স্বাস্থ্য অধিদপ্তর (টেকনোলজিস্ট) - ০৬.০৫.২০২৩ (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি, বর্গক্ষেত্রটির একবাহু = a
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
প্রশ্নমতে, 4a = 800
⇒ a= 100
বর্গক্ষেত্রের পরিসীমা = 1002
= 10000 বর্গমি.
= 10000/(1000×1000) বর্গ কি.মি.
=0.01 বর্গ কি.মি.
i
ব্যাখ্যা (Explanation):
আয় = 2200 টাকা
ব্যয় = 1650 টাকা
--------------------------
সঞ্চয় = ৫৫০ টাকা
সঞ্চয়ঃআয় = ৫৫০ঃ২২০০ = ১১ঃ৪৪ = ১ঃ৪ 
i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে, x=15,y=5
x3-3x2y+3xy2-y3 = (x-y)3
=(15-5)3
=103
=1000
i
ব্যাখ্যা (Explanation):
যার অসীম দৈর্ঘ আছে কিন্তু প্রস্থ বা বেধ নেই তাকে রেখা বলে। রেখার দৈর্গ্য উভয়দিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধ্মান। তাই রেখার কোন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এটি সোজা দৈর্ঘ্য বরাবর উভয়দিকে অসীম পর্যন্ত চলমান। তাই রেখার কোন প্রান্তবিন্দু নেই।
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি। ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকের কোণটি হল- 
মধ্যবর্তী কোণ = {(11M-60H)/2}º
                  = {(0-60 × 8)/2}º
                   = {-(480/2)}º
                   =240º
নির্ণেয় কোণ = 360º -240º - 120º
i
ব্যাখ্যা (Explanation):
কমলের বয়স ৮০ হলে আলমের বয়স ১০০ বছর
কমলের বয়স ১ হলে আলমের বয়স ১০০/৮০ বছর
কমলের বয়স ১০০ হলে আলমের বয়স ১০০ × ১০০ /৮০ বছর = ১২৫ বছর
i
ব্যাখ্যা (Explanation):
এখানে, ২,৩,৪,৭,১১,১৩,১৫, ১৯ মধ্যক = ৭+১১/২ = ১৮/২ = ৯
i
ব্যাখ্যা (Explanation):
পাস করে = ৬০-৪২ = ১৮ জন 
৬০ জনে পাস করে= ১৮ জন 
১০০ জনে পাস করে = (১৮×১০০/৬০)জন = ৩০ জন 
i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
এক্ষেত্রে একই সরলরেখায় সন্নিহিত কোণগুলোর সাধারন বিন্দু থাকে, বা সমরৈখিক যুগল কোণ হয় যাদের সমষ্টি ১৮০°
 
এখানে CD রেখার সাথে AB মিলিত হয়ে ∠ABC ও ∠ ABD উৎপন্ন করেছে, 
∠ABC + ∠ ABD = এক সরলকোণ বা ১৮০°
i
ব্যাখ্যা (Explanation):
৮০ এর ৭৫% এর ২৫% = ৮০ × (৭৫/১০০)× (২৫/১০০) = ১৫
i
ব্যাখ্যা (Explanation):
2n = 32
⇒ 2n = 25
⇒ n = 5
⇒ n2 = 52 = 25
i
ব্যাখ্যা (Explanation):
কৃত্রিম বুদ্ধিমত্তায় যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। তা হলো LISP, prolog, python, java, c++.
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
বিভিন্ন ব্যক্তির লোহিত রক্ত কণিকায় A এবং B নামক দুই ধরনের এন্টিজেন (Antigen) থাকে এবং রক্তরসে a ও b দুই ধরনের অ্যান্টিবডি (Antibody) থাকে। এই Antigen ও Antibody-র উপস্থিতির উপর ভিত্তি করে ১৯০১ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তকে A, B, AB ও O গ্রুপে ভাগ করেন। রক্তের O গ্রুপকে সর্বজনীন দাতা এবং AB গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
 

বেকেরেল একটি পরিমাপের একক যা তেজস্ক্রিয়তা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় বিভাজনকে বোঝায়। বেকেরেল নামকরণ করা হয়েছে পিয়ের এবং মারিয়া কুরির সহযোগী হেনরি বেকেরেল-এর নামে।

বেকেরেলকে তেজস্ক্রিয়তার প্রাথমিক পরিমাপের একক হিসাবে বিবেচনা করা হয়। এটি অন্যান্য তেজস্ক্রিয় পরিমাপের এককগুলির ভিত্তি।

বেকেরেল সংজ্ঞায়িত করা হয়েছে প্রতি সেকেন্ডে একটি বিভাজনের হার হিসাবে। এটিকে নিম্নরূপ লেখা যেতে পারে:

Bq = 1 s⁻¹
i
ব্যাখ্যা (Explanation):
ই-মেইলের ক্ষেত্রে সিসি (CC) হলো "কার্বন কপি"-এর সংক্ষিপ্ত রূপ। এটি এমন একটি বৈশিষ্ট্য যা আপনাকে একটি ইমেইল পাঠাতে দেয় যাতে একাধিক প্রাপক থাকে।

যখন আপনি একটি ইমেইল পাঠান, তখন আপনি মূলত দুটি প্রাপক লিখতে পারেন:

* টু (To): এই প্রাপক ইমেইলের মূল প্রাপক।
* সিসি (CC): এই প্রাপক ইমেইলের একটি কপি পাবে, কিন্তু ইমেইলের মূল প্রাপক দেখতে পাবে না যে তারা ইমেইলের CC-তে কে আছে।

CC ব্যবহার করার কিছু সাধারণ কারণ হল:
* একই তথ্যের একটি কপি একাধিক ব্যক্তির সাথে শেয়ার করা।
* একজন ব্যক্তিকে একটি ইমেইলের বিষয় সম্পর্কে অবহিত করা যাতে তারা এটিতে জড়িত হওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
* একজন ব্যক্তির কাছে একটি ইমেইলের একটি কপি পাঠানো যাতে তারা এটিকে নথিভুক্ত করতে পারে।

i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
ফায়ারওয়াল হলো Set of Rules, যার মাধ্যমে কম্পিউটারের Incoming ও Outgoing ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রয়োজনে তা ফিল্টার করা যায়। ফায়ারওয়াল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস প্রবেশ বাধা দেয় ও সাইবার আক্রমণ (হ্যাকিং) এবং অযাচিত প্রবেশ থেকে রক্ষা করে।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0