বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর(পিএসসি) সহকারী পরিচালক ৩০.১২.২০১১ (100 টি প্রশ্ন )
- মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বড়ু চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
- পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে আবিষ্কার করা হয়।
- ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ 'শ্রীকৃষ্ণকীর্তন' আবিষ্কার করেন। 
- এ কাব্যের প্রধান চরিত্র তিনটি- কৃষ্ণ, রাধা ও বড়াই। 
- কাব্যগ্রন্থটি ১৩ খণ্ড ও ৪১৮ টি পদে বিন্যস্ত।









ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বান্দুং শহরটি ইন্দোনেশিয়ার পশ্চিমে জাভা প্রদেশের রাজধানী।
- বান্দুং শহরটি জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।






- মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের একটি অস্থায়ী সরকার গঠন করেন।
- ১৩ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের এক সভায় সরকার গঠন অনুমোদন করা হয়।
- ১৭ এপ্রিল অস্থায়ী সরকারের সদস্যগণ মেহেরপুর বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেন।
- সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
- আওয়ামী লীগের চীপ হুইপ অধ্যাপক ইউসুফ আলী অস্থায়ী সরকারের (মুজিবনগর সরকার নামে পরিচিত) সদস্যদের শপথ পাঠ করান।
- শপথ অনুষ্ঠানে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
- ইউসুফ আলী (জন্ম: অজানা - মৃত্যু: ১৯৯৯) স্বাধীনতার সনদ পাঠক, মুজিবনগর সরকারের ত্রাণ ও পু্নর্বাসন দপ্তরের প্রধান এবং স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী।
- তিনি দিনাজপুরে জন্মগ্রহন করেন।
- এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠাকালীন সভাপতি (১৯৭২-৭৬) ছিলেন।
- মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ার দেশ ফিজি, এটি মেলোনেশিয়ার দেশ।
- ফিজির রাজধানী সুভা।
- মেলোনেশিয়ান দেশসমূহ : সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, ফিজি,।
- ২৬ জানুয়ারি, ১৯৭২ সালে ফিজি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

- বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)।
- ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 
- চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। 
- নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২। 
- সেনেগাল → ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
- ইরাক → ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
- মিশর → ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
- ইরান → ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
- সৌদি আরব → ১৬ আগস্ট, ১৯৭৫
 
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন








বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি = 2Πr
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি ৩৬০°
∴চতুর্থ কোণের মান = ৩৬০° - ২৮০° = ৮০°

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বৃত্তের কেন্দ্রগামী জ্যা  = ১০ সে.মি. 
এবং ব্যাসার্ধ ৫ সে.মি.
 
তাহলে,
জ্যা এর অর্ধেক দৈর্ঘ্য = √{(ব্যাসার্ধ2) - (কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব)2}
= √{(৫2) - (৩)2}
= √১৬ = ৪
∴জ্যা এর দৈর্ঘ্য = ২ × ৪ = ৮

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0