একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করলে তার ৫% ক্ষতি হয়। ঐ ডাল কত টাকা বিক্রয় করলে তার ৬% লাভ হতো?
A ২৫৬০
B ২৬৬০
C ২৫০০
D ২৬৫০
Solution
Correct Answer: Option D
৫% ক্ষতিতে বিক্রয় মূল্য =(১০০-৫) টাকা =৯৫ টাকা
বিক্রয় মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
" " ১ " " '" ১০০/৯৫ টাকা
∴" " ২৩৭৫ " " '" ( ১০০× ২৩৭৫)/৯৫ টাকা
=২৫০০ টাকা
৬% লাভে বিক্রয়মূল্য (১০০+৬) টাকা=১০৬ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা
∴ " ২৫০০ টাকা হলে " (১০৬ × ২৫০০)/১০০ টাকা
=২৬৫০ টাকা