১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ৩১.০৫.২০১৪ (100 টি প্রশ্ন )
মনেকরি,
তার মোট সম্পত্তি= ক টাকা 

অবশিষ্ট থাকে = ক -ক এর ৩/৭
                 = (৪ক)/৭ অংশ

পরবর্তীতে ব্যয় করে = (৪ক/৭)*(৫/১২)
                         = (৫ক)/২১ অংশ

পরবর্তীতে ব্যয় করার পর অবশিষ্ট্য থাকে
= {(৪ক)/৭} - {(৫ক)/২১}
= ৭ক/২১
= ক/৩ অংশ

প্রশ্নমতে,
  ক/৩ = ১৫০০
বা, ক = ৪৫০০



শুদ্ধ বানানঃ অপরাহ্ণ।

আরও কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- সায়াহ্ন,
- মধ্যাহ্ন,
- অনূর্ধ্ব, 
- এতদ্ব্যতীত, 
- অন্তঃসত্ত্বা, 
- বিদ্বজ্জন,
- স্বায়ত্তশাসন,
- সাত্ত্বিক।

- বাংলাদেশের সংস্কৃতিতে জামদানির অপরিসীম ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ২০১৩ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee এর অষ্টম অধিবেশনে ঐতিহ্যবাহী জামদানি বুনন্ শিল্পকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করে।
- সুন্দরবন (বাদাবন) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ।
- বাংলাদেশ ও ভারতে বিস্তৃত সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কি. মি.।
- সুন্দরবনের মোট আয়তনের ৬২% বাংলাদেশে অবস্থিত।
- এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় অবস্থিত।
- সুন্দরবনকে ২১ মে, ১৯৯২ সালে ‘রামসার সাইট’ ও ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে (৭৯৮তম) ঘোষণা করেন।
- এডিস (Ades) নামক এক জাতীয় মশা দ্বারা চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায়।
- এডিস মশা দেখতে নীলাভ কালো, দেহে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। এডিস ইজিপটাই ও এডিস এলবোপিকটাস এ দুই প্রজাতির স্ত্রী মশা আমাদের দেশে চিকুনগুনিয়া ও ডেঙ্গু ছড়ায়।
- অন্যদিকে, কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ রোগ হয়।
- আর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
- ভিটামিন 'সি' ( অ্যাসকরবিক এসিড )- এর অভাবে স্কার্ভি রোগ হয় । 
- তাছাড়া এর অভাবে শিশুদের মাড়ি ফুলে যায়, দেহের ওজন হ্রাস পায়, রক্তশূন্যতা হয়, দুর্বল লাগে এবং ক্ষত সারতে বা ভাঙ্গা হাড় জোড়া লাগতে দেরি হয় 

১. মৌমাছি পালন বিদ্যা- এপিকালচার
২. রেশম চাষ বিদ্যা- সেরিকালচার
৩. ব্যাঙ চাষ বিদ্যা- ফ্রগকালচার
৪. চিংড়ি চাষ বিদ্যা- প্রনকালচার
৫. মুক্তা চাষ বিদ্যা- পার্লকালচার
৬. মৎস্য চাষ বিদ্যা- পিসিকালচার
৭. পাখি পালন বিদ্যা- এভিকালচার ।
- পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব-পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে।
- ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়।
- এই দুদিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়।
- ২০১৪ সালে ড. মুনিরুজ্জামান এর নেতৃত্বে একদল গবেষক মহিষের জিনগত নকশা উন্মোচন করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কম্পিউটারে ইনপুট ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইসটি হলো কী-বোর্ড।
- কী-বোর্ডে কিছু কী একটি নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে।
- কম্পিউটারে বিভিন্ন তথ্য বা নির্দেশনা প্রদান, প্রচলিত ভাষার বর্ণ, অংক বা বিশেষ চিহ্ন প্রদান করার অন্যতম মাধ্যম হিসেবে কী বোর্ড ব্যবহৃত হয়।
- মানুষের গায়ের রঙ নির্ভর করে চামড়ার মেলানিনের ‍উপস্থিতির উপর।
- চামড়ার মেলানোসাইট নামক একপ্রকার কোষ মেলানিন তৈরি করে।
- চামড়ায় মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রঙ কালো হয় আর মেলানিন কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়।
Zippia-এর একটি প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে আয়ের দিক থেকে বিশ্বের বৃহত্তম বিমান প্রস্তুতকারক ছিল রেথিয়ন টেকনোলজিস $৬৭.১ বিলিয়ন. বোয়িং $৬৬.৬ বিলিয়ন আয়ের সাথে দ্বিতীয় স্থানে ছিল। বিমান উত্পাদন শিল্পের অন্যান্য প্রতিষ্ঠান এয়ারবাস, কানাডিয়ান বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস এবং ব্রাজিলিয়ান এমব্রেয়ার অন্তর্ভুক্ত।

- ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রা ইউরো প্রথম চালু হয় ১ জানুয়ারি ,১৯৯৯ সালে ।
- এ মুদ্রার জনক রবার্ট মুণ্ডেল ।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২০ টি দেশসহ মোট ২৭ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে।
- ১ জানুয়ারি, ২০২৩ সালি ক্রোয়েশিয়া যুক্ত হয়। 

- বিশ্বের সব মাতৃভাষা নিয়ে গবেষণার লক্ষ্যে ২০০১ সালে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
- ২০০৩ সালে এর নির্মাণ কাজ শুরু হয়।
- ২০১০ সালে এটি উদ্বোধন করা হয়।
- রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের নাগরিক। রেডক্রস প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি।
- রেডক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- রেডক্রস শান্তিতে ১৯১৭,১৯৪৪,১৯৬৩ সালে নোবেল পুরস্কার লাভ করেছে।
- রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত।
- তিনিটি প্রতীক হল the Red Cross, the Red Crescent and the Red Crystal.
- বিশ্বের মানুষের প্রয়োজনীয় খাদ্যের জোগান এবং দরিদ্র ও পুষ্টিহীনতা দূর করে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে ১৯৪৫ সালের ১৬ অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- লালবাগ কেল্লা (আওরঙ্গবাদ দুর্গ) পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ।
- মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে শাহজাদা আযম শাহ ১৬৭৮ সালে এর নির্মাণ শুরু করেন এবং সুবেদার শায়েস্তা খানের আমলেও এর নিমার্ণ কাজ অব্যাহত থাকে।
- ১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত (পরিবিবি) এর মৃত্যু হলে শায়েস্তা খান এর নির্মাণ কাজ বন্ধ করে দেন।
- ১৮৪৪ সালে আওরঙ্গবাদ দুর্গের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
- বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য ড. ফারজানা ইসলাম
- তিনি ২০১৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পান।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়।
- ১৯৯৬ সাল থেকে এ দিনটি 'জাতীয় শিশু হিসেবে পালিত হয়ে আসছে।
- পিপীলিকা বাংলাদেশ থেকে তৈরিকৃত এবং নিয়ন্ত্রিত প্রথম ইন্টারনেট ভিত্তিক সার্চ ইঞ্জিন।
- এটি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রুহুল আমীনের নেতৃত্বে একদল গবেষক ১৩ এপ্রিল, ২০১৩ সালে চালু করেন।
- প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি ‘হালদা নদী' এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র।
- এখান থেকে বাণিজ্যিকভাবে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়।
- এ নদীটি পার্বত্য খাগড়াছড়ি জেলার দক্ষিণ পূর্ব অংশের বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে।
- ভাটিয়ালি বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় গান।
- এটি মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।

- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্র হয়ে একটি সরকার গঠন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়।
- এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেপুরের বৈদ্যনাথতলায় (মুজিবনগর) স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করে।
- এ সরকার ১৭ এপ্রিল, ১৯৭১ সালে শপথ গ্রহণ করে।
সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ=৩৬০°/৬ = ৬০°
রম্বসের ক্ষেত্রফল,
= (১/২)× দুই কর্ণের গুণফল

= (১/২)× ৪ × ৬) বর্গ সে.মি.

= ১২ বর্গ সে.সে.মি.।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

মনেকরি,
গাছটির উচ্চতা, AB = h মি.
               BC = 10 মি.

ΔABC-এ

tan60° = AB/BC

⇒ √3 = h/10

⇒ h = √3 × 10

⇒ h = 1.732 × 10

.: h = 17.32 মি.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0