১৬তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা - ৩০.০৮.২০১৯ (100 টি প্রশ্ন )
- হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ডী প্রাণিদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণির কলায় পাওয়া যায়।
- স্তন্যপায়ী প্রাণিদের ক্ষেত্রে লোহিত কণিকার শুষ্ক ওজনের ৯৬-৯৭%ই হয় হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, এবং পানিসহ মোট ওজনের তা ৩৫%।
- হিমোগ্লোবিন ফুসফুস হতে অক্সিজেন দেহের বাকি অংশে নিয়ে যায় এবং কোষীয় ব্যবহারের জন্য অবমুক্ত করে।
। সিসমোগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।
। ব্যারােমিটার - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র।
। সেক্সট্যান্ট - সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র।
। ম্যানােমিটার - গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
। ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র।
। ক্রোনােমিটার - সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র।
। জাইরাে কম্পাস - জাহাজের দিক নির্ণয়ের যন্ত্র।
। এনিমোমিটার - বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র।

- SMOG হচ্ছে এক ধরনের দূষিত বায়ু।
- যান্ত্রিক পরিবহন ও শিল্পকারখানার দূষণ থেকে এই SMOG এর সৃষ্টি হয়।
- এর ফলে উদ্ভিদ ক্ষতিগ্রস্থ ও ধ্বংস হয়ে যায় ,মানব চোখের ক্ষতি করে এবং মানবদেহে শ্বসন সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয়।
- যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।
- হোয়াইট হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রধান প্রশাসনিক দপ্তরের নাম।
- জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট নাম বাইডেন। 
। GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়। 
। ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
। এটি কোন নির্দিষ্ট পণ্যের আমদানি-রপ্তানির ক্ষেত্রে সৃষ্ট সমস্যার ফলে কোন দেশ ক্ষতিগ্রস্থ হলে তার ক্ষতি পোষানোর জন্য ব্যবস্থা গ্রহন করা।
। বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য। 
। এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। 
। এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট। 
। এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৫টি।
। সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।
। গ্যাট এর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা।
। গ্যাট ১৯৪৭ সালের এপ্রিল থেকে ১৯৯৩ সালের ডিসেম্বর পর্যন্ত মোট আটটি রাউন্ড করেছে, প্রতিটিতে উল্লেখযোগ্য সাফল্য এবং ফলাফল রয়েছে।
। ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়।
। এর মধ্যে ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়

- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।
- একই বছরের ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করেন।
- বঙ্গবন্ধু জাতিসংঘের কেবল ২৯তম অধিবেশনেই অংশগ্রহণ করেন।
- বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এ দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে।
- ৮ মার্চ : বিশ্ব নারী দিবস
- ১০ ডিসেম্বর : বিশ্ব মানবাধিকার দিবস।

- প্রায় ৭০০ বছর আগে পলিনেশীয় বিভিন্ন জাতি নিউজিল্যান্ড আবিষ্কার করে ও এখানে বসতি স্থাপন করে। এরা ধীরে ধীরে একটি স্বতন্ত্র মাওরি সংস্কৃতি গড়ে তোলে।
- ১৬৪২ সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রী, ওলন্দাজ আবেল তাসমান, নিউজিল্যান্ডে নোঙর ফেলেন।
- ১৮শ শতকের শেষ দিক থেকে অভিযাত্রী, নাবিক, মিশনারি, ও বণিকেরা নিয়মিত এখানে আসতে থাকে।
- ১৮৪০ সালে ব্রিটিশ সাম্রাজ্য ও নিউজিল্যান্ডের মাওরি গোত্রগুলি চুক্তি স্বাক্ষর করে এবং এর ফলে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে।
- মাওরিদেরকে ব্রিটিশ নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হয়। এসময় নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ইউরোপীয় বসতি স্থাপন শুরু হয়।
- ইউরোপীয় অর্থনৈতিক ও বিচার ব্যবস্থা আরোপের ফলে মাওরিরা তাদের বেশিরভাগ জমি জমা ইউরোপীয়দের কাছে হারিয়ে দরিদ্র হয়ে পড়ে।

- ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ডকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হতে থাকে। অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ বাড়ানো হয়।
- একই সময়ে মাওরিদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব বা রনেসঁস ঘটে।
- মাওরিরা বিরাট সংখ্যায় শহরে বসতি স্থাপন করা শুরু করে এবং নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে।


- ১৩ এপ্রিল ২০১৩ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রুহুল আমীনের নেতৃত্বে একদল গবেষক এটি চালু করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। 
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২। 
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
 
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

রিয়াল যেসব দেশের ‍মুদ্রা:
- সৌদি আরব
- কাতার
- কম্বোডিয়া,
- ব্রাজিল,
- ওমান
- ইয়েমেন ও
- ইরান

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- জর্ডান
- বাহরাইন
- কুয়েত
- আলজেরিয়া ও
- তিউনেশিয়া

পাউন্ড যেসব দেশের ‍মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন ও
- যু্ক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং)

বিশ্বব্যাংকের বর্তমানে সদস্য দেশ নয় কিউবা। ১৪ নভেম্বর ১৯৬০ সালে দেশটি বিশ্বব্যাংকের সদস্য পদ প্রত্যাহার করে নেয়।
। এটি গঠনের সিদ্ধান্ত হয় ৪ জুলাই, ১৯৪৪ সাল
। আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল
। পুরাপুরি কার্যক্রম শুরু - জুন, ১৯৪৬ সাল
। সদস্য সংখ্যা - ১৮৯টি দেশ
। (সর্বশেষ সদস্য - নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল)
। প্রতিষ্ঠাকালীন সদস্য - ২৬টি
। Bretton Woods Conference সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়। 
। সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের জীবনকেন্দ্রিক রচনা 'কারাগারের রোজনমচা ' ।
- বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন ।সেই ডায়েরির পরিমার্জিত রুপ 'কারাগারের রোজনমচা '
- গ্রন্থটি জাতির পিতা ৯৭ তম জন্মদিন ১৭ মার্চ ,২০১৭ সালে প্রকাশিত হয় ।
- এ গ্রন্থে রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু বলেছেন '৮ ফেব্রুয়ারি ২ বছরের ছেলেটা এসে বলে ,আব্বা বাড়ি চলো ' ।কী উত্তর ওকে আমি দিব ?ওকে ভোলাতে চেষ্টা করলাম ,ওতো বোঝে না আমি কারাবন্দি ।ওকে বললাম 'তোমার মার বাড়ি ,তুমি যাও ।আমি আমার বাড়িতে থাকি ।আবার আমাকে দেখতে এসো '
বাংলাদেশ সরকারের আয়ের উৎস প্রধানত দুইটি। যথাঃ
- কর রাজস্ব এবং করবহির্ভূত রাজস্ব।
- কর পরিশোধে ২০১২ সালের মে মাসে বাংলাদেশে ই-পেমেন্ট পদ্ধতি চালু হয়।
- বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি আয় আসে ভ্যাট থেকে।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রথম প্রবর্তিত হয় ১ জুলাই, ১৯৯১।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়।
বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে ভারতকে প্রথমবারের মত ১৫ রানে পরাজিত করে। তবে উল্লেখ্য বিষয় হলো বাংলাদেশ ক্রিকেট দল শততম বার জয়লাভ করে আফগানিস্তানের বিপক্ষে।
১৯৮০ সালে সংসদ প্রণীত একটি আইনের ভিত্তিতে বাংলাদেশের প্রথম ইপিজেড ১৯৮৩ সালে চট্টগ্রামের হালিশহরে স্থাপিত হয়।
- বাংলাদেশে বর্তমানে ৮টি সরকারি EPZ রয়েছে। এছাড়াও বাংলাদেশে ২টি বেসরকারি EPZ রয়েছে।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা EPZ, এটি নীলফামারীতে অবস্থিত।
- EPZ নিয়ন্ত্রণকারী সংস্থার নাম Bangladesh Export Processing Zone Authority (BEPZA)।
'মহানন্দ' একটি নদীর নাম মহানন্দা-এর উপনদী- পুনর্ভবা, নাগর, টাঙ্গন ও কুলিখ। মহানন্দা পদ্মা নদীর উপনদী।
'মহানন্দ' নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস।
কয়েকটি আম জাত হলোঃ 
- মহানন্দা
- আম্রপালি
- হিমসাগর বা ক্ষীরসাপাত
- বান্দিগুড়ি
- গৌরমতি
- ফজলি
- ল্যাংড়া
- হাড়িভাঙ্গা
- মোহনভোগ
১৯৯৭-১৯৯৮ অর্থবছর হতে সমাজসেবা অধিদপ্তরের অধীন সামাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে বয়স্ক ভাতা চালু হয়
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী।
- প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
- প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩০ টি। এগুলো মধ্যে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, রাজশাহী, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, যশোর, ঝিনাইদহ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর ইত্যাদি।
। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি।
। মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
। রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে।
। ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই।
বাংলাদেশের সংবিধান ২টি ভাষায় রচিত (বাংলা ও ইংরেজি), বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত মোট ১৭ বার সংশোধন করা হয়েছে।
 সংবিধানে রয়েছে:
- ১১টি ভাগ,
- ১৫৩টি অনুচ্ছেদ,
- একটি প্রস্তাবনা,
- ৭টি তফসিল।
‘মনপুরা’ - ৭০ ' শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি বিখ্যাত চিত্রকর্ম । ১৯৭৪ সালে তিনি জননন্দিত এ শিল্পকর্মটি অঙ্কন করেন । এছাড়াও তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ – চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি ।

আয়তনে বাংলাদেশের বৃহত্তম উপজেলা - শ্যামনগর (সাতক্ষীরা) এবং ক্ষুদ্রতম উপজেলা - বন্দর (নারায়ণগঞ্জ)।
আয়তনে বৃহত্তম জেলা - রাঙ্গামাটি এবং ক্ষুদ্রতম জেলা - নারায়ণগঞ্জ।


- ১৯৭২ সকলের ১১ এপ্রিল গণপরিষদের অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য ৩৪ সদস্যের কমিটি গঠন করা হয়।
- এদের মধ্যে ৩৩ জন ছিলেন আওয়ামীলীগ দলীয় গণপরিষদের সদস্য আর একজন ন্যাপ সদস্য।
- সংবিধান রচনার কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
- কমিটির প্রধান হচ্ছেন আইন ও সংসদ বিষ্যক মন্ত্রী ডা. কামাল হোসেন।
- এইদিন সংবিধান প্রণয়ন কমিটি ছাড়াও আরও চারটি কমিটি গঠিত হয়।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।

বর্তমানে খেতাবগুলো হলো:
বীরপ্রতীক- ৪২৪ জন (বাদ দেওয়া ২ জন সহ ৪২৬ জন)
বীরবিক্রম- ১৭৪ জন
বীরউত্তম- ৬৮ জন
বীরশ্রেষ্ঠ- ০৭ জন
মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)

গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে।
তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)


ধরি, রহিম, করিম ও হামজার বয়স হচ্ছে R, K ও H

R + K = 35×2 = 70 ....... (i)

R + H = 20×2 = 40 ....... (ii)

i নং ও ii নং সমীকরণ বিয়ে করে পাই,

K - H = 30

⇒ K = 30 + H

⇒ K = 30 + 11 [ হামজার 11 বছর]

∴ K = 41


x²-x-6=0
বা, x²-3x+2x-6=0
বা, x(x-3)+2(x-3)=0
বা, (x-3) (x+2)=0
∴x=-2, 3
দেয়া আছে,    
(Sinθ + Cosθ)/(Sinθ - Cosθ) = 7 
⇒ (Sinθ + Cosθ) + (Sinθ - Cosθ)/(Sinθ + Cosθ) - (Sinθ - Cosθ) = (7 + 1)/(7 - 1)
[যোজন-বিয়োজন করে]
⇒ (Sinθ + Cosθ + Sinθ - Cosθ)/(Sinθ + Cosθ - Sinθ + Cosθ) = 8/6
⇒ 2Sinθ/2Cosθ = 4/3
⇒ Sinθ/Cosθ = 4/3
⇒ tanθ = 4/3
⇒ tan2θ = 16/9
⇒ Sec2θ - 1 = 16/9
⇒ Sec2θ = (16/9) + 1
⇒ Sec2θ  = (16 + 9)/9
⇒ Sec2θ  = 25/9
∴  Secθ = ±5/3
- কোনোও বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হল স্থুলকোণ। আর বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ- সূক্ষ্ম কোণ।

উল্লেখ্য,
- অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ।
- দুটি কোণের সমষ্টি ৯০° হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
একক ব্যাসার্ধ বলতে 1 বুঝায়। 
বৃত্তের ব্যাসার্ধ r  = 1
বৃত্তের ক্ষেত্রফল, πr2 = π ×12 
                           = π বর্গ একক
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0