১৭তম শিক্ষক নিবন্ধন - ৩১.১২.২০২২ (99 টি প্রশ্ন )
vice শব্দের অর্থ হচ্ছে অধার্মিকতা/অনৈতিকতা
honesty শব্দের অর্থঃ  সততা
values শব্দের অর্থঃ সংস্কৃতি/ মান\
virtue শব্দের অর্থঃ পুণ্য
truthful শব্দের অর্থঃ সত্যবাদী


কাজে লাগানো বা ( সুযোগের) সদ্ব্যবহার করা অর্থে I will avail myself of the opportunity সঠিক
যেমন কর্ম তেমন ফল'-As you sow, so you reap.
danger শব্দের অর্থ হচ্ছে ঝুঁকি / বিপদ ।এটি হচ্ছে noun
danger এর verb form হল endanger (বিপদে পড়া )
বাক্যটি past indefinite tense এ আছে।এটিকে interrogative করার নিয়ম হচ্ছে Did+sub+verb এর present form+extension?
দুরত্ব,সময় সব সময় Singular verb হয়। সুতরাং Fifty miles হলো Singular number. তাই শূন্যস্থানে is হবে
Very few যুক্ত positive sentence কে comparative sentence এ than most other বসে । অর্থাৎ A bee is busier than most other insects.
obstacle to=কোন কিছুতে বাঁধা
Ignorance is obstacle to progress.=অজ্ঞতা অগ্রগতির অন্তরায়।
what if = কী হবে যদি/ কী হত যদি
-What if এর পর Assertive Sentence এর Structure এ বাক্য বসে, তবে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
heritage (ঐতিহ্য) হচ্ছে আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্মৃতিস্তম্ভ, বস্তু এবং সংস্কৃতির সম্পূর্ণ পরিসীমা।অর্থাৎ heritage শব্দটি tradition শব্দের সাথে সম্পর্কিত
গাছে এখনো ফল ধরে নাই-The tree has not yet borne fruit.
-প্রশ্নে উল্লেখিত বাক্যটির প্রথম Clause টি Past Perfect Tense ( S+ had+v3) এ আছে ৷ তাই ,নিঃসন্দেহে বাক্যটি Third Conditional-এআছে ৷ তাই, উক্ত বাক্যটির Principal Clause এ S+ would have + V3 হয়েছে ৷
Everybody / Everyone/All sub হিসেবে যুক্ত বাক্যকে interrogative রূপান্তর করতে structure হবে : Who + doesn't/didn't + verb-এর present form + verb-এর পরের অংশ + question mark.তাই বাক্যটিকে assertive করতে who does not এর পরিবর্তে Everyone বসবে
If যুক্ত conditional sentence এর ক্ষেত্রে if part এ present indefinite tense থাকলে, অপর অংশে (independent clause) এ future indefinite tense হয়। জোর দেওয়া অর্থে shall এর পরিবর্তে will বসে।
প্রদত্ত বাক্যটি একটি proverb .তাই appropriate proverb এর নিয়মানুযায়ী উভয় শূন্যস্থানে the বসবে
extravagant = অতিরঞ্জিত 
প্রতি দশ বছরের সময়কে বলা হয় এক দশক
memoranda হচ্ছে plural form তাই এটির ক্ষেত্রে are বসবে।এটির singular form হচ্ছে memorandum
in no time হচ্ছে একটি phrase .এটির অর্থ instantly( অবিলম্বে)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অসারের তর্জন গর্জন সার=An empty vessel sounds much.
room এবং space দুটোই খালি জায়গা /ফাঁকা স্থান অর্থে ব্যবহার করা হয়।কিন্তু যখন বাক্যে surely বলা থাকে যে ফাঁকা স্থান আছে বা নেই সেক্ষেত্রে room শব্দটি ব্যবহার করা হয়ে থাকে ।

অপরদিকে যদি বাক্যের অর্থ থেকে স্পষ্ট না হয় যে ফাঁকা স্থান আছে নাকি নেই সেক্ষেত্রে space বসে।

doubt শব্দটির ক্ষেত্রে room বসালেই সঠিক বাক্য হয়
Lest যুক্ত sentence এ Lest - এর পর সব সময় auxiliary verb 'should' বসে।
কলমের কালিটির রং নির্দিষ্ট করে দেয়া আছে।তাই ink এর পূর্বে The হবে
In course of time হচ্ছে একটি phrase .যেটির অর্থ সময়ের মধ্যে
Subject + verb + object যুক্ত simple sentence কে complex করতে ব্যক্তির ক্ষেত্রে Relative pronoun "Who" ব্যবহার করে একটি subordinate clause তৈরি করতে হয়
প্রথম বন্ধনী, ২য় বন্ধনী ও ৩য় বন্ধনী - এই তিনটি চিহ্নই গণিতশাস্ত্রে ব্যবহৃত হয়।
তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে।
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী একটি তৎসম স্বরসন্ধি৷ যা 'আ + ঈ = এ' নিয়মে গঠিত হয়েছে৷
কিছু কিছু সন্ধি আছে যাদের সন্ধি বিচ্ছেদ হয় নিপাতনে সিদ্ধ পদ্ধতিতে ।
যেমনঃ 
বাক্‌ + ঈশ্বরী = বাগেশ্বরী;
বৃহৎ + পতি = বৃহসপতি;
মনস্ + ঈষা = মনীষা;
ষট্ + দশ = ষােড়শ;
বন + পতি = বনস্পতি;
হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র  ইত্যাদি ।
Edition শব্দের অর্থ- সংস্করণ
'সন্ধি' হলো ধ্বনিতত্ত্বের একটি আলোচ্য বিষয়। তাই ধ্বনির পরিবর্তন, ধ্বনিগত মাধুর্য সম্পাদন, ধ্বনির উচ্চারণে সহজপ্রবণতা ইত্যাদি সন্ধির মাধ্যমে সম্পাদিত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- 'পোস্টাল কোড' পোস্ট অফিসের নাম নির্দেশ করে। বাংলাদেশ ডাক বিভাগ ডাক যোগাযোগের দ্রুততা ও নির্ভুলতা বৃদ্ধির জন্য পোস্টাল কোড ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থা চিঠিপত্র, পার্সেল ইত্যাদি দ্রুত ও সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।

- প্রচলিত অনেক বইয়ে যে যুক্তিতে "প্রাপকের এলাকা" উত্তর দেওয়া সেই যুক্তিতে "প্রেরকের এলাকা"ও তো উত্তর হয়!! কেননা, প্রেরকের ঠিকানা লিখতেও পোস্টাল-কোড লাগে।
- আসলে পোস্টাল কোড হলো একটি সংখ্যাসূচক কোড যা একটি নির্দিষ্ট পোস্ট অফিসকে চিহ্নিত করে, সেটা হতে পারে প্রেরক বা প্রাপকের পোস্ট অফিস।

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0