৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা - ০১.০৯.২০১২ (100 টি প্রশ্ন )
(√3 × √5)4
= {√(3× 5)}4
= (√15)4
= (15 × 15)
= 225
- বাক্যে Would you mind, cannot help, with a view to, look forward to, get used to ইত্যাদির পর কোনো Verb আসলে উক্ত Verb-এর সাথে ing যুক্ত হয়।
- He has come here with a view to negotiating with me - সে এখানে এসেছে আমার সাথে সমঝোতা করতে।
গুজরাটি- খদ্দর, খাদি, চরকা, হরতাল ইত্যাদি।
মারাঠি- চামড়া, ঠগ, বর্গি ইত্যাদি।
তামিল- চেট্টে, চুরুট ইত্যাদি।
- জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
- জাপানের আইন সভার নাম ডায়েট।
- জাপানের রাষ্ট্রপ্রধান- সম্রাট।
- জাপানের সরকার প্রধান- প্রধানমন্ত্রী।
থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। 
- ওয়াল স্ট্রীট নিউইয়র্ক শহরের একটি সড়ক যা বিশ্বের বৃহত্তম শেয়ার বাজার, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের (NYSE) সদর দপ্তর।
- ওয়াল স্ট্রীট বিশ্ব অর্থনীতির কেন্দ্রস্থল হিসাবে বিবেচিত হয় এবং এটি আর্থিক স্থিতিশীলতা এবং অস্থিরতার উত্স হিসাবে দেখা হয়।
- ১৮৪১ সালের দিকে চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিনের চেয়ে অধিকতর আধুনিক এবং জটিল কম্পিউটার ‘অ্যানালিটিকাল ইঞ্জিন’ এর ধারণা উপস্থাপন করেন। কম্পিউটারের ইতিহাসে এটি ছিল একটি বৈপ্লবিক অধ্যায়।  
- অ্যাডা অগাস্টা'কে এখন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার ধরা হয়।
- ১৮৫২ সালের ২৭ নভেম্বর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা হিসেবে না হলেও, পৃথিবীর প্রথম প্রোগ্রামার হিসেবে সবাই তাকে জানে।
- প্রতি ঘনমিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা ৫০০০ - ৯০০০।
- লোহিত রক্তকণিকার সংখ্যায় শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক কম হয়।
- মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত ১ঃ৭০০।
- শ্বেত বামন (White Dwarf) একটি মৃত তারা।
- শ্বেত বামন এক ধরনের ছোট তারা যা মূলত ইলেকট্রন অপজাত পদার্থ দিয়ে গঠিত।
- এজন্য একে অপজাত বামনও বলা হয়ে থাকে।
- ১৯২২ সালে ডেনীয়-মার্কিন বিজ্ঞানী Jacob Luyten এর ইংরেজি নামকরণ করেন White Dwarf.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- IPCC বা Intergovernmental Panel on Climate Change নামক জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP) ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগে গঠিত হয়। 
- সদর দপ্তরে জেনেভা, সুইজারল্যান্ডে। 
- IPCC নোবেল পুরস্কার লাভ করে— ২০০৭ সালে।

ফসফরাস এর অভাবে গাছের পাতা বেগুনী হয়ে যায়, যা পাতার কিনারা থেকে শুরু হয়। ফসফরাসের অভাবে গাছের পাতা বেগুনি রং ধারণ করার কারণ:

ফসফরাস ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে: ক্লোরোফিল হলো এক ধরণের রঞ্জক পদার্থ যা সূর্যালোকের শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ফসফরাসের অভাবে ক্লোরোফিলের উৎপাদন কমে যায়, ফলে পাতা বেগুনি রং ধারণ করে।
ফসফরাস শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে: ফসফরাসের অভাবে শিকড়ের বৃদ্ধি কমে যায়, ফলে গাছ মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি শোষণ করতে পারে না।
ফসফরাস প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে: ফসফরাসের অভাবে প্রোটিন সংশ্লেষণ কমে যায়, ফলে পাতার রঙ পরিবর্তিত হয়।
- ১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন গঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয় নি।
- রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগ করা হলে বঙ্গভঙ্গ রদের রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টজ।
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হয়।

সূত্রঃ বাংলাপিডিয়া।
- ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- এটি ‘দশসালা বন্দোবস্ত' নামেও পরিচিত।
- নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়, তাকে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ বলে।
- উল্লেখ্য, ‘পূর্ববঙ্গ জমিদারি দখল এবং প্রজাস্বত্ব বিল (১৯৫০)' পাসের মাধ্যমে শের-ই বাংলা এ. কে. ফজলুল হক এ ব্যবস্থা বাতিল করেন।
'অংশু'' শব্দের সমার্থক শব্দঃ কিরণ, দীপ্তি, কর, প্রভা, রশ্মি, ময়ূখ, প্রভৃতি। 
- ভাবের সুসঙ্গত সার্থক প্রসারণই ভাব-সম্প্রসারণ
- আবৃতকে উম্মোচিত, সংকেতকে নির্ণীত করে তুলনীয় দৃষ্টান্ত ও প্রবাদ-প্রবচনের সাহায্যে সহজ ভাষায় ভাবের বিন্ধুকে বিস্তার করার নাম ভাব-সম্প্রসারণ।
- সমার্থক শব্দের প্রয়োজনীয়তা দেশি ভাষাকে সমৃদ্ধ করতে, বক্তৃতা ও বক্তব্য আকর্ষণীয় করতে, বাক্যকে সহজ, সুন্দর, বলিষ্ঠ, প্রাঞ্জল ও সমৃদ্ধ করতে, বাক্যে শাব্দিক সৌন্দর্য, গুণ, বৈচিত্র্য এবং প্রকাশশৈলীতে অভিনবত্ব আনতে, বাক্যকে অলংকারমণ্ডিত করতে, ছড়া কবিতার ছন্দের মাত্রা ঠিক রাখতে এবং কবিতার মিল দিতে এবং একই শব্দের বার বার প্রয়োগজনিত সমস্যার হাত থেকে রক্ষা করতে সমার্থক শব্দের ব্যবহার জরুরি। 
- পৃথিবী শব্দের সমার্থক শব্দ- মেদিনী ,ধরিত্রী, পৃথ্বী, ধরণী ,বসুন্ধরা ,বসুধা , ভূমণ্ডল , অবনী ,বিশ্ব , ভুবন , ভূলোক ,মরলোক, সংসার , জগত । 



শুদ্ধ বাক্যঃ সূর্য উদিত হয়েছে। তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। বিধি লঙ্ঘন হয়েছে। 
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ,বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে (৬৫০) খ্রিষ্টাব্দে ) ।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে ,বাংলা ভাষার উৎপত্তি দশম শতাব্দীতে ।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে,বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে এবং
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে।
- কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। যেমন: বাটা যে লঙ্কা = লঙ্কাবাটা।
- মৌমাছি = মৌ সংগ্রহকারী মাছি। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ।
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। উদাহরণঃ জ্যোৎস্নারাত, বৌভাত, হাসিমুখ প্রভৃতি।
- যে সমাসে পূর্বপদের কারকের বিভক্তিচিহ্ন বা বিভক্তিস্থানীয় অনুসর্গের লোপ হয় এবং পরপদের অর্থই প্রধান হয় , তাকে তৎপুরুষ সমাস বলে |
- যেমন:-- রথকে দেখা = রথদেখা ; লোককে দেখানো=লোকদেখানো।
- সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
- দিগু সমাসের পরপদের অর্থের প্রাধান্য থাকে।
- যেমন তিন প্রান্তরের সমাহার= তেপান্তর। 
- সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।
- যে যে পদে সমাস হয়, তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে।
- যেমন: বিলাত থেকে ফেরত = বিলাত ফেরত। এখানে, সমস্ত পদ = বিলাত ফেরত; ব্যাসবাক্য = বিলাত থেকে ফেরত; সমস্যমান পদ = বিলাত, ফেরত; পূর্বপদ = বিলাত; পরপদ = ফেরত।
- প্রান্তিক বিরাম চিহ্ন ৩টি । যথা: দাঁড়ি, প্রশ্নচিহ্ন ও বিস্ময়চিহ্ন।
- বাক্যের অভ্যন্তরে বসে ৩টি বিরাম চিহ্ন। যথা: কমা, সেমিকোলন ও ড্যাস।
গুরুত্তপূর্ণ কিছু বিপরীত শব্দঃ
ঐহিক - পারত্রিক
মহত্মা - দুরাত্মা
ধৃষ্ট - নম্র/ বিনয়ী
নিন্দিত - প্রশংসিত
সংশয় - প্রত্যয়
ঊষর - উর্বর
আঁঠি - শাঁস
তিমির - আলো। 
- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- তবে সাধু ও চলিত রীতিতে অব্যয় অভিন্নরূপে ব্যবহৃত হয়।
- ১৮১৫ সালে রাজা রামমোহন রায় তাঁর রচিত "বেদান্ত গ্রন্থ"-এ প্রথম 'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- খোদার খাসি বাগধারাটির অর্থ ভাবনা চিন্তাহীন ।
- সুখের পায়রা / বসন্তের কোকিল - সুসময়ের বন্ধু; যক্ষের ধন- কৃপণের ধন। 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0