১৭তম শিক্ষক নিবন্ধন - ৩১.১২.২০২২ (99 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
vice শব্দের অর্থ হচ্ছে অধার্মিকতা/অনৈতিকতা
honesty শব্দের অর্থঃ  সততা
values শব্দের অর্থঃ সংস্কৃতি/ মান\
virtue শব্দের অর্থঃ পুণ্য
truthful শব্দের অর্থঃ সত্যবাদী

i
ব্যাখ্যা (Explanation):
কাজে লাগানো বা ( সুযোগের) সদ্ব্যবহার করা অর্থে I will avail myself of the opportunity সঠিক
i
ব্যাখ্যা (Explanation):
যেমন কর্ম তেমন ফল'-As you sow, so you reap.
i
ব্যাখ্যা (Explanation):
danger শব্দের অর্থ হচ্ছে ঝুঁকি / বিপদ ।এটি হচ্ছে noun
danger এর verb form হল endanger (বিপদে পড়া )
i
ব্যাখ্যা (Explanation):
বাক্যটি past indefinite tense এ আছে।এটিকে interrogative করার নিয়ম হচ্ছে Did+sub+verb এর present form+extension?
i
ব্যাখ্যা (Explanation):
দুরত্ব,সময় সব সময় Singular verb হয়। সুতরাং Fifty miles হলো Singular number. তাই শূন্যস্থানে is হবে
i
ব্যাখ্যা (Explanation):
Very few যুক্ত positive sentence কে comparative sentence এ than most other বসে । অর্থাৎ A bee is busier than most other insects.
i
ব্যাখ্যা (Explanation):
obstacle to=কোন কিছুতে বাঁধা
Ignorance is obstacle to progress.=অজ্ঞতা অগ্রগতির অন্তরায়।
i
ব্যাখ্যা (Explanation):
what if = কী হবে যদি/ কী হত যদি
-What if এর পর Assertive Sentence এর Structure এ বাক্য বসে, তবে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
heritage (ঐতিহ্য) হচ্ছে আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্মৃতিস্তম্ভ, বস্তু এবং সংস্কৃতির সম্পূর্ণ পরিসীমা।অর্থাৎ heritage শব্দটি tradition শব্দের সাথে সম্পর্কিত
i
ব্যাখ্যা (Explanation):
গাছে এখনো ফল ধরে নাই-The tree has not yet borne fruit.
i
ব্যাখ্যা (Explanation):
-প্রশ্নে উল্লেখিত বাক্যটির প্রথম Clause টি Past Perfect Tense ( S+ had+v3) এ আছে ৷ তাই ,নিঃসন্দেহে বাক্যটি Third Conditional-এআছে ৷ তাই, উক্ত বাক্যটির Principal Clause এ S+ would have + V3 হয়েছে ৷
i
ব্যাখ্যা (Explanation):
Everybody / Everyone/All sub হিসেবে যুক্ত বাক্যকে interrogative রূপান্তর করতে structure হবে : Who + doesn't/didn't + verb-এর present form + verb-এর পরের অংশ + question mark.তাই বাক্যটিকে assertive করতে who does not এর পরিবর্তে Everyone বসবে
i
ব্যাখ্যা (Explanation):
If যুক্ত conditional sentence এর ক্ষেত্রে if part এ present indefinite tense থাকলে, অপর অংশে (independent clause) এ future indefinite tense হয়। জোর দেওয়া অর্থে shall এর পরিবর্তে will বসে।
i
ব্যাখ্যা (Explanation):
- এটি একটি বিখ্যাত প্রবাদ বা উক্তি (John Dryden-এর)।

এর গ্রামাটিক্যাল নিয়মটি হলো:
- যখন কোনো Adjective-এর পূর্বে The বসে, তখন সেটি আর Adjective থাকে না; বরং সেটি Plural Common Noun (সমগ্র জাতি বা শ্রেণি) হয়ে যায়।
১ম অংশ: এখানে brave হলো Adjective। এর আগে The বসালে 'The brave' হয়, যার অর্থ ‘সাহসী ব্যক্তিরা’ (Brave people)।
২য় অংশ: একইভাবে fair একটি Adjective। এর আগে The বসালে 'The fair' হয়, যার অর্থ ‘সুন্দরী নারীরা’ বা আলঙ্কারিক অর্থে ‘সম্মানজনক পুরস্কার/প্রাপ্তি’।
অর্থ: একমাত্র সাহসীরাই সুন্দরের (বা পুরস্কারের) যোগ্য।

তাই উভয় স্থানেই the বসবে।
i
ব্যাখ্যা (Explanation):
extravagant = অতিরঞ্জিত 
i
ব্যাখ্যা (Explanation):
প্রতি দশ বছরের সময়কে বলা হয় এক দশক
i
ব্যাখ্যা (Explanation):
memoranda হচ্ছে plural form তাই এটির ক্ষেত্রে are বসবে।এটির singular form হচ্ছে memorandum
i
ব্যাখ্যা (Explanation):
in no time হচ্ছে একটি phrase .এটির অর্থ instantly( অবিলম্বে)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
অসারের তর্জন গর্জন সার=An empty vessel sounds much.
i
ব্যাখ্যা (Explanation):
room এবং space দুটোই খালি জায়গা /ফাঁকা স্থান অর্থে ব্যবহার করা হয়।কিন্তু যখন বাক্যে surely বলা থাকে যে ফাঁকা স্থান আছে বা নেই সেক্ষেত্রে room শব্দটি ব্যবহার করা হয়ে থাকে ।

অপরদিকে যদি বাক্যের অর্থ থেকে স্পষ্ট না হয় যে ফাঁকা স্থান আছে নাকি নেই সেক্ষেত্রে space বসে।

doubt শব্দটির ক্ষেত্রে room বসালেই সঠিক বাক্য হয়
i
ব্যাখ্যা (Explanation):
Lest যুক্ত sentence এ Lest - এর পর সব সময় auxiliary verb 'should' বসে।
i
ব্যাখ্যা (Explanation):
- সাধারণ নিয়ম অনুযায়ী Material Noun (যেমন: ink, water, milk) বা Uncountable Noun-এর আগে কোনো Article বসে না।
- তবে, যখন কোনো Material Noun-কে নির্দিষ্ট করে বোঝানো হয় (বিশেষ করে এরপর যখন কোনো phrase বা clause থাকে), তখন তার আগে The বসে।
- এখানে পৃথিবীর সব কালির (ink) কথা বলা হয়নি, নির্দিষ্ট করে "আমার কলমের কালি" (ink in my pen)-এর কথা বলা হয়েছে।
- তাই নির্দিষ্ট হওয়ার কারণে এখানে The বসবে।
i
ব্যাখ্যা (Explanation):
In course of time হচ্ছে একটি phrase .যেটির অর্থ সময়ের মধ্যে
i
ব্যাখ্যা (Explanation):
Subject + verb + object যুক্ত simple sentence কে complex করতে ব্যক্তির ক্ষেত্রে Relative pronoun "Who" ব্যবহার করে একটি subordinate clause তৈরি করতে হয়
i
ব্যাখ্যা (Explanation):
প্রথম বন্ধনী, ২য় বন্ধনী ও ৩য় বন্ধনী - এই তিনটি চিহ্নই গণিতশাস্ত্রে ব্যবহৃত হয়।
তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে।
i
ব্যাখ্যা (Explanation):
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী একটি তৎসম স্বরসন্ধি৷ যা 'আ + ঈ = এ' নিয়মে গঠিত হয়েছে৷
কিছু কিছু সন্ধি আছে যাদের সন্ধি বিচ্ছেদ হয় নিপাতনে সিদ্ধ পদ্ধতিতে ।
যেমনঃ 
বাক্‌ + ঈশ্বরী = বাগেশ্বরী;
বৃহৎ + পতি = বৃহসপতি;
মনস্ + ঈষা = মনীষা;
ষট্ + দশ = ষােড়শ;
বন + পতি = বনস্পতি;
হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র  ইত্যাদি ।
i
ব্যাখ্যা (Explanation):
Edition শব্দের অর্থ- সংস্করণ
i
ব্যাখ্যা (Explanation):
'সন্ধি' হলো ধ্বনিতত্ত্বের একটি আলোচ্য বিষয়। তাই ধ্বনির পরিবর্তন, ধ্বনিগত মাধুর্য সম্পাদন, ধ্বনির উচ্চারণে সহজপ্রবণতা ইত্যাদি সন্ধির মাধ্যমে সম্পাদিত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):

- 'পোস্টাল কোড' পোস্ট অফিসের নাম নির্দেশ করে। বাংলাদেশ ডাক বিভাগ ডাক যোগাযোগের দ্রুততা ও নির্ভুলতা বৃদ্ধির জন্য পোস্টাল কোড ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থা চিঠিপত্র, পার্সেল ইত্যাদি দ্রুত ও সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।

- প্রচলিত অনেক বইয়ে যে যুক্তিতে "প্রাপকের এলাকা" উত্তর দেওয়া সেই যুক্তিতে "প্রেরকের এলাকা"ও তো উত্তর হয়!! কেননা, প্রেরকের ঠিকানা লিখতেও পোস্টাল-কোড লাগে।
- আসলে পোস্টাল কোড হলো একটি সংখ্যাসূচক কোড যা একটি নির্দিষ্ট পোস্ট অফিসকে চিহ্নিত করে, সেটা হতে পারে প্রেরক বা প্রাপকের পোস্ট অফিস।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0