১৮ তম শিক্ষক নিবন্ধন - ১৫.০৩.২০২৪ (100 টি প্রশ্ন )
- লোহিত সাগর ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে।
- সাগরটি দক্ষিণে বাব এল মান্দেব প্রণালি ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে।
- এর উত্তরে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর অবস্থিত।
- বগুড়া ও দিনাজপুর অঞ্চল বরেন্দ্র জনপদের অংশ ছিল।
- ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল বঙ্গ জনপদের অংশ ছিল ।
- বৃহত্তর সিলেট অঞ্চল হরিকেল জনপদের অংশ ছিল।
- এবং প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বুঝানো হতো ।
গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
- গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় 6 ঘন্টা আগে।
- গ্রীনিচ মান সময় (GMT) 0° দ্রাঘিমার স্থানীয় সময়।
- বাংলাদেশ 90° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।
- প্রতি 1° দ্রাঘিমা পূর্ব দিকে গেলে সময় 4 মিনিট বৃদ্ধি পায়।

সুতরাং, বাংলাদেশের সময় গ্রীনিচ মান সময় থেকে (90° x 4 মিনিট) = 360 মিনিট বা 6 ঘন্টা আগে।
- ব্যাকটেরিয়া (অণুজীব) মূলত একটি আদি নিউক্লিয়াস বিশিষ্ট এককোষী জীব।
- এরা প্রধানত গোলাকার, লম্বা বা প্যাঁচানো আকৃতির ও ক্লোরোফিলবিহীন।
- ১৬৭৫ সালে নেদারল্যান্ডস এর বিজ্ঞানী এন্টনি ভন লিউয়েন হুক ব্যাকটেরিয়া (অণুজীব) আবিষ্কার করেন। এ জন্য তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়।
- কোরিয়া উপদ্বীপ পূর্ব এশিয়ায় অবস্থিত।
- এটি দক্ষিণে প্রশান্ত মহাসাগর, পূর্বে জাপান সাগর এবং পশ্চিমে হলুদ সাগর দ্বারা বেষ্টিত।
- উপদ্বীপটি দুটি রাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া নিয়ে গঠিত।
- দুটি রাষ্ট্র নিয়ে উপদ্বীপের মোট আয়তন ২,২০,৮৪৭ বর্গকিলোমিটার (৮৫২৭০ বর্গমাইল)।
- কোরীয় উপদ্বীপটি উত্তর কোরিয়ায় চেসোন পান্ডো ও দক্ষিণ কোরিয়ায় হান বান্ডো নামে পরিচিত।
- ১৯৭২ সালের ১১ জানুয়ারি বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন।
- ১৭ এপ্রিল, ১৯৭২ সালে এ কমিটির প্রথম বৈঠক বসে।
- ১২ অক্টোবর, ১৯৭২ সালে কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন, যা ৪ নভেম্বর গৃহীত হয়। এ দিনটি বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালিত হয়। আর ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে কার্যকর হয়।
- বস্তুর ওজন পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ (g) এর উপর নির্ভরশীল।
- বিষুব রেখা বা নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ (g) এর মান সবচেয়ে কম তাই সেখানে বস্তুর ওজনও সবচেয়ে কম।
- আর মেরু অঞ্চলে g এর মান বেশি তাই সেখানে বস্তুর ওজনও সবচেয়ে বেশি।
- ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা বা নিচে নামা যায় g এর মান তত কমতে থাকে ফলে বস্তুর ওজনও কমতে থাকে।
- অন্যদিকে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য তাই বস্তুর ওজনও শূন্য।
- বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত।
- এটি প্রাচীন ভারতের একটি শিক্ষা নগরী।
- ১৯৮০ সালে ইউনেস্কো তক্ষশীলাকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Compute শব্দের অর্থ গননা করা এবং Computer শব্দের অর্থ গণনাকারী।
- অর্থাৎ কম্পিউটার হলো গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেকট্রনিক যন্ত্র।
- এটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত গতিতে ও নির্ভুলভাবে করতে পারে।
- কম্পিউটারের নিজস্ব কোন চিন্তা- চেতনা, শক্তি বা বুদ্ধি নেই।

- অ্যাবাকাসকে কম্পিউটারের ইতিহাসে প্রথম গণনাযন্ত্র হিসেবে ধরা হয়।
- পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ বা সফল ইলেকট্রনিক কম্পিউটার হলো ENIAC.
- অতিবেগুনী রশ্মি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়।
- এর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা 5 × 10-7m থেকে 6×10-10m।
- কার্বন আর্ক ল্যাম্প, উত্তপ্ত বস্তু ও সূর্য থেকেই এই বিকিরণের উৎপত্তি হয়।
- এটি চুরি নিরোধক অ্যার্লাম (burglar alarm), স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলার যন্ত্র (automatic door opener) ও কাউন্টারে ব্যবহৃত হয়।
- তাছাড়া এ রশ্মি ত্বকের ক্যান্সার, চোখের ছানি ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে।
- আমরা যা খাই তাই খাদ্য।
- খাদ্যের তাপশক্তি মাপার একক হলো কিলো ক্যালরি।
- ১ গ্রাম পানির তাপমাত্রা ১ সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে ১ ক্যালরি। ১০০০ ক্যালরি = ১ কিলো ক্যালরি।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরবর্তীতে ১৯৭১ সালে এই কমিটির নামকরণ করা হয় গ্রিনপিস।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- সংস্থাটি বর্তমানে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কাজ করছে।
- বান্দুং শহর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের রাজধানী।
- ১৯৫৫ সালে ১৮-২৪ এপ্রিল বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
- যা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্রথম পদক্ষেপ।
- সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি।
- প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।
- রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে।
- নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১১৪ বার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে।
- এ পর্যন্ত ১১১ ব্যক্তি ও ৩০ সংস্থা মিলে পুরস্কার বিজয়ীর সংখ্যা ১৪১।
- ২০২৪ সালের নোবেল পুরস্কার আসরের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার পেলো জাপানি সংস্থা নিহন হিদানকিও
- এটি হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।
- তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
- এ দিনটি জাতীয় পতাকা দিবস' হিসেবে পালিত হয়।
- ৩ মার্চ, ১৯৭১ জাতীয় সংগীত সহকারে পল্টন ময়দানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করেন।
- ২৩ মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে উত্তোলন করা হয়।
- ১৮ এপ্রিল দেশের বাহিরে প্রথম কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে উত্তোলন করা হয়।
সিন্দুরী উন্নত জাতের একটি আলু

এছাড়া আরো কিছু উন্নত জাতের আলু হলো-
- কার্ডিনাল,
- কুফরী ও
- ডায়মন্ড।

উন্নত জাতের বেগুন
- ইওরা,
- শুকতারা,
- তারাপুরী ।

উন্নত জাতের টমেটো
 - বাহার,
- মানিক,
- রতন,
- সিঁদুর।
- ২ ফেব্রুয়ারি, ২০২০ সালে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন' প্রকাশিত হয়।
- গ্রন্থটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা; প্রচ্ছদ করেন তারিক সুজাত; করেন বাংলা একাডেমি এবং ইংরেজিতে অনুবাদ করেন অধ্যাপক ড.ফকরুল আলম।
- ২-১২ অক্টোবর, ১৯৫২ সালে গণচীনের পিকিংয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি শান্তি সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে ভারত ও পাকিস্তানের ডেলিগেটরাও অংশ নেন।
- সেই সম্মেলনে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আরো কয়েকজন অংশগ্রহণ করেন।
- এটি ছিল বঙ্গবন্ধুর প্রথম চীন সফর।
- ১৯৫৭ সালে তিনি শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ-এইড দফতরের মন্ত্রী থাকাকালে পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে দ্বিতীয়বার চীন করেন।
- চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে তিনি ১৯৫৪ সালে কারাবন্দী থাকা অবস্থায় একটি ডায়েরি লেখেন।
- সেই ডায়েরির পরিমার্জিত রূপ ‘আমার দেখা নয়াচীন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৯ জানুয়ারি ২০২৪ বিশ্বের পঞ্চম দেশ হিসেবে জাপান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মনুষ্যহীন মহাকাশযান 'মুন স্নাইপার’ চাঁদের শিওলি নামক জায়গায় সফলভাবে অবতরণ করে।
- এর আগে ১ম আমেরিকা, ২য় রাশিয়া, ৩য় চীন ও ৪র্থ ভারত এ কৃতিত্ব অর্জন করে।
- স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (SLIM) নামে পরিচিত মহাকাশযানটি তৈরি করে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (JAXA) ও খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি।
- ৭ সেপ্টেম্বর ২০২৩ SLIM এর সফল উৎক্ষেপণ করে জাপান ।
- দুটি ব্যর্থ চন্দ্রাভিযানের পর এবারের অভিযান সফল হয়।
- এর আগে ২৩ আগস্ট ২০২৩ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম।
- ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ভদ্রা নদীর তীরে চুকনগরে বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ একক গণহত্যা সংঘটিত হয়।
- পাকিস্তানি বাহিনী এদিন প্রায় ১৩০০০ মানুষকে নির্মমভাবে হত্যা করে।
- হত্যাকাণ্ডে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে ২০০৬ সালে চুকনগরে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে, যা 'চুকনগর শহিদ স্মৃতিস্তম্ভ' নামে পরিচিত।
- কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার
- এটি দেশের নদীর তলদেশের প্রথম টানেল।
- চীনা ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই টানেল তৈরি করা হয়েছে।
- টানেল দিয়ে যানবাহনে কর্ণফুলী নদী পার হতে ৩ থেকে সাড়ে ৩ মিনিট সময় লাগে।

- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০১৫ সালের নভেম্বরে ‘কনস্ট্রাকশন অব মাল্টিলেন রোড টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী’ শীর্ষক টানেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
- কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুনে। তবে নির্মাণকাজ উদ্বোধন করা হয় ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি।
- শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৮ হাজার ৪৪৭ কোটি টাকা। পরে ব্যয় বেড়ে হয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ৭০ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে চীনের এক্সিম ব্যাংক থেকে।

সোর্সঃ প্রথম আলো।
৯৯৯ - জরুরি পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা
১০৬ - দুর্নীতি দমন কমিশনে অভিযোগ
৩৩৩ - সরকারি তথ্যসেবা
১২১ - টেলিটক হেল্পলাইন। 
- বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুলে অবস্থিত।
- ৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রটি চীনের অর্থায়নে নির্মিত হয়।
- ৩১ অক্টোবর, ২০২২ সালে বিদ্যুৎ প্রকল্পটির কাজ শুরু হয় এবং উদ্বোধন করা হয় ১২ অক্টোবর, ২০২৩ সালে।
- এটির নির্মাতা ইউএস-ডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড।
উল্লেখ্য, ২০০৪-০৫ অর্থবছরে ফেনীর সোনাগাজীর মুহুরী নদীর বাঁধ এলাকায় দেশের প্রথম বায়ুবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়।
- পুণ্ড্রনগর বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
- এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল।
- পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়।
- এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত
- ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন।


এখানে, ∠ABC = 120°

∴ ½∠ABC = ∠OBE = 120°/2 = 60°

এবং OE⊥AB হওয়ায় ∠OEB = 90°

এখন, ΔOEB হতে পাই,
∠OEB + ∠OBE + ∠BOE = 180°
⇒ 90° + 60° + ∠BOE = 180°
⇒ 150° + ∠BOE = 180°
⇒ ∠BOE = 180° - 150° = 30°


বৃত্তস্থ কোণ = 1/2 x কেন্দ্রস্থ কোণ
              = 1/2 x 140°
              = 70°
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 
বৃত্তের পরিধি = 2πr

বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত = 2πr2/2πr = r = বৃত্তের ব্যাসার্ধ
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = 2 × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল/ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = 2 × 63/(10 + 8)
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (2 × 63)/18
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = 7 সেমি

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x + 4 মিটার

প্রশ্নমতে, 
2(x + 4 + x) = 44
⇒ 2(2x + 4) = 44
⇒ 2x + 4 = 22
⇒ 2x = 22 - 4
⇒ 2x = 18
∴ x = 9

আয়তক্ষেত্রের প্রস্থ = 9 মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 9 + 4 = 13 মিটার

উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = 13 : 9
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0