বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (ওয়ারহাউজ সুপারিনটেনডেন্ট ও ক্যাশিয়ার) - ০৩.১২.২০২২ (80 টি প্রশ্ন )
‘ধূমকেতুর’ পূজা (২৬ সেপ্টেম্বর, ১৯২২) সংখ্যায় রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে ৮ নভেম্বর পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং ২৩ নভেম্বর কুমিল্লা থেকে কাজী নজরুল ইসলামকে গ্রেফতার করে কলকাতায় নেয়া হয়। এ কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালত রাজদ্রোহের অভিযোগে ১৬ জানুয়ারি, ১৯২৩ সালে কবিকে ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
-জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন' (১৯৬৮)।
-১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়।
বাংলা ভাষায় আগত তুর্কি শব্দসমূহ: দারোগা, আলখাল্লা, উজবুক, উর্দু, কাঁচি, কাবু, কুলি, কুর্নিশ, কোর্মা, খোকা, চাকু, চোগা, চকমক, চাকর, তোপ, বন্দুক, বাবা, বাবুর্চি, বাহাদুর, বেগম, মুচলেকা, লাশ, মোগল, সওগাত ইত্যাদি।
বিরামচিহ্ন বসিয়ে বাক্যটির শুদ্ধরূপ: হায়! এ আমার কী হল ।
-রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত ‘পদ্মিনী উপাখ্যান’ এর বিখ্যাত চরণ ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় / দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায়।”
আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী। এখানে বঙ্গবন্ধু ও সেনাবাহিনীর কিছু সদস্য পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন-এ মর্মে অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ১৯৬৮ সালের ৩ জানুয়ারিতে। এ মামলার মোট আসামী ছিলেন বঙ্গবন্ধুসহ ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নম্বর আসামী এবং লেফটেন্যান্ট আব্দুর রউফ ছিলেন ৩৫ নং আসামী। উল্লেখ্য, এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
১১ সেপ্টেম্বর, ২০০১ সালে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ এর টুইন টাওয়ার যেখানে ভেঙে পড়ে সে স্থানটি 'Ground Zero' নামে পরিচিত। এ ট্রাজেডিতে যারা নিহত হয়েছিলেন তাদের স্মৃতি সংরক্ষণে এখানে স্মৃতিস্তম্ভ ও জাদুঘর তৈরি করা হয়েছে।
জমি এবং উৎপন্ন ফসলের (৩ ভাগের দুই ভাগ পাবে চাষী ও ১ ভাগ মালিক) ওপর কৃষকদের অধিকারের দাবিতে ১৯৪৬-৪৭ সালে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে তেভাগা আন্দোলন সংঘটিত হয়। এ আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দ ছিল। চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহ জেলা। এছাড়াও রংপুর ও দিনাজপুরসহ মোট ১৯টি জেলায় এ আন্দোলন ছড়িয়ে পড়ে। তেভাগা আন্দোলনের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ ও ইলা মিত্র।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ভারতবর্ষীয় রাজনৈতিক সমস্যা বিষয়ক বিভিন্ন প্রবন্ধের সংকলন ‘কালান্তর' (১৯৩৭)। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ ‘ছায়ানট’ (১৯২৪); শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস 'গৃহদাহ' (১৯২০) এবং ‘পল্লীসমাজ’ (১৯১৬)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পৃথিবীর দিকে ধেয়ে আসা যে কোন মহাজাগতিক বস্তুর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা Double Asteroid Redirection Test (DART) স্পেসক্রাফ্ট তৈরি করে। এটি ২৬ সেপ্টেম্বর, ২০২২ ডাইমরফোস নামক একটি গ্রহাণুকে ধাক্কা দেওয়ার মাধ্যমে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করে।


- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরবর্তীতে ১৯৭১ সালে এই কমিটির নামকরণ করা হয় গ্রিনপিস।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- সংস্থাটি বর্তমানে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কাজ করছে।।
তিব্বত হিমালয়ের উত্তরে অবস্থিত চীনের একটি rid স্বায়ত্তশাসিত অঞ্চল। ১৯১২ সালে ত্রয়োদশ দালাইলামা কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্ব-শাসিত অঞ্চল। পরবর্তীতে ১৯৫১ সালে চীন তিব্বতের উপর তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। তিব্বতের রাজধানী লাসা। এটি বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত। তিব্বত বা লাসায় বাইরের বিশ্ব থেকে কারও প্রবেশ করার অনুমতি না থাকায় এটি নিষিদ্ধ নগরীর তকমা/ পরিচিতি পেয়ে গেছে।
-সুন্দরবনের বাঘ গণনায় বহুল ব্যবহৃত পদ্ধতি হলো পাগ-মার্ক।
-এ পদ্ধতিতে বাঘের পায়ের ছাপ গণনা করে বাঘের জরিপ করা হয়।
-তবে বর্তমানে পাগ-মার্কের পরিবর্তে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি ব্যবহার করা হয়। সর্বশেষ (২০২১) সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি জরিপ অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১১৪টি।
- ১৫৩৭ সালে শের খান বাংলার রাজধানী গৌড় আক্রমণ করে দখল করে নেন।
- শের খানের হাত থেকে গৌড়কে পুনরুদ্ধার করার জন্য মুঘল সম্রাট হুমায়ুন যুদ্ধ ঘোষণা করে।
- এই যুদ্ধে শের খান পরাজিত হয় এবং গৌড় মূঘল শাসনের অধীনে পুনরায় ফিরে আসে।
- এখানে হুমায়ূন ৬ মাস অবস্থান করেন এবং গৌড়ের চমৎকার ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেন ‘জান্নাতাবাদ' ।
‘কোনো কিছুর প্রতি আগ্রহী বোঝাতে keen এর পরে preposition হিসেবে on বসে। My sister is very keen on going abroad, for higher studies - আমার বোন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে খুব আগ্রহী।
‘কোনোকিছু সত্ত্বেও’ অর্থ প্রকাশ করতে conjunction হিসেবে in spite of ব্যবহৃত হয়। বাক্যটির অর্থ- শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও স্টিফেন হকিন্স সফল বিজ্ঞানী হয়েছিলেন।
Scarcely. when সাধারণত correlative conjunction হিসেবে জোড়া আকারে বসে। অর্থাৎ শূন্যস্থানে when বসবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Third conditional এর নিয়মানুযায়ী if যুক্ত অংশে past perfect tense থাকলে অন্য অংশে sub + could/ would/ might + have + v3 বসে। অর্থাৎ If you had performed well, you would have got the job- তুমি যদি ভালোভাবে পারফর্ম করতে তাহলে তুমি চাকরিটা পেতে ।
এখানে,
      অবনতি কোণ EAC = θ
        ∴ ACB = θ
মনে করি,
      BC =1 তাহলে শর্তানুসারে AB = √3
এখন, ABC সমকোণী ত্রিভুজ হতে পাই
  tanθ = √3/1
⇒tanθ = √3
⇒tanθ = tan60°
⇒ θ = 60
দেওয়া আছে,
         tanA = √2 
∴ Ac = √(2)2+ 12
         = √2 + 1
         =√3
∴ SinA = √2/√3
   CosA = 1/√3
∴ √2 SinA CosA = √2 * √2/√3 * 1/√3
                       = 2/3
এখানে,
ধারাটি, 1 + 3 +6+ ... + 21 + 24
ধারাটিকে সম্পূর্ণ করে পাই, 1 + 3 + 6 + 9 + 12 + 15+18+21+ 24 = 109


যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩২৫ ও ৫৫০ কে
ভাগ করলে প্রতিক্ষেত্রে ২৫ অবশিষ্ট থাকে তারা অবশ্যই ২৫
থেকে বড় এবং ৩২৫-২৫ = ৩০০ ও ৫৫০-২৫ = ৫২৫
এর গুণনীয়ক।
২৫ থেকে বড় ৩০০ এর গুণনীয়ক এর সেট
A = {৩০, ৬০, ৭৫, ১৫০, ৩০০}
২৫ থেকে বড় ৫২৫ এর গুণনীয়ক এর সেট
B = {৩৫, ৭৫, ১০৫, ১৭৫, ৫২৫}
.: A∩B = { ৭৫}
3x + 3x-1 = 12
3+ 3x/3 = 12
⇒3.3x + 3x = 36
⇒ 4.3x = 36
⇒ 3x = 9
⇒3x = 3²
⇒ x = 2
‘কোনোকিছু সমাধান করা' অর্থে solution এর পরে preposition হিসেবে to বসে। Do you know any solution to the problem? তোমার কি এই সমস্যায় কোনো সমাধান জানা আছে?

নতুন ঘনকের আয়তন = r1৩ + r2৩ + r3
                            =২ +৩ + ৪
                            = ৮ + ২৭ + ৬৪
                            = ৯৯
নতুন ঘনকের একবাহু, a = √৯৯
= ৪.৬২৬ সে.মি.
99
" কর্ণের দৈর্ঘ্য = a√২
                 = ৪.৬২৬√২
                 = 4.৬২৬ ×১.৭৩২
                 = ৮.০১ সে.মি.
ত্রিভুজটির ক্ষেত্রফল = ১/২ * a*b*sin
                         = ১/২ * ৪*৫* sin৩০°
                         = ৫ বর্গ সে.মি.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মনেকরি, AB একটি লম্বা খুঁটি যার দৈর্ঘ্য ৪৫ মি.।
খুঁটিটির D বিন্দুতে ভেঙ্গে গিয়ে ভূমিতে ∠BCD = ৩০° উৎপন্ন করে।
ধরি, CD = AD = x
তাহলে, BD = ৪৫ - x
এখন, BCD সমকোণী ত্রিভুজ হতে পাই,
     sin৩০° = ৪৫ - x/x
    ⇒ ১/২ ৪৫ - x/x
    ⇒ x = ৯০ - ২x
    ⇒৩x = ৯০
    ⇒ x = ৩০ মি.
.: খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = ৩০ মিটার।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0