১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ১৩.০৫.২০১৬ (100 টি প্রশ্ন )
• Supercilious (উদ্ধত/ উন্মাসিক) এর antonym হলো- Affable (অমায়িক/ভদ্র)। Haughty- অহংকারী; disdainful- ঘৃণাপূর্ণ; wicked- বদমাশ।
- 'Go back on' (প্রতিশ্রুতি ভঙ্গ করা) একটি phrasal verb সুতরাং শূন্যস্থানে back বসবে। When you make a promise, you must not go back on it- যখন তুমি প্রতিজ্ঞা করবে তা ভঙ্গ করবে না।
- Extempore (পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তৃতা) এর synonym হলো Impromptu (বিনা প্রস্তুতিতে কিছু করা)।
- Third conditional এর নিয়মানুযায়ী if/had যুক্ত অংশে past perfect tense থাকলে অন্য অংশে sub + could/ would/might + have + v3 বসে।
- শূন্যস্থানে Tooth and nail ( প্রাণপণে ) idiom-টি বসালে বাক্যটি শুদ্ধ হবে।
- 'Tooth and nail' একটি ইংরেজি idiom
- এর অর্থ হল 'প্রাণপণে চেষ্টা করা' বা 'সর্বশক্তি দিয়ে লড়াই করা'।
- Tooth' মানে দাঁত এবং 'nail' মানে নখ। এই দুটি শারীরিক অংশ যুদ্ধ বা সংগ্রামের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
- Set out- যাত্রা করা; to and fro- এদিক সেদিক; to the quick- প্রচণ্ড আঘাত পাওয়া।
- Causative verb হিসেবে help এর পর ব্যক্তিবাচক object থাকলে তার পর verb এর base form/ infinitive (to + verb) উভয়ই ব্যবহৃত হতে পারে।
- সুতরাং শূন্যস্থানে to finish/ finish উভয়ই বসতে পারে।
- Take one to task - অর্থ কাউকে তীব্রভাবে তিরস্কার করা
- Bring someone to book-শাস্তি দেওয়া এবং কৈফিয়ত চাওয়া / ন্যায় বিচারের মুখোমুখি করা
• Benign (শুভ/ ফলপ্রদ) এর antonym হলো- Malignant (ক্ষতিকর)।
• 'A bolt from the blue' (বিনা মেঘে বজ্রপাত) idiom-টির অর্থ- An unexpected calamity.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- After দ্বারা দুইটি principal clause যুক্ত হলে after এর পূর্বে past indefinite tense আর after এর পরে past perfect tense বসে।
- First conditional sentence এর নিয়মানুযায়ী If যুক্ত অংশটি present indefinite tense হলে পরের অংশটি future indefinite হয়।
- ‘কোনোকিছুর ওপর হেলান দিয়ে শুয়ে থাকা অর্থে recline এর পরে preposition হিসেবে on বসে।
• Maiden speech ( প্রথম বক্তৃতা) idiom-টির অর্থ- the first speech.
Words and Latin Adjective:
Moon - Lunar
Sun - Solar
Earth - Terrestrial
Light - Luminous/lucid.
- He acted on my advice (সে আমার পরামর্শ মতো কাজ করেছিল) বাক্যটির Complex form হলো- He acted as I advised him. (আমি যেভাবে তাকে পরামর্শ দিয়েছিলাম সে ঐভাবেই কাজ করেছিল) ।
• Black and blue (নির্মমভাবে) অর্থ- mercilessly.

• Confess (স্বীকার করা) verb-টির noun form হলো- Confession (স্বীকার)।
• Compulsory (আবশ্যিক) এর antonym হলো- voluntary (স্বেচ্ছাধীন)।
• Mandatory- আবশ্যিক; Obligatory- বাধ্যতামূলক/ আবশ্যিক; Complimentary- প্রশংসাসূচক।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
As if / As though এর প্রথম অংশে Present Indefinite tense থাকলে পরের অংশে past Indefinite tense হয় । তবে এক্ষেত্রে be verb - টি সর্বদা were হবে । আর প্রথ অংশে Past Indefinite tense থাকলে পরের অংশে Past Perfect tense হয়।
• Repress ( দমন করা) এর synonym হলো- control (নিয়ন্ত্রণ করা)।
• Represent- প্রতিনিধিত্ব করা; Republish- পুনঃপ্রকাশ; Repute- খণ্ডন করা ।
Passive voice কে Passive করার নিয়ম object + subject হবে, subject - এর number, person, tense অনুযায়ী verb হবে verb এর Past Participle এর Passive form - Everybody + was + satisfied with him.
- ‘জোর দিয়ে/ দৃঢ়তা সহকারে বলা' অর্থে insist এর পরে preposition হিসেবে on বসে।
Noun - Power (শক্তি)
Verb - Empower (ক্ষমতা দান করা)
Adjective - Powerful (শক্তিশালী)
Adverb - Powerfully (শক্তিশালীভাবে)।


- Magus (প্রাচীন পারস্যের পুরোহিত) noun টির plural form হলো- Magi (মেজাই)।
- অনুবাদ প্রধানত দুই প্রকার।
- যথা: আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদ।
সিংহের ডাক- নাদ; বাঘের ডাক- গর্জন, হুংকার; ময়ূরের ডাক- কেকা।
- ‘নদী' শব্দের সমার্থক শব্দঃ সরিৎ, শৈবলিনী, তরঙ্গিনী, তটিনী, গাঙ, স্রোতস্বতী, স্রোতস্বিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, মন্দাকিনী, কূলবতী, স্রোতোবহা, সমুদ্রবন্নতা, সমুদ্রকান্তা, কল্লোলিনী, কলস্বিনী।
- নগ ও গিরি অর্থ পর্বত; বিহগ অর্থ পাখি।
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
- দিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন: সপ্ত অহের (দিবস) সমাহার = সপ্তাহ।
- পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ (প্রাদি সমাস); মরণ পর্যন্ত = আমরণ (অব্যয়ীভাব); মন দ্বারা গড়া = মনগড়া (৩য়া তৎপুরুষ)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে,তাকে কর্মকারক বলে।
- ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক।
- যেমন: পড়ায় আমার মন বসে না। এখানে যদি প্রশ্ন করা হয়, কিসে মন বসে না? তাহলে উত্তর পাই ‘পড়ায়’ ।
- সুতরাং, ‘পড়া’ কর্মকারক এবং এর সাথে ৭মী বিভক্তি (পড়া+য়) যোগ হওয়ায় এটি কর্মকারকে ৭মী বিভক্তি ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0