Solution
Correct Answer: Option C
না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে।
অসাধ্য - নয় সাধ্য
অকাতর - ন কাতর
অকাল - ন আকাল
অনাদর - ন আদর
অব্যয় - ন ব্যয়
অধর্ম - নধর্ম
অসুখ - ন সুখ
অনধিক - নয় অধিক
অনেক - ন এক
অনাচার - ন আচার
অবুঝ - ন বুঝ
অনাবৃষ্টি - ন বৃষ্টি
অনুচিত - ন উচিত
অজ্ঞান - নাই জ্ঞান যার
অকৃতজ্ঞ - ন কৃতজ্ঞ