Choose the right Answer: William Shakespeare is the poet of.
Solution
Correct Answer: Option A
সঠিক উত্তর: 16/17th century
- উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ইংরেজি সাহিত্যের এক মহৎ নাট্যকার ও কবি, যিনি মূলত ১৬শ ও ১৭শ শতাব্দীতে কাজ করেছেন।
- তিনি এলিজাবেথীয় ও জেমসিয়ান যুগের একজন প্রধান সাহিত্যিক, যাকে "The Bard of Avon" বলা হয়।
- শেক্সপিয়ারের রচনা প্রধানত ১৫৬৪ থেকে ১৬১৬ সাল পর্যন্ত সময়কালে লেখা হয়েছিল।
- তিনি মোট ৩৭টি নাটক, ১৫৪টি সনেট এবং কয়েকটি কবিতা রচনা করেছেন।
- তার বিখ্যাত নাটকদের মধ্যে রয়েছে Romeo and Juliet, King Lear, Macbeth, The Merchant of Venice ইত্যাদি।
- উল্লেখ্য, Oedipus King শেক্সপিয়ারের রচনা নয়, এটি প্রাচীন গ্রীক নাট্যকার সোফোক্লিসের লেখা।
সুতরাং, শেক্সপিয়ার ১৬ ও ১৭ শতাব্দীর কবি ও নাট্যকার ছিলেন। অন্য শতাব্দীগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।