্ত করতে ব্যবহৃত মেশিন টুল নয়। 
-ELLSA হল একটি এনজাইম-সংযুক্ত ইমিউনোসর্বেন্ট অ্যাস, 
-CFT হল একটি পরিপূরক ফিক্সেশন পরীক্ষা, এবং 
-RIMR হল একটি দ্রুত ইমিউনোক্রোমাটোগ্রাফিক অ্যাস। 
এই পরীক্ষাগুলি করোনভাইরাস সনাক্ত করতেও ব্যবহৃত হয়, তবে সেগুলি মেশিন টুল নয়। 

-১৯৫৭ সালের ৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ১ উৎক্ষেপণ করে।
-স্পুটনিক ১ তার কক্ষপথ পরিবর্তন পরিমাপের মাধ্যমে উচ্চ বায়ুমণ্ডলীয় স্তরগুলির ঘনত্ব শনাক্ত করতে সহায়তা করে এবং আয়নমণ্ডলে রেডিও-সংকেত বিতরণের তথ্য সরবরাহ করে।
-চীন হচ্ছে সবচেয়ে বড় কার্বন নির্গমনকারী, 
-পৃথিবীর সমগ্র নির্গমনের এক চতুর্থাংশই আসছে চীন থেকে। 
-প্রধানত কয়লা নির্ভরতার কারণে তাদের কার্বন নির্গমন এখনো বাড়ছে।

- পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা বাংলাদেশে প্রতি লিটারে দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম। 
-২০১০ খ্রিষ্টাব্দের ২২ মার্চে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের ৬১ টি জেলার নলকূপের পানি পরিক্ষার তথ্য পরিবেশিত হয়। এ থেকে জানা যায়, ৬১ টি জেলার ২৩৩টি উপজেলার ২,০০০ ইউনিয়নের ৩১,৪৯৭টি গ্রাম আর্সেনিক দূষণের শিকার।

- ভারতের আইনসভার  -সংসদ  
- নেপালের আইনসভার নাম কি- কংগ্রেস বা পঞ্চায়েত 
- ভুটানের আইনসভার  - সোংডু 
-বাংলাদেশের আইনসভার - জাতীয় সংসদ 
- পাকিস্তানের আইনসভার -জাতীয় পরিষদ বা সিনেট 
- মালদ্বীপের আইনসভার নাম কি ? - মজলিস 
- ইরানের আইনসভার নাম- মজলিস 
- মালেশিয়ার আইনসভার নাম - মজলিস 
- চীনের আইনসভার নাম  - কংগ্রেস 
- জাপানের আইনসভার নাম- ডায়েট 
- যুক্তরাষ্ট্রের আইনসভার নাম - কংগ্রেস .
- ডেনমার্কের আইনসভার নাম - ফোকেট


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0