- ২৬ মার্চ ১৯৭১ সালে চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। - মুক্তিসেনাদের উদ্দীপ্ত করা ও মুক্তিগামী মানুষ্কে দৃঢ় প্রত্যয়ে প্রদীপ্ত রাখার জন্য এ কেন্দ্র থেকেমুক্তিযুদ্ধের গান, চরমপত্র, বজ্রকণ্ঠ, জল্লাদের দরবার, অগ্নিশিখা, ধর্মীয় কথিকা ও রক্তের আখরে লিখি প্রভৃতি অনুষ্ঠান প্রচারিত হতো। এর মধ্যে বিদ্রুপ ও শ্লেষাত্মক 'চরমপত্র' অনুষ্ঠানটি রচনা ও উপস্থাপনা করেছিলেন সাংবাদিক ও লেখক এম আর আকতার মুকুল।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। - চলিত ভাষার আদর্শরূপ থেকে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। - চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ। - বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। - এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। বিশ শতকের মাঝামাঝি সময়ে চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। - ক্রমে জীবনের সব ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়। - একুশ শতকের সূচনাকালে এই চলিত রীতিরই নতুন নাম হয় ‘প্রমিত রীতি’ ।
সূর্যের চারদিকে ঘোরার সময় ২১ জুন পৃথিবী তার কক্ষপথে এমন এক অবস্থানে এসে পৌঁছে যায় যেখানে উত্তর গোলার্ধ সূর্যের নিকটে অবস্থান করে। ফলে উত্তর গোলার্ধে দিন সর্বাধিক বড় এবং রাত সর্বাধিক ছোট হয়।
একইভাবেঃ ✔ পৃথিবীর দিনরাত্রি সর্বত্র সমান ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর। ✔ উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত ২২ ডিসেম্বর। ✔ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত ২২ ডিসেম্বর। ✔ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত ২১ জুন। ✔ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত ২১ জুন।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের উদ্দেশ্যে ১৯৭৯ সালে Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP) প্রতিষ্ঠিত হয়। - সংস্থাটির সদস্য সংখ্যা ১৫। - এর সদর দপ্তর ঢাকার চামেলি হাউজে অবস্থিত।
- ১৩ অক্টোবর, ১৯২৫ সালে মার্গারেট থ্যাচার যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। - তিনি কনজারভেটিভ পার্টি থেকে ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। - তিনি ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী। - তিনি রাজনৈতিক অঙ্গনে ‘আইরন লেডি' নামে পরিচিত ছিলেন। - ৮ এপ্রিল, ২০১৩ সালে তিনি মৃত্যুবরণ করেন।
- কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। - গাণিতিকভাবে বলা যায়, V আয়তনের কোন বস্তুর ভর M হলে ঐ বস্তুর ঘনত্ব, (P) = M/V এখানে, P = ঘনত্ব, V = আয়তন, M = ভর তাপমাত্রার পরিবর্তন হলে একই বস্তুর আয়তন পরিবর্তন হয়, তাই ঘনত্বেরও পরিবর্তন হয়। - পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় 4°C তাপমাত্রায়। - 4°c থেকে তাপমাত্রা বাড়লেও পানির ঘনত্ব কমে যায়, 4°c থেকে তাপমাত্রা কমলেও পানির ঘনত্ব কমে যায়। - কেবল 4°c তাপমাত্রায় 1 ঘনমিটার পানির ভর 1000 কিলোগ্রাম হয়। তাই পানির ঘনত্ব 1000kgm-3 অথবা 1g/cm-3।
- ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্য হলো ‘সাবাস বাংলাদেশ’ শিল্পী নিতুন কুণ্ডুর তৈরি এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। - ১৯৯১ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। - নির্মাণ কাজ শেষ হলে ১৯৯২ সালে এর ফলক উন্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। - নিতুন কুণ্ডের আরো কয়েকটি ভাস্কর্য হলো- সার্ক ফোয়ারা, কদম ফোয়ারা ও সদা জাগ্রত মুক্তিবাহিনী ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
সার্ক (SAARC) হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যার সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এবং আফগানিস্তান।
মালদ্বীপ একটি দ্বীপরাষ্ট্র, যার আয়তন মাত্র ২৯৮ বর্গকিলোমিটার। এটি একটি ছোট দেশ, এবং এর জনসংখ্যা মাত্র ৫ লক্ষেরও কম। মালদ্বীপের অর্থনীতি পর্যটন নির্ভর, এবং এর শিক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে অপরিণত।
মালদ্বীপে বর্তমানে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি ২০২৫ সালের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে, মালদ্বীপের শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে বাধ্য হয়।
- লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান ভাষাভাষী (স্প্যানিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ) উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশসমূহ সম্মিলিতভাবে 'লাতিন আমেরিকা' নামে পরিচিত। - লাতিন আমেরিকার দেশসমূহ হলো- আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, এল সালভেদর, কিউবা, কলম্বিয়া, কোস্টারিকা, গুয়েতেমালা, চিলি, ডোমিনিকান প্রজাতন্ত্র, নিকারাগুয়া, প্যারাগুয়ে, পেরু, পানামা, বলিভিয়া, ব্রাজিল, ভেনিজুয়েলা, মেক্সিকো, হাইতি, হন্ডুরাস। - কানাডা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এবং এর প্রধান ভাষা ইংরেজি।
• প্রকল্পের নাম : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। • অবস্থান : মহেশখালী, কক্সবাজার। • একনেকে অনুমোদন : ১০ মার্চ ২০২০। • ভিত্তিপ্রস্তর স্থাপন : ১১ নভেম্বর ২০২৩। • যে সমুদ্রের তীরে : বঙ্গোপসাগর। • অর্থায়নে : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক। • চ্যানেলের গভীরতা : ১৬ মিটার (৫২ ফুট)। ● চ্যানেলের দৈর্ঘ্য: ১৪.৩ কিমি ও প্রস্থ: ৩৫০ মিটার। • জিডিপিতে অবদান : ২-৩%। • এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্রবন্দর। • দেশে সমুদ্রবন্দর রয়েছে ৩টি— চট্টগ্রাম, মোংলা ও পায়রা। • উল্লেখ্য,২৫ এপ্রিল ২০২৩ প্রথমবার মাতারবাড়ী সমুদ্রবন্দরের জেটিতে নোঙর করে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো ।
- ইনসোমনিয়া হচ্ছে অনিন্দ্রাজনিত রোগ বা এক ধরনের Sleep disorder. - একজন পূর্ণ বয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষ দিনের মধ্যে গড়ে প্রায় ৭-৮ ঘণ্টা ঘুমায়। - কিন্তু ইনসোমনিয়াতে আক্রান্ত হলে ঘুমের পরিমাণ কমে যায়।
- মেয়ে শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে সবচেয়ে কম বয়সে (১৭ বছর) মালালা ইউসুফজাঈ (পাকিস্তান), ভারতের কৈলাশ সত্যার্থীর সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- সুনামি (Tsunami) জাপানি শব্দ, যার অর্থ পোতাশ্রয়ের ঢেউ। - সমুদ্রতল বা তীরবর্তী মাটির গভীরে ভূমিকম্প অথবা টেকটনিক প্লেটের আকস্মিক উত্থানপতন ও সমুদ্র তলদেশের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের পানিতে কম্পনের তৈরি হয়, ফলে সেখানে বিশাল আকারে ঢেউয়ের সৃষ্টি হয়। সেই ঢেউয়ের ফলে পানি আরো ফুলে উঠে যখন প্রবল বেগে ধাবিত হতে থাকে তখন সেটাকে সুনামি বলা হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত। - এতে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে। - এ আসরে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র (১২৬টি) এবং পদকে ২য় স্থানে রয়েছে চীন (৯১টি)। - চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়। - দুটি দেশ ৪১টি করে স্বর্ণপদক পায়। - আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের থিমস ছিল সবার জন্য উন্মুক্ত গেমস।
- এশিয়া নোবেল খ্যাত র্যামন র্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩ । - ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র্যামন ম্যাসেসেকে স্মরণ করে ১৯৫৭ সালে 'র্যামন ম্যাগসেসে পুরস্কার' প্রবর্তন করা হয় । - ১৯৫৮ সালে থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয় । ৩১ আগষ্ট ২০২৩ র্যামন ম্যাগসেসের ৬৫তম জন্ম দিন উপলক্ষ্যে এবারের বিজয়ীদের নাম ঘোষনা করা হয় । - ২০২৩ সালের বিজয়ীরা হলেন- বাংলাদেশের করভি রাখসান্দ, ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস এবং ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরের ।
• মোট জনসংখ্যা : ১৬.৯৮ কোটি । • জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩০%। • জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) ঃ ১১৫৩ জন। • পুরুষ ও মহিলার অনুপাত : ৯৮.১ : ১০০ • সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৬.৪% (পুরুষ ৭৮.৬%, মহিলা ৭৪.২%) । • মুদ্রাস্ফীতি : ৯.২৪% • মাথাপিছু আয় :২,৭৬৫ মার্কিন ডলার। • মাথাপিছু জিডিপি :২,৬৫৭ মার্কিন ডলার। • দারিদ্র্যের হার : ১৮.৭% • চরম দারিদ্র্যের হার : ৫.৬০% • স্বাক্ষরতার হার : ৭৬.৪% • জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৬.০৩% • জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.২০% • জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৫৬% • জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.২৪% • মোট ব্যাংক : ৬১টি • ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি • বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় : সৌদি আরব থেকে। • বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্রে। (দ্বিতীয় : জার্মানি) • বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে : চীন থেকে। (দ্বিতীয় : ভারত)
-নিরক্ষরেখার ২৩.৫০⁰ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫০⁰ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। -বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। -লন্ডনে গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তরমেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়।
- জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম কার্যকরী সভা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যা ‘স্বস্তি পরিষদ' নামে পরিচিত। - আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর প্রধান কাজ। - এর সদস্য সংখ্যা ১৫টি (৫টি স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স এবং অস্থায়ী ১০টি)। অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়।
- বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। - বাংলাদেশের সদস্যপদ লাভের সময় গিনি বিসাউ ও গ্রানাডাও জাতিসংঘের সদস্যপদ লাভ করে। - ১৯৭৩ সালে বাংলাদেশ ন্যাম, এডিবি, রেডক্রিসেন্ট প্রভৃতির সদস্যপদ লাভ করে। - অন্যদিকে বাংলাদেশ কমনওয়েলথ, আইএমএফ, আইএলও, বিশ্বস্বাস্থ্য সংস্থা, আইবিআরডি ইত্যাদির সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।
- বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বা বিজয়। - এর উচ্চতা ১২৩১ মিটার (৪,০৩৯ ফুট)। - এটি বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। - অন্যদিকে, কিওক্রাডং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। - এর উচ্চতা ১২৩০ মিটার বা ৪০৩৫.৪৩ ফুট।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।