- সিংহলিজ শব্দ 'সিডর' এর অর্থ চোখ। সাগরে উৎপন্ন তীব্রতাসম্পন্ন ঘূর্ণিঝড় হলো সিডর।
- ৯ নভেম্বর ২০০৭ সালে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় এর উৎপত্তি ঘটে, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ১৫ নভেম্বর, ২০০৭ সালে বাংলাদেশের সমুদ্র উপকূলে বৃহত্তর খুলনা ও পটুয়াখালী অঞ্চলে আঘাত হানে।
- বাংলাদেশের উপকূলীয় ২২টি জেলা সিডরে আক্রান্ত হয় এবং প্রায় ১০ হাজার লোক নিহত হয়।
-একটি paragraph এর মূলত তিনটি অংশ ।Topic sentence , Supporting sentence , Closing sentence . -Topic Sentence paragraph এর main idea কে summarize করে উপস্থাপন করে। -Paragraph এর প্রথম বাক্যই Topic Sentence হয়ে থাকে।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, ভারতীয় ভাষা থেকেই বৈদিক এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার সৃষ্টি। খ্রিষ্টপূর্ব আটশ অব্দে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই আদিম প্রাকৃত ভাষার সৃষ্টি। - জর্জ গ্রিয়ারসন, সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ অধিকাংশ ভাষাবিজ্ঞানী মনে করেন মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি। - কিন্তু ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে গৌড় অপভ্রংশ থেকে আনুমানিক খ্রিষ্টীয় পাঁচশ অব্দে বঙ্গ কামরূপী ভাষার তৈরী।
বাংলা ভাষার স্তরবিন্যাস আলোচিত হয়েছে এভাবেঃ হিন্দ-য়ুরপায়ণ → শতম → হিন্দ-আর্য → প্রাচীন ভারতীয় আর্য → প্রাচীন কথ্য ভারতীয় আর্য → প্রাচীন প্রাচ্য → গৌড়ী প্রাকৃত → গৌড়ী অপভ্রংশ → বঙ্গ কামরুপী → বাংলা ।
ভিটামিন-এ এর অভাবে রাতকানা রোগ হয়, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় । ভিটামিন-এ এর প্রধান উৎস দুধ, মাখন, পনির, আম, টমেটাে, পেঁপে প্রভৃতি ।
৫ আগস্ট ২০১০ থেকে ১৩ অক্টোবর ২০১০ পর্যন্ত মোট ৬৯ দিন চিলিতে ৩৩ জন শ্রমিক খনিতে আটকে ছিল। পরবর্তীতে এদের সকলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, যা মানব ইতিহাসে এক আবিস্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত।
- বিজয় কিবোর্ড হল মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্সের জন্য একটি গ্রাফিক্যাল লেআউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার সফটওয়্যার। - ইউনিকোড ভিত্তিক অভ্র কিবোর্ড আসার পূর্বপর্যন্ত বিজয় কিবোর্ড বহুল ব্যবহৃত হতো।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম BTCL বা Bangladesh Telecommunications Company Ltd. - The Bangladesh Telegraph and Telephone Board Ordinance, 1979 এর বিধান অনুসারে পূর্বের BTTB-কে ১ জুলাই ২০০৮ সালে নাম পরিবর্তন করে BTCL নামকরণ করা হয়। - BTCL এর OTT (Over The Top) কলিং সেবা 'আলাপ'।
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকার চুক্তি গৃহীত হয়। এ চুক্তিতে মানুষের সহজাত মৰ্যদা, সমতা এবং সমান অধিকারের কথা বলা হয়েছে। এ চুক্তি স্বাক্ষরের পর ১০ ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ঘোষণা করা হয়েছে এবং সেই থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর অন্তর্জািতক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় ।
ফেয়ারফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত গোয়েন্দা সংস্থার নাম। এছাড়াও আরো কিছু যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে- সিআইএ, এফবিআই, আইএনআর ইত্যাদি।
আরো কয়েকটি গুরুত্তপুর্ণ গোয়েন্দা সংস্থাঃ
★ ইন্টার ফ্যাক্স : রাশিয়ার বার্তা সংস্থা।
★ হোয়াইট লজ : ইংল্যান্ডের রাজা অষ্টম অ্যাডওয়ার্ডের জম্মস্থান।
★ হোয়াইট হল : লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়।
★ ফ্লীট স্ট্রীট : লন্ডনে অবস্থিত সংবাদপত্র প্রকাশনা।
★ ওয়াল স্ট্রীট : নিউইয়র্কে অবস্থিত শেয়ার বাজার।
★ OPEC : তেল রপ্তানিকারক দেশের একটি সংস্থা।
★ APEC : এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক জোট।
★ আকাবা : জর্দানের একটি বিখ্যাত সমুদ্র বন্দর।
★ আকিয়াব : মায়ানমারের একটি বিখ্যাত সমুদ্র বন্দর।
★ ওভাল : লন্ডনে অবস্থিত ক্রিকেট খেলার জন্য বিখ্যাত স্থান।
★ ওভাল অফিস : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়।
★ ওলন্দাজ : নেদারল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়।
★ গোলন্দাজ : যে সৈনিক কামান দেগে যুদ্ধে গোলা নিক্ষেপ করে।
★ SAFTA : সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্যচুক্তি।
★ SAPTA : সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক - সহযোগীতা ও অর্থনৈতিক সংক্রান্ত আইন।
“পঞ্চইন্দ্ৰিয়” তৈলচিত্রের চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন / তার কতিপয় চিত্রকর্ম সমালোচনার ঝড় তোলে । এর মধ্যে একটি হচ্ছে দেবদেবীর নগ্নমূর্তি অঙ্কন। ভারতের পিকাসো” হিসেবে খ্যাত এ চিত্রশিল্পী ৯ জুন ২০১১ লন্ডনের রয়েল ব্রািমটন হাসপাতালে মারা যান।
লেডি উইথ দি ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটঙ্গেলের , ক্রিমিয়ার যুদ্ধের সাথে 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি জড়িত। যুদ্ধটি ১৮৫৩ সালের অক্টোবর মাসে থেকে ১৮৫৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংঘটিত হয়। ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা-শুশ্রুষা করে তাদের আস্থা অর্জন করেন । ফলে সৈনিকরা তাকে এ উপাধিতে ভূষিত করেন।
-থাইরক্সিন প্রাথমিক হরমোন যা থাইরয়েড গ্রন্থি দ্বারা গোপন হয়। থাইরক্সিন শরীরের বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদযয়ের পাচনীয় কার্যকারিতাগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি হাড়কে শক্তিশালী রাখে, মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং পেশী বৃদ্ধির নিয়ন্ত্রণ করে ।
-থাইরক্সিন হরমোনের কম ক্ষরনের ফলে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়।এক্ষেত্রে শিশুরা জড় বুদ্ধি সম্পন্ন হয়,শিশুদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় কিছুটা বৃদ্ধির পর এদের আর বৃদ্ধি ঘটে না,যৌন লক্ষন প্রকাশিত হয় না,উদর বড় হয় এবং বিএম আর হ্রাস পায়।
দুধের রং সাদা হয় মূলত ক্যাসেন-এর জন্য। এই ক্যাসেন এক ধরনের প্রোটিন। দুধে এই প্রোটিনই পরিমাণে সবচেয়ে বেশি থাকে। ক্যাসেনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ জরুরি। ক্যালসিয়ামই আমাদের শরীরের হাড়গোড় শক্তপোক্ত করে তোলে।
CNG বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস (Compressed Natural Gas) জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের একটি রূপ। গ্যাসকে চাপের মাধ্যমে তরলে পরিণত করে তা গ্যাস-ট্যাংকে জমা করা হয়। সাধারণ ব্যবহার্য প্রাকৃতিক গ্যাসকে প্রচন্ড চাপে (৩০০০+ পি এস আই) তরলিকৃত করা হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী এর ভৌগোলিক অবস্থান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশের সমুদ্র সৈকতের নিকটে এবং আইডা পর্বতের নিচে দার্দানেলিসের দক্ষিণ পশ্চিমে। গ্রিস এবং ট্রয়ের মধ্যকার ট্রোজান যুদ্ধের জন্য এই নগরী বিখ্যাত। বর্তমানে ট্রয় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম। হোমারের ইলিয়াডে যে ট্রয়ের উল্লেখ রয়েছে সেটিকেই এখন ট্রয় নামে আখ্যায়িত করা হয়। ১৯৯৮ সালে ট্রয় নামক এই প্রত্নতাত্ত্বিক নির্দশন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়।
• প্রথম শহীদ স্মতিস্তম্ভ তৈরি করা হয় ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ চত্ত্বরে । কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। • শহীদ মিনার (রাজশাহী বিশ্ববিদ্যালয়) - শিল্পী মুর্তজা বশীর। • শহীদ মিনার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) - রবিউল হোসাইন, বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার।
রসায়নবিদ্যা থেকে আমরা জানি যে, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম (Ca) ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানীতে দ্রবীভূত হয় না ,অপরদিকে গ্লিসারিন, ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাবার লবণ প্রত্যেকেই পানিতে দ্রবণীয়।
আয়োজন : দশম • আয়োজক : এশিয়ান ক্রিকেট কাউন্সিল • সময়কাল : ৮-১৭ ডিসেম্বর ২০২৩ • স্বাগতিক : সংযুক্ত আরব আমিরাত • ভেন্যু : আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল একাডেমি • অংশগ্রহনকারী দল : ৮টি • মোট ম্যাচ : ১৫ টি • চ্যাম্পিয়ন : বাংলাদেশ (প্রথমবার) • রানার্স আপ : সংযুক্ত আরব আমিরাত • টুর্নামেন্ট সেরা : আশিকুর রহমান শিবলী ( বাংলাদেশী) • সর্বাধিক রান : আশিকুর রহমান শিবলী ( বাংলাদেশী); ৩৭৮ রান • সর্বাধিক উইকেট : ১২ টি
টুইটার সামাজিক মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। - ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। - ২০০৬ সালে Jack Dorsey, Noah Glass, Biz Stone, Evan Williams কর্তৃক প্রতিষ্ঠিত হয়। - এর সদরদপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র ।
- মার্কিন যুক্তরাষ্ট্রে বেসামরিকভাবে যে পুরস্কার ও সম্মাননা দেয়া হয়। তার মধ্যে সর্বোচ্চ দুটি পুরস্কার হচ্ছে কংগ্রেসনাল গোল্ড মেডেল ও প্রেসিডেন্ট মেডেল অব ফ্রিডম। - যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশ ড. মুহাম্মদ ইউনুস। - বিশ্বব্যাপী দারিদ্র্য নিরসনে প্রচেষ্টার কারণে জনাব ইউনুসকে ২৩ অক্টোবর ২০১০ সালে এ পুরস্কারে ভূষিত করা হয়।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
বর্তমানে খেতাবগুলো হলো: বীরপ্রতীক- ৪২৪ জন বীরবিক্রম- ১৭৪ জন বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন) বীরশ্রেষ্ঠ- ০৭ জন মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)
গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে। তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম নাথান কমিশন। এ কমিশন ১৯১২ সালে গঠিত হয়। এর সদস্য সংখ্যা ছিল ১৩ জন। নাথান কমিশনের সদস্যরা হলেন: - আর. নাথানিয়েল (প্রধান) - ডব্লিউ কুচলু - অ্যাডভোকেট রাসবিহারী ঘোষ - নওয়াব সৈয়দ নওয়াব আলী চৌধুরী - নওয়াব সিরাজুল ইসলাম - উকিল আনন্দচন্দ্র রায় - মুহম্মদ আলী - এইচ.আর জেমস - ডব্লিউ.এ.টি আর্চবোল্ড - সতীশচন্দ্র আচার্য - ললিত মোহন চ্যাটার্জী - সি.ডব্লিউ পীক ও - শামসুল উলামা আবু নসর মুহম্মদ ওহীদ। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় এবং তার ফলে সরকারের ব্যয়-সংকোচনের কারণে নাথান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ে। অবশ্য পরবর্তীকালে একটি সংশোধিত পরিকল্পনা পেশ করা হয় এবং তা ভারত সরকার ও ভারত সচিব উভয়েরই অনুমোদন লাভ করে এবং ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
বাংলাদেশ হিমালয় থেকে উৎসরিত ৩টি বৃহৎ নদীঃ গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার পলল দ্বারা সৃষ্টি হয়েছে। এটি পৃথিবীর একটি অন্যতম বৃহৎ বদ্বীপ। বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন। আবহমানকাল ধরে নদীমাতৃক বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা আবর্তিত হচ্ছে এসকল নদীর পানিকে ঘিরে। এ তিনটি নদীর অববাহিকার মোট আয়তন প্রায় ১.৭২ মিলিয়ন বর্গকিলোমিটার, যার মাত্র ৭ শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। এসকল নদীর অন্যান্য অববাহিকাভূক্ত দেশ হচ্ছে ভারত, নেপাল, ভূটান ও চীন। সোর্সঃ যৌথ নদী কমিশন, বাংলাদেশ।
সামান্তরিকের বৈশিষ্ট্য: - সামান্তরিকের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা ৩৬০০। - সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০০। - সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। - সামান্তরিকের ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। - সামান্তরিকের ক্ষেত্রফল এর যে কোন কর্ণদ্বারা গঠিত ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। - সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। - সামান্তরিকের কর্ণদ্বয় সবসময়ই সামান্তরিকের অভ্যন্তরে অবস্থান করে। - সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। - সামান্তরিকের কর্ণদ্বারা সামান্তরিকটি দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়। - সামান্তরিকের একটি কর্ণ এর অপর কর্ণ দ্বারা সমদ্বিখণ্ডিত হয়। - সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি সমান। - সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকটিকে চারটি সমান ক্ষেত্রফলবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। - সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটি aa এবং bb হলে পরিসীমা =2(a+b)=2(a+b). - সামান্তরিকের বাহুচারটির উপর অন্তঃস্থ বা বহিঃস্থভাবে অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর কেন্দ্র হবে কোন একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু। - সামান্তরিকের ক্ষেত্রফল =(=( ভূমি ×× উচ্চতা )) বর্গ একক
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।