১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ১৩.১২.২০১৪ (100 টি প্রশ্ন )
Swan song (কবির শেষ সৃষ্টি) idiom-টির অর্থ- last work.
বর্গের বাহু ক হলে কর্ণ =√২ক

প্রশ্নমতে ,
√২ক = ৬

সুতরাং, বাহু =৩√২

ক্ষেত্রফল= (৩√২)=১৮
 
- ১৯৫৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেন হাওয়ার পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং বিভিন্ন পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করলে জাতিসংঘের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে ১৯৫৭ সালের ২৯ জুলাই আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
সমুদ্র বায়ু সাধারণত দিনের বেলায় প্রবাহিত হয়, তবে অপরাহ্নে সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হয়। এর কারণ হল, দিনের বেলায় সূর্যের তাপে স্থলভাগ উত্তপ্ত হয়ে উঠে এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে স্থলভাগের চাপ কমে যায় এবং সমুদ্রের চাপ বেশি থাকে। এই চাপের পার্থক্যের কারণে সমুদ্র বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়।
- কার্বন একটি অধাতু এবং বিজারক পদার্থ।
- কার্বনের দানাদার রূপভেদ হলো, গ্রাফাইট ও হীরক।
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ হীরক।
- হীরক কাচ কাটতে ব্যবহৃত হয়।
- উল্লেখ্য, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু টাংস্টেন।

উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
- সাঙ্গু নদী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ী নদী।
- এটি আরাকান পাহাড় হতে উৎপত্তি লাভ করে বান্দরবান জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
- ২৫ মার্চ, ১৯৫৭ সালে রোম চুক্তির মাধ্যমে European Economic Community (EEC) প্রতিষ্ঠা লাভ করে।
- পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হলে ১ জানুয়ারি, ১৯৯৫ সালে ইউরোপ মহাদেশের দেশসমূহের সর্ববৃহৎ অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU) প্রতিষ্ঠা লাভ করে।
- EU এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো ১৫টি।
- বর্তমান সদস্য সংখ্যা ২৭টি।
- ১৫-২০ জুন, ২০২২ সালে অনুষ্ঠিত জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, বাংলাদেশের বৃহত্তম উপজাতি যথাক্রমে- চাকমা (৪৮৩২৯৯ জন), মারমা (২২৪২৬১ জন), ত্রিপুরা (১৫৬৫৭৮ জন) ও সাঁওতাল (১২৯০৪৯ জন)।
- শিকাগো যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি শহর।
- এ শহরটি বিশ্বে বাতাসের শহর নামে পরিচিত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, দেশে দেশে বন্ধুত্বের বাতায়ন তৈরি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১ আর বর্তমানে পূর্ণ সদস্য দেশ ১৯৩
- ২টি দেশ (ফিলিস্তিন, ভ্যাটিকান সিটি) জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা ভোগ করে ।
- সর্বশেষ সদস্যদেশ দক্ষিণ সুদান।
বিসিএস ও ব্যাংক নিয়োগ পরীক্ষায় এই দেশের মুদ্রা প্রায় প্রায় আসেঃ
♦ ভারত - রুপী।
♦ শ্রীলংকা - রুপী।
♦ নেপাল - রুপী।
♦ মরিসাস - রুপী।
♦ পাকিস্তান - রুপী
♦ ইন্দোনেশিয়া- রুপাইয়া
♦ ভুটান - গুলট্রাম।
♦ মায়ানমার - কিয়াট।
♦ মালয়েশিয়া - রিঙ্গিত
♦ চীন - ইউয়ান।
♦ জাপান - ইয়েন।
♦ উত্তর কোরিয়া - ওয়ান।
♦ দক্ষিন কোরিয়া - ও’ন।
♦ রাশিয়া - রুবল।
♦ দক্ষিন আফ্রিকা - র‌্যাং ন্ড।
♦ আর্জেন্টিনা - পেসো।
♦ চিলি - পেসো।
♦ কিউবা - পেসো।
♦ কেনিয়া - শিলিং।
♦ সুইজারল্যান্ড - ফ্রাংক।
♦ ইউরোমুদ্রা - ১৯টি দেশে
♦ গ্রীস - দ্রাকমা
 - ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে 'মানবাধিকারের সম্পর্কে সর্বজনীন' ঘোষণা অনুমোদিত হয়।
- এদিনই ১০ ডিসেম্বর 'মানবাধিকার দিবস' পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৫০ সাল থেকে দিনটি সারা বিশ্বে উদযাপিত হয়ে আসছে।
- বাংলাদেশকে স্বীকৃতিদানকারী মধ্যপ্রাচ্য তথা প্রথম আরব দেশ ইরাক (৮ জুলাই, ১৯৭২)।
- কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ নভেম্বর, ১৯৭৩ সালে।
- মিশর ১৫ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে।
- আর জর্ডান ১৬ অক্টোবর, ১৯৭৩ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- রোম নীরব শহর, চির শান্তির শহর, পোপের শহর এবং সাত পাহাড়ের শহর নামে পরিচিত।
- বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরি কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে, শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি ও সংগঠনকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে আসছে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তির স্বপক্ষে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
- শান্তি পরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি শান্তি পদক' প্রদান করা হয়।
- ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়।
- ১৯৭২ খ্রীস্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়।
- কালো রংয়ের কোন বস্তুর তাপ বিকিরণ এবং শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি হওয়ায় কালো রংয়ের কাপে চা দ্রুত ঠাণ্ডা হয়ে যায়।
- অপরদিকে, সাদা রংয়ের কোন বস্তুর তাপ বিকিরণ ও শোষণ ক্ষমতা সবচেয়ে কম, ফলে সাদা কাপে চা অনেকক্ষণ গরম থাকে।
- মানবদেহে ৩ ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
- এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়।
- এর গড় আয়ু ১২০ দিন
- মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা দ্বি-অবতল বৃত্তের মতো।
- পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় ৫০ লক্ষ।
- উল্লেখ্য, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১-১৫ দিন।
- সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে, যার অর্থ হারবার ওয়েভ বা পোতাশ্রয়ের ঢেউ।
- এটি আসলে বিশাল আকারের শক্তিশালী জলোচ্ছ্বাস।
- সমুদ্রতল বা তীরবর্তী মাটির গভীরে ভূমিকম্প অথবা টেকটনিক প্লেটের আকস্মিক উত্থানপতনের ফলে সমুদ্রের পানিতে কম্পনের তৈরি হয়, ফলে সেখানে বিশাল আকারে ঢেউয়ের সৃষ্টি হয়। একে সুনামি বলা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিডঃ

ম্যালিক এসিড- টমেটো/ আপেল

এসকরবিক এসিড- কমলালেবু

সাইট্রিক এসিড- লেবু

আক্সালিক এসিড- আমলকী

টারটারিক এসিড- আঙুর/ তেতুল

এসিটিক এসিড- পুরানো মদ/ ফল/ সিরকা

ল্যাকটিক এসিড- দুধ


- দক্ষিণ তালপট্টি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটি দ্বীপ।
- এটি সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত।
- ভারতে এটি পূর্বাশা বা নিউমুর নামে পরিচিত।
- ২০১০ সালে এ দ্বীপটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়।
- ১৮৪০ সালে চট্টগ্রামে প্রথম চা চাষ শুরু হলেও বাণিজ্যিকভাবে ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় প্রথম চা চাষ শুরু হয়।
- বাংলাদেশের মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান আছে।
- ২০২১ সালের চা বোর্ডের হিসাব অনুযায়ী, মোট ১৬৯টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ ৯১টি আর দ্বিতীয় অবস্থানে হবিগঞ্জ ২৫টি।
- মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত।
- এখানে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে।
- ১৯৭১ সালে তাজউদ্দীন আহমদ বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রামের নাম পরিবর্তন করে মুজিবনগর রাখেন
- ১৯৭২ সালে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১২৭ নং আদেশ অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত সাবেক ‘স্টেট ব্যাংক অব পাকিস্তান’ এর সব দায়-দায়িত্ব নিয়ে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক' প্রতিষ্ঠিত হয়।
- এ.এন. হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন।
- গভর্নর এর মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩ অনুযায়ী, 

• মোট জনসংখ্যা : ১৬.৯৮ কোটি ।
• জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩০%।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) ঃ ১১৫৩ জন।
• পুরুষ ও মহিলার অনুপাত : ৯৮.১ : ১০০
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৬.৪% (পুরুষ ৭৮.৬%, মহিলা ৭৪.২%) ।
• মুদ্রাস্ফীতি : ৯.২৪%
• মাথাপিছু আয় :২,৭৬৫ মার্কিন ডলার।
• মাথাপিছু জিডিপি :২,৬৫৭ মার্কিন ডলার।
• দারিদ্র্যের হার : ১৮.৭%
• চরম দারিদ্র্যের হার : ৫.৬০%
• স্বাক্ষরতার হার : ৭৬.৪%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৬.০৩%
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.২০%
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৫৬%
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.২৪%
• মোট ব্যাংক : ৬১টি
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
• বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় : সৌদি আরব থেকে।
• বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্রে। (দ্বিতীয় : জার্মানি)
• বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে : চীন থেকে। (দ্বিতীয় : ভারত)
- ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' সিনেমাটির পরিচালক আব্দুল জব্বার খান আর সংগীত পরিচালক সমর দাস
- সমতট পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার একটি প্রাচীন জনপদ।
- সমতটের বিস্তৃতি ছিল কুমিল্লা ও নোয়াখালীর অংশ বিশেষ নিয়ে।
- তবে কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম।
- গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই বলা হতো সমতট।
- কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল।
মনেকরি,
সংখ্যাটি x 
∴ x এর ৩২% = ২৪
বা, x * (৩২/১০০) = ২৪
বা, x = (২৪ * ১০০)/৩২
বা, x = ৭৫
সংখ্যাটি= (৬৫০+৮২০)/২
          = ১৪৭০/২
          = ৭৩৫

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
sinθ এর সর্বনিম্ন মান= -1
এবং সর্বোচ্চ মান= 1 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0