১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ১২.০৬.২০১৫ (100 টি প্রশ্ন )
- বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস।
- এটি ১৮৬৩ সালে সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট প্রতিষ্ঠা করেন ।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- এর প্রতীক হিসেবে ব্যবহৃত হয় খ্রিস্টান দেশগুলোতে লাল রঙের ক্রস, মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট আর ইসরাইলে এটি রেড ক্রিস্টাল।
- সংস্থাটি ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- শুদ্ধ বানান: কাঙ্ক্ষিত, শ্রদ্ধাঞ্জলি।
Cotθ.√(1-cos2a)

=Cotθ.√(sin2θ)
=Cotθ . sinθ
=(cosθ/sinθ) x sinθ
=cosθ

 
- Second conditional এর নিয়মানুযায়ী একটি অংশে past indefinite থাকলে অন্য অংশে would / could / might + v1 বসে।
- If I had a typewriter I would type myself- আমার যদি একটি টাইপরাইটার থাকতো তাহলে আমি নিজে নিজে টাইপ করতে পারতাম।
7√3
= 7 x 1.7320......
= 12.12435.......
যা অমূলদ। 

- প্লাটিনাম পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু। এর প্রতীক (Pt).
- কোন কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমানেও চলছে বুঝালে verb-টির present perfect tense হয়। এক্ষেত্রে since/ for উল্লেখ থাকে।
- বাক্যের শুরুতে থাকা fraction (ভগ্নাংশ) যদি কোন কিছুর পরিমাণ নির্দেশ করে তাহলে verb-টি singular হয়।
- এক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশ plural হয়ে থাকে।
- সুতরাং শুদ্ধ বাক্যটি হলো- Two thirds of it is fine.
- কুতুব মিনার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার।
- এটি বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার।
- ১১৯২ সালে কুতুবউদ্দিন আইবেক এই মিনারের নির্মাণ কাজ আরম্ভ করেন।
- ইলতুতমিশ এর আমলে এর নির্মাণ কাজ শেষ হয় এবং আলাউদ্দিন খিলজির আমলে মিনারের প্রাঙ্গণ এবং নির্মাণ কার্য সম্পাদন হয়।
- সুফি কুতুব উদ্দিন বখতিয়ার কাকীর নামানুসারে এর নামকরণ করা হয় কুতুব মিনার।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যোগে Organization petroleum exporting countries (OPEC) গঠন করা হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টি এবং বর্তমান (২০২৩) সদস্য দেশের সংখ্যা ১৩।
- এর সদর দপ্তর অষ্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- OPEC এর অন্যতম উদ্দেশ্য হলো সদস্য দেশ গুলোর মধ্যে তেলের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণ করা।
- আমার বন্ধু রাশেদ জাফর ইকবাল রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস।
- এ উপন্যাসটির চলচ্চিত্রায়ন করেন মোরশেদুল ইসলাম।
- এটি ২০১১ সালে মুক্তি পায়।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব মুশফিকুর রহিমের।
- ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ঠিক ২০০ রান করেছিলেন।
- ২০১৮ সালে ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ডাবল সেঞ্চুরি (২১৯) করেন।
- মুশফিক ছাড়াও বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরি (২০৬) করেন
- ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান (২১৭ রান) করেন।
- কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে ঐ noun-টির পূর্বে article হিসেবে the বসে।
- The honesty of Rahim is enviable- রহিমের সততা ঈর্ষণীয়।
- শূন্যস্থানে in the teeth of ( সত্ত্বেও) idiom-টি বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
- He acted in the teeth of strong opposition- প্রবল বিরোধিতা সত্ত্বেও সে কাজ করেছে।
ভালো কমলা
= ২০ এর ৮০%
= ২০ x (৮০/১০০)
= ১৬ 
- It is time/high time এর পরে subject থাকলে, সেই subject এর পর verb এর past form বসে।
- It is high time he changed his bad habits- তার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়।
- Who যুক্ত present perfect tense-এ থাকা বাক্যকে passive করার নিয়ম: Who এর পরিবর্তে by whom + have/ has + obj + been + v3 + (?).
- সুতরাং সঠিক passive sentence-টি হলো- By whom has the glass been broken?
ময়মনসিংহ- নাসিরাবাদী,
ঢাকা- জাহাঙ্গীরনগর, 
বরিশাল- বাকলা/ইসমাঈলপুর,
চট্টগ্রাম- ইসলামাবাদ। 
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরটি ‘বিগ আপেল' নামে পরিচিত।
- এটিকে পৃথিবীর রাজধানীও বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
' Justification for' এর অর্থ: সমর্থন।
- অপরদিকে Judgement , Comment ও Debate - দ্বারা যথাক্রমে : বিচার, মন্তব্য ও তর্ক বোঝায় ।
ল.সা.গু= অনুপাতদ্বয়ের গুনফল x গ.সা.গু 
           = ৭ x ৮ x ৯ = ৫০৪
 
এখানে,
P=425
I=476-425=51
n=3 , r=?
আমরা জানি,
   I= Pnr/100
⇒ r=(I x 100)/(P x n)
    =(51 x 100)/(425 x 3)
    = 4

    m√a
= (an)1/m
= an/m
- ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ: অন্তরীক্ষ, অম্বর, অভ্র, অনন্ত, আসমান, গগন, ব্যোম, নীলিমা, দ্যুলোক, শূন্য, নভঃ।
- বিভু অর্থ প্রভু;
- প্রভাকর অর্থ সূর্য;
- সুধাকর অর্থ চাঁদ ।
গাছে উঠতে পটু যে গেছো।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশঃ
- নিজেকে হত্যা করে যে = আত্মঘাতী
- দমন করা যায় না যাকে = অদম্য
- নিবারন করা যায় না যা = অনিবার্য
- নিন্দার যোগ্য নয় যা = অনিন্দনীয়, অনিন্দ্য
-স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে‬ ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে সন্ধি হলে ব্যঞ্জন সন্ধি হয়।
যেমন,
-বিপজ্জনক = বিপদ + জনক 
-কান্না = কাঁদ্ + না।
- সন্ধি ও সমাস, উভয়‌ই নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। উভয় প্রক্রিয়াতেই নতুন শব্দ গঠিত হয়।
- সন্ধি ও সমাস, উভয় প্রক্রিয়াতেই পদসংখ্যা হ্রাস পায়।
- সন্ধি ও সমাস, উভয় প্রক্রিয়াতেই কোনো না কোনো ভাবে একাধিক উপাদানের মিলন ঘটে।
- তবে সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের (ধ্বনির সঙ্গে ধ্বনির) মিলন হয়। সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে।
- সংস্কৃত কৃৎ-প্রত্যয়ের ‘ণক-প্রত্যয়’ দ্বারা গঠিত শব্দ: √পঠ্‌+ণক = √পঠ্‌+অক = পাঠক। 
  log264 + log28
= log22+ log223
= 6log22 + 3log22
= 6 + 3
= 9  
 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- অনুরাগ- বিরাগ; ঘাত-প্রতিঘাত; অনুরক্ত-বিরক্ত।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0