পদক (48 টি প্রশ্ন )
- বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও সমাজ উদ্যোক্তা মুহাম্মদ ইউনূস প্রথম বাংলাদেশি হিসেবে রাজা তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড লাভ করেছেন।
- এই পুরস্কারটি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের নামে প্রতিষ্ঠিত এবং এটি মানবতার সেবায় অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয়।
- মুহাম্মদ ইউনূসের মাইক্রোক্রেডিট ও গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাপী যে অবদান রয়েছে, তার স্বীকৃতি হিসেবে এই সম্মান দেয়া হয়েছে।
- ২০২৫ সালে লন্ডনে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে অংশগ্রহণের সময় এই পুরস্কারের ঘোষণা আসে, যা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
- মুহাম্মদ ইউনূসের এই অর্জন দেশের সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক হিসেবে বিবেচিত।

নোবেল পুরস্কার ২০২৫

• মোট বিজয়ী: ১৪ জন।
• পুরুষ ১২ জন ও নারী ২ জন।
• পুরস্কার বিতরণী অনুষ্ঠান: ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে)।

বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান:

• চিকিৎসাবিজ্ঞান:
১) মেরি ই. ব্রুনকো (যুক্তরাষ্ট্র)
২) ফ্রেড রামসডেল (যুক্তরাষ্ট্র)
৩) শিমোন সাকাগুচি (জাপান)
অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে যুগান্তকারী গবেষণা।

• পদার্থবিজ্ঞান:
১) জন ক্লার্ক (যুক্তরাষ্ট্র)
২) মিশেল দেভরেট (যুক্তরাষ্ট্র)
৩) জন এম. মার্টিনিস (যুক্তরাষ্ট্র)
অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন নিয়ে গবেষণা।

• রসায়ন:
১) সুসুমু কিতাগাওয়া (জাপান)
২) রিচার্ড রবসন (অস্ট্রেলিয়া)
৩) ওমর এম. ইয়াঘি (যুক্তরাষ্ট্র)
অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOFs) নামে নতুন আণবিক কাঠামো আবিষ্কার।

• সাহিত্য:
১) লাসব্লো ক্রাসনাহোরকাই (হাঙ্গেরি)
অবদান: গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি ও মানবিক শক্তি বিষয়ক সাহিত্যকর্ম।

• শান্তি:
১) মারিয়া কোরিনা মাচাদো (ভেনেজুয়েলা)
অবদান: গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবিচল সংগ্রাম।

• অর্থনীতি:
১) জোয়েল মোকির (যুক্তরাষ্ট্র)
২) ফিলিপ আগিয়োঁ (ফ্রান্স)
৩) পিটার হাউইট (কানাডা)
অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যার তত্ত্ব উপস্থাপন।


১৯০১ সালে নোবেল পুরস্কার প্রদান থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত নোবেল পুরস্কার বিজয়ী নারীর সংখ্যা ৬১ জন। কিন্তু নারীদের মধ্যে মেরি কুরি দুইবার (১৯০৩ ও ১৯১১) নোবেল পুরস্কার পেয়েছেন। সেই হিসেবে মোট নোবেল বিজয়ী নারী ৬০ জন।
- মেরি কুরি  ছিলেন একজন পোলিশ-জন্মগ্রহণকারী ফরাসি পদার্থবিদ।
- তেজস্ক্রিয়তা নিয়ে তাঁর অবিস্মরণীয় কাজের জন্য তিনি বিখ্যাত।
- তিনি প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার জয় করেন এবং একমাত্র নারী যিনি দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেছেন।

- ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে হেনরি বেকারেল ও তাঁর স্বামী পিয়েরে কুরির সাথে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন।
- পরবর্তীতে, ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন, যা একমাত্র তাঁর নামেই ছিল।
- এই দুটি ক্ষেত্রে পুরস্কার পাওয়া তাঁকে ইতিহাসে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।


নোবেল পুরস্কার ২০২৪

• মোট বিজয়ী : ১১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
• পুরুষ ১০ ও নারী ১।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি টাকায় ১২ কোটি ৮০ লাখ)।
• নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১০ ডিসম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে।

বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান:

চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব:
১) ভিক্টর অ্যামব্রোস (যুক্তরাষ্ট্র)
২) গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র)
অবদান: মাইক্রো আরএনএ আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণে। 
ঘোষণা: ক্যারোলিনস্কা ইনস্টিটিউট


পদার্থবিজ্ঞান:
১) জন জে হপফিল্ড (যুক্তরাষ্ট্র)
২) জিওফ্রে ই হিন্টন (কানাডা)
অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য। 
ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


রসায়ন:
১) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র) [অবদান:কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য] 
২) ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য)
৩) জন এম জাম্পার (যুক্তরাজ্য)
অবদান(২ ও ৩):  প্রোটিনের গঠনে ভবিষ্যদ্বাণীর জন্য
ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


সাহিত্য:
১) হান ক্যাং (দ. কোরিয়া)
অবদান: তীক্ষ্ম কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয়ে মানবজীবনের ভঙ্গুরতা প্রকাশ করে
ঘোষণা: সুইডিশ একাডেমি


শান্তি:
১) নিহন হিদানকিও (জাপান) [প্রতিষ্ঠান] 
অবদান: পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায়
ঘোষণা: নরওয়েজিয়ান নোবেল কমিটি

অর্থনীতি:
১) ড্যারন আসেমোগলু (যুক্তরাষ্ট্র)
২) সাইমন জনসন (যুক্তরাষ্ট্র)
৩) জেমস রবিনসন (যুক্তরাষ্ট্র)
অবদান: বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্য
ঘোষণা: দ্য রয়‍্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স

♦ নোবেল পুরস্কার ২০২৩__
• মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

চিকিৎসা বিজ্ঞানঃ
১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি)
২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র)
করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।

রসায়নঃ
১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন)
২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স)
৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র)
কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।

অর্থনীতিঃ
১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র)
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।

পদার্থবিজ্ঞানঃ
১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র)
২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি)
৩. অ্যান লিয়ের(ফ্রান্স)
পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।

শান্তিঃ
১. নার্গিস মোহাম্মদি(ইরান)
নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।

সাহিত্যঃ
১. জন ফসে(নরওয়ে)
উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য।

- ফুকুওকা পুরস্কার হল একটি জাপানি পুরস্কার যা জাপানের ফুকুওকা শহর দ্বারা প্রদান করা হয়।
- এটি প্রতিবছর সাংস্কৃতিক, শিক্ষাগত, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি ও ব্যবসা, এবং আন্তর্জাতিক সহযোগিতা ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়।


কার্ল ব্যারি শার্পলেস একজন মার্কিন রসায়নবিজ্ঞানী। তিনি ২০০১ ও ২০২২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ক্রিপস রিসার্চ রসায়ন বিভাগের সঙ্গে যুক্ত। প্রায় দুই দশক আগে ক্লিক রসায়ন নিয়ে কাজ শুরু করেছিলেন। গবেষণায় দেখা গিয়েছে, ক্লিক রসায়ন নির্ভরযোগ্য রসায়ন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

∎Nobel prizes:

The prizes in Chemistry, Literature, Peace, Physics, and Physiology or Medicine were first awarded in 1901. The related Nobel Memorial Prize in Economic Sciences was established by Sweden's central bank in 1968.





 

মোট = ৯ জন। সর্বশেষ ২ জন মালালা ইউসূফজাই(পাকিস্তান) ও কৈলাশ সত্যার্থী(ভারত)। (Last Updated: 2 Feb. 2015)



 

∎Amnesty International:

Amnesty International was founded in London in 1961, following the publication of the article "The Forgotten Prisoners" in The Observer on 28 May 1961, by the lawyer Peter Benenson.





ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

২০১৩ পর্যন্ত শুধুমাত্র কমনওয়েলথভুক্ত দেশ, ব্রিটেন ও আয়ারল্যান্ড এর নাগরিক রা বুকার পুরস্কারের জন্য মনোনীত হতেন। ২০১৪ সাল থেকে যে কোন দেশের নাগরিকের ইংরেজি ভাষায় প্রকাশিত লেখা বুকার পুরস্কারের জন্য মনোনীত করা হচ্ছে।










 

এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ও’কিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডভার্ড আই মুসা ও মে-ব্রিট মুসা। মস্তিষ্কের ভেতরকার ‘জিপিএস’ ব্যবস্থা উদ্ভাবনের জন্য তাঁদের বিশ্বের সম্মানিত ওই পুরস্কারে ভূষিত করা হয়।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0