১৪ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা - ২৫.০৮.২০১৭ (100 টি প্রশ্ন )
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ', যার প্রকৃত নাম The Origin and Development of the Bengali Language (ODBL)।
- তাঁর রচিত ভাষাবিষয়ক অন্য গ্রন্থটি হলো ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ'।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ‘ব্যাকরণ কৌমুদী’ ।
দেওয়া আছে, x = 1+√3
∴ x³= (1+√3)³
      =1³+3.1².√3+3.1(√3)²+(√3)³
      =1+3√3+9+3√3
      = 10+6√3
(17)0x = 1 x X = X 
[∵ a°= a, যেখানে a≠ 0]
tanθ= √3
⟹ tanθ= √3/1
লম্ব/ভূমি= √3/1
অতিভুজ = √[(√3)²+1²]=√(3+1)=2
cosθ = ভূমি/অতিভুজ = 1/2 
আমরা জানি,
  (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
⟹ (5)²= 9+2(ab+bc+ca)
⟹ 2(ab+bc+ca) = 25-9
⟹ ab+bc+ca = 16/2
∴ ab+bc+ca= 8
এখানে,
   a² - c² - 2ab + b²
= (a² - 2ab + b²) - c²
= (a - b)² - c²
= {(a - b) + c}{(a - b) - c}
= (a - b + c)(a - b -c)
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
= 1/2 (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) x উচ্চতা
= 1/2 (9+7) x 8 বর্গ সে.মি.
= 64 বর্গ সে.মি.
-বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রত্যেকটিকে ঐ বস্তুর মাত্রা বলে।
-সাধারণ অর্থে কোনো ত্রিমাত্রিক দৃশ্যমান অংশকে তল বা পৃষ্ঠতল বলে।
-টলের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাই তল দ্বিমাত্রিক অর্থাৎ তলের মাত্রা 2 টি।
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = 26 সে.মি.
   ''   ব্যাসার্ধ  r = 26/2 = 13 সে.মি.
∴ পরিধি= 2πr= 2π x 13 =26π সে.মি.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x  হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4)x2
- ৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় হয়।
- তাই বর্তমানে বাংলাদেশে কোন ছিটমহল নেই।
- তবে ছিটমহল বিনিময়ের আগ পর্যন্ত দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলার অন্তর্ভুক্ত ছিল।
- রাশিয়া ও বেলারুশের মুদ্রার নাম রুবল।
- রিংগিত হল মালয়েশিয়ার মুদ্রা,
- লিরা তুরস্কের মুদ্রা,
- ক্রোনা হলো সুইডেন ও আইসল্যান্ডের মুদ্রা নাম।
- চিকনগুনিয়া হলো ফ্লাভি ভাইরাস দ্বারা সংক্রমিত একটি রোগ।
- এ রোগের বাহক এসিড এজিপটাই (Aedes Aegypti) নামক মশকী।
- মশা বা মশকী পতঙ্গ-শ্রেণীর প্রাণী।
- সুতরাং চিকনগুনিয়া পতঙ্গবাহিত রোগ।
- পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন।
- কৃষি কাজের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর হিজরি ও বাংলা সৌরসনকে ভিত্তি করে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন।
- পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ১০ মার্চ।
- উক্ত নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা পরিচালিত হয় ২১ দফার ভিত্তিতে।
- ২১ দফা দাবি প্রথম দফা ছিল- বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দান।
- ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে ১৯০৫ সালের ১৬ অক্টোবর 'বঙ্গভঙ্গ' হয়।
- বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ 'পূর্ববঙ্গ ও আসাম' গঠিত হয়।
- নবগঠিত প্রদেশের রাজধানী ও আইনসভা ছিল ঢাকায়।
- 'বঙ্গভঙ্গ' রদ হয় সালে লর্ড হার্ডিঞ্জের সময়ে।
- বাংলা সাহিত্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ পুরষ্কার 'বাংলা একাডেমি পুরস্কার'।
- ১৯৬০ সালে প্রবর্তিত এই পুরস্কারের প্রতিটিতে দেওয়া হয় ১ লাখ টাকা এবং বাংলা একাডেমির মনোগ্রাম সম্বলিত একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র। 
পিপড়া বা ভিমরুল বা মৌমাছির কামড়ে আমাদের দেহের সাথে ফরমিক অ্যাসিড বা মিথানয়িক এসিড মিশে যায় (HCOOH) মিশে যায়। ইতি হুল ফোটানো কামড়ানো স্থানে আমরা জ্বালা অনুভব করি।

∆AOD হতে ∠AOD =90°
অর্থ্যাৎ AOD সমকোণী ত্রিভুজ।
অতিভুজ= AD=5 সে.মি.;
AO= 4 সে.মি. এবং OD= 3 সে.মি.
 ∴ AC= 2x4= 8 সে.মি.
এবং BD= 2x3= 6 সে.মি.
রম্বসের ক্ষেত্রফল= 1/2xACxBD= 1/2x6x8 বর্গ সে.মি.
                    = 24 বর্গ সে.মি

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- তারামন বিবি ১৯৫৭ সালে কুড়িগ্রাম জেলায় জন্ম গ্রহণ করেন।
- তিনি মহান মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন।
- স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য তারামন বিবিকে ১৯৯৫ সালে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় ।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বর্তমান গোপালগঞ্জ জেলা সদরের দক্ষিণ-পশ্চিমে মধুমতি নদী।
- আর 'বাইগার' নদীর তীরে অবস্থিত টুঙ্গিপাড়া গ্রাম।
- মধুমতির অসংখ্য শাখা নদীর একটি বাইগার নদী।
- বাংলার প্রাচীন জনপদ 'বরেন্দ্র' এর সীমানা ছিল পশ্চিমে গঙ্গা ও মহানন্দা, পূর্বে করোতোয়া, দক্ষিনে পদ্মা এবং উত্তরে কুচবিহার।
- বরেন্দ্র বলতে বর্তমানে উত্তরবঙ্গ তথা রাজশাহী অঞ্চলকে বোঝানো হয়। তবে পুন্ড্র জনপদও রাজশাহী অঞ্চলের অংশবিশেষ।
অনুপাতের রাশিগুলোর যোগফল= 1+2+2+3=8
বৃহত্তর কোণের পরিমাণ = 360°x(3/8)= 135°
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ রেসকোর্স ময়দানে আয়োজিত এক ছাত্র সমাবেশের তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জুড়ে বসবাসরত 'মনিপুরী' ক্ষুদ্রনীগোষ্ঠদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী।
- তাদের সংস্কৃতির উজ্জ্বলতম দিক হলো 'মনিপুরী' নৃত্য, যা বিশ্বব্যাপী সমাদৃত।
- মনিপুরী নৃত্য কলাকার কোমলতা, রুচিশীল ভঙ্গিমা ও সৌন্দর্য দিয়ে জয় করেছে অসংখ্য দর্শকের মন।
- রক্তে যদি LDL বা কোলেস্টরলের পরিমাণ স্বাভাবিক (১০০-২০০ mg/dL) এর তুলনায় বেশি হয়ে যায় তখন ধমনী গাত্রে বা প্রাচীরে কোলেস্টরেল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্ত প্রবাহের পথ সংকোচিত হয়।
- এতে প্রাচীরে স্থিতিস্থাপকতা কমে যায় ও শক্ত হয়। এ অবস্থাকে arteriosclerosis বা ধমনীর কাঠিন্য বলে।
- এর কারণে প্রাচীরে ফাটল দেখা দিতে পারে এবং এতে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বাধলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়।
- হৃদপিন্ডের করোনারি রক্তনালিকায় এভাবে রক্ত জমাট বাধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে।
দুধ একটি আদর্শ খাদ্য। কারণ খাদ্যের ৬ টি উপাদানের সবগুলোই দুধে বিদ্যমান যেমনঃ ভিটামিন, শর্করা, আমিষ, স্নেহ, লবণ ও পানি
দেওয়া আছে,
x + (1/x)= 5
⇒ x²+1 /x=5
⇒ x²+1=5x

এখন,  {x/(x² + x + 1)} 
= {x/(x² +1+ x} 
= x/(5x+x) = x/6x = 1/6

(√3)(x+1)= (∛3)(2x-1)
⟹ 3{(x+1)/2} = 3{(2x-1)/3}
∴ {(x+1)/2}= {(2x-1)/3}
⟹ 4x- 2 = 3x+ 3
⟹ 4x- 3x = 3+ 2
 X= 5

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-ভারী পানির রাসায়নিক নাম ডিউটেরিয়াম অক্সাইড।
-হাইড্রোজেনের ১টি নিউট্রন বিশিষ্ট আইসোটোপকে ডিউটেরিয়াম বলে।
-একে D দ্বারা প্রকাশ করা হয়।
-তাই ভারী পানির সংকেত D₂O লেখা হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0